
14/10/2025
রাজিব বাসে আজ সকালে ঢাকা আসছিলাম।
গাজীপুর চৌরাস্তা থেকে ডা: এজাজুল ইসলাম বাসে ওঠেন। এর আগে উনার সম্পর্কে অনেক পজিটিভ কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম উনার সাধারণ চলাফেরা।সিট না পেয়ে ড্রাইভারের সাথের বসার জায়গায় বসছিলেন আমি আমার সিট ছেড়ে উনাকে বসতে বললাম উনি বসলেন না ওখানেই বসলেন।বাসে আরো অনেকেই উনার সম্মানে সিট ছেড়ে উনাকে বসতে বললেও উনি ওখানেই বসলেন বরং আমার সাথের সিট খালি হওয়ায় আবারো উনাকে ডাকলাম উনি উনার পাশের আরেকজনকে বসতে বললেন।বর্তমানে হাসপাতাল বা রাস্তায় ডাক্তারের সাথে হাটা বা কথা বলা অথবা বসা অকল্পনীয় অথচ উনি এত বড় ডাক্তার গুনি অভিনেতা হয়েও এত সাধারণ চলাফেরা বাসের সবাইকে বিমহিত করেছে।আসলে সত্যিই উনি গরিবের ডাক্তার।। গুনি এই ডাক্তারের জন্য দুয়া ও শুভ কামনা🌹🫶💝
লিখেছেন: Asiqur Rahman shamim