Jamalpur Times

Jamalpur Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamalpur Times, Digital creator, Jamalpur, Jamalpur Sadar Upazila.

জামালপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সকল ধরনের তথ্য ভিডিও, ছবি, সংবাদ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই অগ্রযাত্রা, সকল জামালপুরিয়ান কে আমাদের সাথে হওয়ার জন্য অনুরোধ করছি।

আমাদের পাবলিক গ্রুপ-
fb./এক নজরে জামালপুর

রাজিব বাসে আজ সকালে ঢাকা আসছিলাম।গাজীপুর চৌরাস্তা থেকে ডা: এজাজুল ইসলাম বাসে ওঠেন। এর আগে উনার সম্পর্কে অনেক পজিটিভ কথা ...
14/10/2025

রাজিব বাসে আজ সকালে ঢাকা আসছিলাম।
গাজীপুর চৌরাস্তা থেকে ডা: এজাজুল ইসলাম বাসে ওঠেন। এর আগে উনার সম্পর্কে অনেক পজিটিভ কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম উনার সাধারণ চলাফেরা।সিট না পেয়ে ড্রাইভারের সাথের বসার জায়গায় বসছিলেন আমি আমার সিট ছেড়ে উনাকে বসতে বললাম উনি বসলেন না ওখানেই বসলেন।বাসে আরো অনেকেই উনার সম্মানে সিট ছেড়ে উনাকে বসতে বললেও উনি ওখানেই বসলেন বরং আমার সাথের সিট খালি হওয়ায় আবারো উনাকে ডাকলাম উনি উনার পাশের আরেকজনকে বসতে বললেন।বর্তমানে হাসপাতাল বা রাস্তায় ডাক্তারের সাথে হাটা বা কথা বলা অথবা বসা অকল্পনীয় অথচ উনি এত বড় ডাক্তার গুনি অভিনেতা হয়েও এত সাধারণ চলাফেরা বাসের সবাইকে বিমহিত করেছে।আসলে সত্যিই উনি গরিবের ডাক্তার।। গুনি এই ডাক্তারের জন্য দুয়া ও শুভ কামনা🌹🫶💝
লিখেছেন: Asiqur Rahman shamim

প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, জরুরি অভিযান পরিচালনা করুন।।এলার্মিং দৃশ্য। জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেড...
14/10/2025

প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, জরুরি অভিযান পরিচালনা করুন।।

এলার্মিং দৃশ্য। জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম মোড় থেকে এলজিইডি পর্যন্ত লিংক রোডে স্কুল পড়ুয়া ছাত্র, ছাত্রীদের থরে থরে আড্ডা এবং ছেলে, মেয়েদের হাতে সিগারেট দেখে অবাক হয়ে গেলাম। অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে উঠতি বয়সী ছেলেমেয়ে বা ছাত্র, ছাত্রীরা। অভিভাবক, শিক্ষক, কমিউনিটি এবং স্থানীয় প্রশাসন এ দূরাবস্থার জন্য কী দায় এড়াতে পারবে? এ বয়সের শিশুরা ভুল করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের নজরদারির অভাবে তারা ভুল করতে করতে অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এসব কিশোর কিশোরীদের হাতে কেনো স্মার্ট ফোন তুলে দেই? কেনো দামী মটর সাইকেল তুলে দেই? কেনো আলাদা কক্ষে রেখে কোন নজর দিচ্ছি না। কেনো ধর্মী অনুশাসন বা চর্চার সুযোগ দেই না। সুস্থধারার সংস্কৃতির অনুশীলন, সাতার শেখানো, খেলার মাঠে নিয়ে যাচ্ছি না? শিক্ষা প্রতিষ্ঠান ফাঁকি দিয়ে সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, কি ধরণের আড্ডা দিচ্ছে? এসব প্রশ্ন আজ উঁকি মারছে সবার মনে। এই অধঃপতন থেকে সন্তানদের রক্ষায় সমন্বিত উদ্যোগ আজ জরুরি হয়ে পড়েছে। বিপথগামিতার হাত থেকে শিশু কিশোরদের রক্ষায় লাগসই পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই কার্যক্রম বাস্তবায়ন করতেই হবে। তানা হলে আগামী প্রজন্ম ধংসের অতল গর্ভে হারিয়ে যাবে। আজ স্কুল পড়ুয়া ছাত্র, ছাত্রীদের হাতে সিগারেট দেখে এবং দিবালোকে প্রকাশ্যে মজা করে ধূমপান করতে দেখে আমি আতঙ্কিত হলাম। জামালপুরের মতো সারাদেশেই হয়তো একই অবস্থা। এ শঙ্কা কাটাতেই হবে।
তথ্য ছবি: Zahangir Salim ভাই

অভিনন্দন জামালপুরিয়ান কন্যা স্বর্ণা🌹💝৩৪ বলে হাফ সেঞ্চুরি করলেন জামালপুরের কন্যা🦋 "Sorna" 🇧🇩❤️ বাংলাদেশ নারী দল ২৩২-৬ (৫০...
13/10/2025

অভিনন্দন জামালপুরিয়ান কন্যা স্বর্ণা🌹💝
৩৪ বলে হাফ সেঞ্চুরি করলেন জামালপুরের কন্যা🦋 "Sorna" 🇧🇩❤️
বাংলাদেশ নারী দল ২৩২-৬ (৫০)

এখন ব্যাট করছে

সাউথ আফ্রিকা নারী দল ৬৪-৩ (১৮)

জামালপুর ফ্লাইওভার ব্যানার ফেস্টুন মুক্ত💝 জামালপুর পৌরসভা কর্তৃক শহরে ব্যানার ফেস্টুন অপসারণ অভিযান চলমান রয়েছে। এরই ধা...
13/10/2025

জামালপুর ফ্লাইওভার ব্যানার ফেস্টুন মুক্ত💝 জামালপুর পৌরসভা কর্তৃক শহরে ব্যানার ফেস্টুন অপসারণ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শহরের রেলওয়ে ওভারপাস ও অন্যান্য জায়গায় পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। ধন্যবাদ Jamalpur Pourashava (জামালপুর পৌরসভা) কর্তৃপক্ষকে, আমাদের প্রিয় জামালপুর পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে উঠুক এই মোদের প্রত্যাশা।
ছবি: বিদ্যুৎ

আজ সকাল ১০ টায়, জামালপুর জেলা পরিষদ অডিটরিয়ামে থাকছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
13/10/2025

আজ সকাল ১০ টায়, জামালপুর জেলা পরিষদ অডিটরিয়ামে থাকছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস. এম. মো. শামসুজ্জামান ভূঁইয়া স্যারকে কলেজটির ভারপ্রা...
12/10/2025

সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস. এম. মো. শামসুজ্জামান ভূঁইয়া স্যারকে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌺

তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও নেতৃত্বে কলেজটি আরও সাফল্যের উচ্চতায় পৌঁছাবে— এই প্রত্যাশা করছি।

বিজয় এক্সপ্রেসের পাওয়ার কার থেকে এক অজ্ঞাত বৃদ্ধ লোকের লা*শ পাওয়া গিয়েছে,শরীরের অনেক অংশে কা/টা ও র*ক্তক্ষর*ণ দেখা যাচ্ছ...
12/10/2025

বিজয় এক্সপ্রেসের পাওয়ার কার থেকে এক অজ্ঞাত বৃদ্ধ লোকের লা*শ পাওয়া গিয়েছে,শরীরের অনেক অংশে কা/টা ও র*ক্তক্ষর*ণ দেখা যাচ্ছে।

গৌরীপুরে রেল পুলিশ কর্তৃক নামানো হয়েছে।
তথ্য ও ছবি: বিজয় এক্সপ্রেস ফেসবুক পেইজ

সরিষাবাড়ীতে ফাঁ/সি/তে ঝুলে হাবিব নামে এক যুবকের রহস্যজনক মৃ/ত্যু।ছবি: কর্ণেল
12/10/2025

সরিষাবাড়ীতে ফাঁ/সি/তে ঝুলে হাবিব নামে এক যুবকের রহস্যজনক মৃ/ত্যু।
ছবি: কর্ণেল

টাঙ্গাইল এবং কিশোরগঞ্জবাসীকে ময়মনসিংহে স্বাগতম 😁ছবি: সংগ্রহীত
12/10/2025

টাঙ্গাইল এবং কিশোরগঞ্জবাসীকে ময়মনসিংহে স্বাগতম 😁
ছবি: সংগ্রহীত

জামালপুরের বকশীগঞ্জে গোবরের তৈরী লাঠি মেটাচ্ছে জ্বালানীর চাহিদাছবি: আবদুল লতিফ লায়ন,  কালের কণ্ঠ
12/10/2025

জামালপুরের বকশীগঞ্জে গোবরের তৈরী লাঠি মেটাচ্ছে জ্বালানীর চাহিদা

ছবি: আবদুল লতিফ লায়ন, কালের কণ্ঠ

জামালপুর শহরের ৭নং ওয়ার্ডের ব্যাঙ মিয়ার তিন তলা সংলগ্ন মতি/মনি র বোন চাঁন ভানুর বাসায় রাত আনুমানিক ০৯:০০ ঘটিকার সময়ে এক ...
11/10/2025

জামালপুর শহরের ৭নং ওয়ার্ডের ব্যাঙ মিয়ার তিন তলা সংলগ্ন মতি/মনি র বোন চাঁন ভানুর বাসায় রাত আনুমানিক ০৯:০০ ঘটিকার সময়ে এক দু*র্ধর্ষ ডা*কাতি সংঘটিত হয়েছে-

ঘরের মূল দরজার তালা ভেঙ্গে ২রুমে থাকা নগদ ১লক্ষ ২৫ হাজার টাকা, আড়াই ভরি গহনা সহ মূল্যবান আসবাব পত্র নিয়ে যায।
ছবি: আজাদ খান

অভিনন্দন জামালপুরিয়ান🌹 শিশুদের নোবেল পুরুষ্কারের জন্য মনোনীত জামালপুরের ২ কন্যা।বিস্তারিত কমেন্ট এ..
11/10/2025

অভিনন্দন জামালপুরিয়ান🌹 শিশুদের নোবেল পুরুষ্কারের জন্য মনোনীত জামালপুরের ২ কন্যা।
বিস্তারিত কমেন্ট এ..

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share