উৎসব

উৎসব Simple Life

13/09/2025
08/09/2025

নদীর ঢেউয়ের কলকল ধ্বনি যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত।ভোরের নদীতে সূর্যের আলো পড়লে মনে হয় রুপালি কারুকাজে সাজানো আয়না। চাঁদের আলোয় নদীর বুকে ঝিকিমিকি ঢেউ স্বপ্নের মতো সুন্দর। নদীর তীরে কাশফুলের দোলা শরতের আকাশের সঙ্গে মিলেমিশে এক অপূর্ব ছবি আঁকে। বর্ষার নদীতে নৌকার সারি আর বৃষ্টির টুপটাপ শব্দ প্রকৃতিকে করে আরো মোহনীয়। নদী শুধু জীবন নয়, সে বাংলার চিরন্তন সৌন্দর্যের প্রতীক।

06/09/2025
27/08/2025

লজ্জা শরমের মাথা খেয়ে সরাসরি বললেই তো হয় ৯ম গ্রেডে পারছি না দয়া করে ১০ গ্রেডে সুযোগ দিন।

(মামু বাড়ির আবদার) সরকারি চাকুরির প্রতি আপনাদের এতো এতো আকাংখা কি জন্য ?? দেশে যতো জন ডিপ্লোমা ইন্জিনিয়ার রয়েছেন বা ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পড়া শেষ করে কাজের পাশাপাশি বি এস সি সম্পুর্ন করেছেন তাদের মধ্যে শতকরা ৫% ও সরকারি চাকুরি করেন না। ৯৫% ই বেসরকারি প্রতিষ্ঠান, নিজে উদ্যোগতা দেশি-বিদেশি কোম্পানিতে সুনামের সহিত কাজ করছেন। কেউই আপনাদের মতো বেকার/ভবঘুরের অবস্থায় নয়। আর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পড়ুয়া ৪০% ভাই-বোনেরাই আছেন এইচ এস সি পাশ করে এখানে পড়তে আসেন। তাদের চোখে আশা ও স্বপ্ন থাকে নিজের পরিবার ও দেশের জন্য ভালো কিছু করার। এ সমাজ ও দেশ কে ভালো কিছু উপহার দেওয়ার এবং তা-ই হয়, আমাদের ভাই-বোনেরা দেশে দক্ষতা অর্জন করে চাকুরী নিয়ে বিদেশে যান, বিদেশে ভালো কাজের মাধ্যমে দেশের সুনাম ও রেমিট্যান্স/বৈদেশিক মুদ্রা বয়ে আনেন। আর আপনাদের কি বলবো ? বলবো?? পড়া শেষে বিদেশি কোন এক বিশব্বিদ্যালয়ের বৃত্তি অথবা পরিবারের সম্পদ বিক্রি করে বিদেশি ডিগ্রি নিতে ওখানে পাড়ি জমান, এক পযার্য়ে ওখানেই বাড়ি গাড়ি বিদেশিনী নারী (বিয়ে) করে বিদেশে ই থেকে জান। যারা দেশে আছেন তারা ৯ নং গ্রেড চাকরি নিতে ভয় পেয়ে ১০ নং গ্রেড নিয়ে টানা-টানি করতেছেন।

এটা খুবই লজ্জার ও দুঃখ জনক। আজ আপনারা এতো এতো নিছে নেমে গিয়েছেন যা দেখে আমি লজ্জিত।
যদি পারেন পুনরায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে নিজেকে ১০ গ্রেডের জন্য তৈরি করেন।

23/08/2025

বর্তমান সমাজে প্রতিটি পরিবারেই এখন একই চিত্র সেটা দাদার বাড়ি, নানার বাড়ি। আত্মীয়তার সম্পর্ক এখন আর আগের মতো নাই।
আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার অনেক কারণ থাকতে পারে। কখনো কখনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে সম্পর্কের অবনতি হয়, আবার কখনো দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ বা প্রত্যাশার চাপ এর মূল কারণ হয়ে দাঁড়ায়।
​আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার কিছু কারণ নিচে উল্লেখ করা হলো:
​যোগাযোগের অভাব: নিয়মিত যোগাযোগ না রাখলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। একে অপরের সুখ-দুঃখের খবর না নিলে ধীরে ধীরে সম্পর্ক ম্লান হয়ে যায়।

​ভুল বোঝাবুঝি: অনেক সময় ভুল তথ্য বা অন্যের কথায় কান দিয়ে আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করি, যা পরবর্তীতে বড় ধরনের বিবাদের কারণ হতে পারে।

​আর্থিক লেনদেন: টাকা-পয়সার লেনদেন বা আর্থিক প্রত্যাশা অনেক সময় সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে আসে।

​অহংবোধ: নিজেদের মধ্যে অহংবোধ বা শ্রেষ্ঠত্বের মনোভাব থাকলে সম্পর্কের উষ্ণতা কমে যায়। কেউ ক্ষমা চাইতে বা ছাড় দিতে রাজি না হলে সম্পর্ক নষ্ট হতে বাধ্য।

​প্রত্যাশার চাপ: কেউ কেউ সম্পর্কের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা রাখে। সেই প্রত্যাশা পূরণ না হলে হতাশ হয়ে সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।

​সময় না দেওয়া: যান্ত্রিক এই জীবনে আমরা সবাই ব্যস্ত। কিন্তু ব্যস্ততার অজুহাতে আপনজনদের সময় না দিলে সম্পর্কগুলো ফিকে হয়ে যায়।

​সম্পর্ক নষ্ট হলে সবার আগে দরকার খোলাখুলি কথা বলা। মনের মধ্যে জমে থাকা কথাগুলো একে অপরের সাথে ভাগ করে নিলে অনেক সমস্যা দূর হয়ে যায়। মনে রাখতে হবে, সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু নষ্ট হতে এক মুহূর্তও লাগে না। তাই প্রতিটি সম্পর্ককে গুরুত্ব দিয়ে যত্ন করা উচিত।

21/08/2025

সবুজ ধান ক্ষেতে মুষলধারে বৃষ্টি তবুও থেমে নেই কৃষকের কাজ।

16/08/2025

দাম্পত্য জীবনে ঝগড়া হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এমন ঝগড়া এই জীবনে দেখিনি। রাত দেড়টার দিকে হটাৎ বউ এসে বললো পাশের বাসাই জোড়ে জোড়ে আওয়াজ আসতেছে। এজন্য মেয়ে উচ্চ শব্দে বার বার উঠে যাচ্ছে। আমাদের বারান্দা আর তাদের জানালা পাশাপাশি হওয়ায় সব দেখা যায়। তারা আসলে মানষিক রুগি কিনা জানিনা। দুইজনই একজন আরেকজন কে আক্রমণ করছে। তাদের ছোট্ট একটা মেয়ে ৫ বৎসর বয়স হবে হয়তো খেলার কেউ নেই মাঝেমধ্যে জানালায় এসে আমার ছেলের সাথে গল্প করে (এমন ভাবে ভাইয়া ডাকে মনে হয় আপন ভাইবোন)। দুইজন ঝগড়া করছে আর মেয়েটা ভয়ে কান্নাকাটি করছে।এই বাচ্চা মেয়েটার জন্যই খারাপ লাগতে ছিলো। যে সময়টাই বাবা-মায়ের আদরে পরম যত্নে ঘুমানোর কথা। সে সময়টাই বাবা-মায়ের ঝগড়া দেখতে হচ্ছে। যাইহোক আমি আমার বাড়িওয়ালা কে বিষয়টি বলবো যেন ঐ বাসার বাড়িওয়ালার সাথে কথা বলে বিষয়টি সমাধান করে দেয়। তানাহলে যেকোনো দিন খারাপ কিছু হয়ে যেতে পারে। কথাগুলো এজন্যে লিখলাম অনেকের পরিবারেই এই সমস্যা আছে। এর একটাই কারণ দুইজনের মধ্যে সম্মান না থাকার কারণে। নিজেরা নিজেদের সম্মান করুন দেখবেন ভালো থাকতে পারবেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন।

14/08/2025

ছেলের আবদার
গাওয়া ঘি দিয়ে পোড়া রুটি ও মালাই চা, বাটার তো সবাই দেয়

11/08/2025

ছেলের গলায় নাকি ঘ্রাণ লাগে
বাড়ী থেকে নিজে খাওয়ার জন্য নিয়ে আসছি। কেউ নিতে চাইলে বললে দেওয়া যাবে।

07/08/2025

Assalamualaikum

শুভ নববর্ষ ১৪৩২
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

Address

Namapara
Jamalpur Sadar Upazila
2000

Telephone

+8801621820029

Website

Alerts

Be the first to know and let us send you an email when উৎসব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উৎসব:

Share