Shakila Khatun

Shakila Khatun লিখতে ভালবাসি প্রকৃতি , সমাজ, দেশ , সকল অনিয়মের বিরুদ্ধে- মৃত্যুই যদি হয় নতুন স্বর্নালী ক্ষণ, তবে সত্য বলতে কেন ভীত হবে মণ ?

" গুঁড়েবালি "       " শাকিলা খাতুন "যাহারে ফুটাইতে গো তোমাদের  চোক্ষের  নিচে  কালি 👽👽 সেই তাহারে ডুবাও কেন- হাতে দিয়ে ...
25/08/2025

" গুঁড়েবালি "
" শাকিলা খাতুন "

যাহারে ফুটাইতে গো তোমাদের
চোক্ষের নিচে কালি 👽👽
সেই তাহারে ডুবাও কেন-
হাতে দিয়ে তালি ?

যেই বাগানের যত্ন নিতে
খাটলা কত মালি -
সেই বাগানের ফুল ঝরাতে
কেন করছ ফালা ফালি ?

কেন তোমরা ভুলে যাও গো
অবদানের মূল--- ?
এই পাপেরও ধারায় যেন
পাবে না কেউ কূল 🥲🥲

ক্ষমতা পেলে হাতের কাছে
ভুলে যাও সব ঘটছে কী পিছে
আনন্দে সব জোরছে নাচে
এই নাচনের তালে যেন
হারাও না সব কূল-
ভুল থেকে যে শিক্ষা নেয় না
তারাই পাপী মূল😎😎

চোরে চোরে মাসতুতো ভাই
ধর্মের কোন নাই বালাই নাই-
এমন হাজার চোরে তোমরা
বাঁধছো ডজন হালি

এক চোরে বিয়ে করে
আরেক চোরের সালি
আমরা অবুঝ প্রাণ বিকিয়ে
আশায় গুঁড়েবালি🥲🥲

রচনাকালঃ25-8-2025 [ সোমবার ]

"শুভ  সকাল"
17/08/2025

"শুভ সকাল"

" সবাই স্বৈরাচার "        " শাকিলা খাতুন "৭১ রে  স্বাধীন  হলো-আমার  সোনার  দেশ বছরের পর বছর গেলপায়নি তবু সভ্যতারও রেশ🤔🤔...
12/08/2025

" সবাই স্বৈরাচার "
" শাকিলা খাতুন "

৭১ রে স্বাধীন হলো-
আমার সোনার দেশ
বছরের পর বছর গেল
পায়নি তবু সভ্যতারও রেশ🤔🤔

চোর চামারে ভরা জাতি
সুযোগ পেলেই সবাই হাতি🤔
খুবলে খাবে চেটে খাবে
রাঘব থেকে নাতী পাতি

রক্ত দিবে ঐ সাধারণ
লড়বে দেশের তরে
দেশ মাতা কে ভালবেসে
তরুন অরুন মরে 🥲🥲

ভাগ্য বদল হয়না তবু
কপাল পোড়া জাতি--
রক্ত লাশে ভর করে ওরা
আঙ্গুল ফুলে কলাগাছ
হয় যে রাতারাতি 🤔🤔

জোঁক জোকারের জাতি মোরা
লজ্জা বিবেক নাই --
মূর্খ ,গর্দভ , নর্দমা সব
ইতিহাস ভুলে যায়👽👽

ভুল থেকে যারা শিক্ষা নেয় না
এ তো ইবলিশেও মানে হার
কয়টা শাসক করবি বিদায়
কত রক্ত দিবি আর ?
সুযোগ পেলে আমরা ---
সবাই স্বৈরাচার🖐️🖐️🖐️🖐️

"রচনাকালঃ12-8-2025 [ মঙ্গলবার ]
ছবিঃ সংগৃহীতরাচার "
" শাকিলা খাতুন "

৭১ রে স্বাধীন হলো-
আমার সোনার দেশ
বছরের পর বছর গেল
পায়নি তবু সভ্যতারও রেশ🤔🤔

চোর চামারে ভরা জাতি
সুযোগ পেলেই সবাই হাতি🤔
খুবলে খাবে চেটে খাবে
রাঘব থেকে নাতী পাতি

রক্ত দিবে ঐ সাধারণ
লড়বে দেশের তরে
দেশ মাতা কে ভালবেসে
তরুন অরুন মরে 🥲🥲

ভাগ্য বদল হয়না তবু
কপাল পোড়া জাতি--
রক্ত লাশে ভর করে ওরা
আঙ্গুল ফুলে কলাগাছ
হয় যে রাতারাতি 🤔🤔

জোঁক জোকারের জাতি মোরা
লজ্জা বিবেক নাই --
মূর্খ ,গর্দভ , নর্দমা সব
ইতিহাস ভুলে যায়👽👽

ভুল থেকে যারা শিক্ষা নেয় না
এ তো ইবলিশেও মানে হার
কয়টা শাসক করবি বিদায়
কত রক্ত দিবি আর ?
সুযোগ পেলে আমরা ---
সবাই স্বৈরাচার🖐️🖐️🖐️🖐️

"রচনাকালঃ12-8-2025 [ মঙ্গলবার ]
ছবিঃ সংগৃহীত

আলহামদুলিল্লাহ-মাশা আল্লাহ - আমার মেয়ে
08/08/2025

আলহামদুলিল্লাহ-মাশা আল্লাহ - আমার মেয়ে

" বিবেক"       " শাকিলা খাতুন "রক্ত মাংসে গড়া হলেই মানুষ কী হওয়া যায় ?মানুষ নামের মানুষ আছেআসল মানুষ নাই😥😥চোখের সামনে...
22/07/2025

" বিবেক"
" শাকিলা খাতুন "

রক্ত মাংসে গড়া হলেই
মানুষ কী হওয়া যায় ?
মানুষ নামের মানুষ আছে
আসল মানুষ নাই😥😥

চোখের সামনে পুড়ছে শিশু
পুড়ছে তাদের দেহ ,,
টিকটকে মাতছে ওরা
ধরছে টাকা মোহ😥😥

রিকশা সিএনজি ভাড়া বাড়ায়
দেখে দহন জ্বালা😡😡
মনে তবু বোধ হলো না
মারছে বিবেক তালা😥😥

পানি পানি লাগবে পানি
পানির বেজায় দাম-
পোড়া জায়গায় লাগবে পানি
হয়ছে এবার কাম😥😥

মানুষ মানুষ ওরে মানুষ
কবে হবি সত্য মানুষ ?
কবে হবে সঠিক পথে চলা
না- কি তোদের আত্মা, বিবেক
বহু আগেই পুইড়া হয়ছে কালা😥😥😡😥

রচনাকালঃ২২-৭-২০২৫( মঙ্গলবার)

" পুড়ে হয়েছি ছাঁই "         " শাকিলা খাতুন "হোম ওয়ার্কের কাজ গুলো মা হবেনা  আর করা সকাল সন্ধ্যে নিয়ম করেবসবনা আর পড়...
22/07/2025

" পুড়ে হয়েছি ছাঁই "
" শাকিলা খাতুন "

হোম ওয়ার্কের কাজ গুলো মা
হবেনা আর করা
সকাল সন্ধ্যে নিয়ম করে
বসবনা আর পড়া😥😥

ভোর হলে মা ডাকবেনা আর
উঠরে খুকী - খোকা🤔🤔
বিদ্যালয়ে দেরি হলে
প্রাণের শিক্ষক দিবেনা আর বকা😥

তোমার খোকন তোমার ঘরে
ছুটবেনা কোনও দিনও
পরিপাটি ঘরটা মাগো
আগোছালো হবেনা কখনোও😥😥

এটা খাবো ওটা খাবো
ধরবনা আর বায়না--
তোমার খুকি মিষ্টি খুকি
ঘোরতে যেতে চাইনা😥😥

আর কখনো খাওয়াতে হবে না
দিয়ে তোমার হাত
অসুখ হলে কাটাতে হবে না
নির্ঘুমেরও রাত😥😥

খাতা কলম গুছিয়ে মাগো
দিতে হবে না ব্যাগ কাঁধে
টিফিন ও মা দিতে হবে না
তোমার খোকার স্বাদে😥😥

আর কখনো বলতে হবে না
সাবধানে যাস খুকী
পড়ালেখায় দিস না
কখনো ফাঁকি---😥

কে জানিতো এই বলা
তোমার শেষ বলা মা
টা- টা বাই- বাই---
তোমার মায়ার আদুরে আজ
" পুড়ে হয়েছি ছাঁই "😥

রচনাকালঃ২২-৭-২০২৫( মঙ্গলবার)

Good morning 🌄
17/07/2025

Good morning 🌄

শুভ দুপুর | ছেলে মেয়ের জন্য মোগলাই তৈরি |
16/07/2025

শুভ দুপুর | ছেলে মেয়ের জন্য মোগলাই তৈরি |

Good morning
16/07/2025

Good morning

15/07/2025

Good night

02/06/2025

কবিতার নামঃ প্রশ্ন, শাকিলা খাতুন

02/06/2025

কবিতার নামঃ মা, লেখক ও কন্ঠেঃ শাকিলা খাতুন

Address

Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakila Khatun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share