31/01/2025
অনলাইন মার্কেটিং হল ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার ও বিক্রির কৌশল। এটি মূলত ইন্টারনেট-ভিত্তিক মার্কেটিং, যেখানে বিভিন্ন ডিজিটাল চ্যানেল ব্যবহার করে ব্যবসায়ীরা তাদের লক্ষ্যযুক্ত গ্রাহকদের কাছে পৌঁছায়।
অনলাইন মার্কেটিং-এর প্রধান ধরনসমূহ
১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) – ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টুইটার ইত্যাদি প্ল্যাটফর্মে মার্কেটিং করা।
২. ইমেইল মার্কেটিং – সম্ভাব্য ও বিদ্যমান গ্রাহকদের কাছে ইমেইলের মাধ্যমে প্রচার করা।
৩. কনটেন্ট মার্কেটিং – ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফিক, ই-বুক ইত্যাদির মাধ্যমে ব্র্যান্ড প্রচার।
৪. অ্যাফিলিয়েট মার্কেটিং – অন্য কেউ আপনার পণ্য প্রচার করে কমিশনের ভিত্তিতে বিক্রয় করে।
অনলাইন মার্কেটিং-এর সুবিধা
কম খরচে বড় পরিসরে মার্কেটিং করা যায়।
নির্দিষ্ট লক্ষ্যমাত্রার গ্রাহকদের কাছে সহজে পৌঁছানো যায়।
বিজ্ঞাপন ও প্রচারের ফলাফল বিশ্লেষণ করা যায়।
২৪/৭ মার্কেটিং সম্ভব।
আপনি কি নির্দিষ্ট কোনো অনলাইন মার্কেটিং পদ্ধতি প্রয়োগ করতে চান?
#ফেসবুক #হাসপাল #মার্কেটিং #ডিজিটাল #ডাক্তার #জামালপুর