
25/08/2025
" গুঁড়েবালি "
" শাকিলা খাতুন "
যাহারে ফুটাইতে গো তোমাদের
চোক্ষের নিচে কালি 👽👽
সেই তাহারে ডুবাও কেন-
হাতে দিয়ে তালি ?
যেই বাগানের যত্ন নিতে
খাটলা কত মালি -
সেই বাগানের ফুল ঝরাতে
কেন করছ ফালা ফালি ?
কেন তোমরা ভুলে যাও গো
অবদানের মূল--- ?
এই পাপেরও ধারায় যেন
পাবে না কেউ কূল 🥲🥲
ক্ষমতা পেলে হাতের কাছে
ভুলে যাও সব ঘটছে কী পিছে
আনন্দে সব জোরছে নাচে
এই নাচনের তালে যেন
হারাও না সব কূল-
ভুল থেকে যে শিক্ষা নেয় না
তারাই পাপী মূল😎😎
চোরে চোরে মাসতুতো ভাই
ধর্মের কোন নাই বালাই নাই-
এমন হাজার চোরে তোমরা
বাঁধছো ডজন হালি
এক চোরে বিয়ে করে
আরেক চোরের সালি
আমরা অবুঝ প্রাণ বিকিয়ে
আশায় গুঁড়েবালি🥲🥲
রচনাকালঃ25-8-2025 [ সোমবার ]