Jamalpur Times

Jamalpur Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamalpur Times, Digital creator, Jamalpur, Jamalpur Sadar Upazila.

জামালপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সকল ধরনের তথ্য ভিডিও, ছবি, সংবাদ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই অগ্রযাত্রা, সকল জামালপুরিয়ান কে আমাদের সাথে হওয়ার জন্য অনুরোধ করছি।

আমাদের পাবলিক গ্রুপ-
fb./এক নজরে জামালপুর

08/11/2025

র‍্যাগ ডে এর নামে যদি রাস্তাঘাটে এমন উশৃংখল আচরণ করে, তবে কি হবে এই শিক্ষা দিয়ে?
ভিডিও: রোজা

08/11/2025

সাপের কা,মড়ে আ,হত বৃদ্ধা / হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে যেমন করছে..

বর্তমানে জামালপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে আছে।

লক্ষ্য করুন 👇গত রাতে ৩ টা সময় হাজরাবাড়ি থেকে আসা একটি পিকআপে ৩ টি গরু চু*রি করে পালানোর সময়, কয়েকজনে, মোটর সাইকেলে ধাওয়া...
08/11/2025

লক্ষ্য করুন 👇
গত রাতে ৩ টা সময় হাজরাবাড়ি থেকে আসা একটি পিকআপে ৩ টি গরু চু*রি করে পালানোর সময়, কয়েকজনে, মোটর সাইকেলে ধাওয়া দিলে, জামালপুর গ্যাস পাম্পে এসে পিকআপ টি আটকাতে সক্ষম হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত।

পরিচিতদের কারো গরু হারানো গেলে দ্রুত যোগাযোগ করেন।
ছবি: যোবায়ের

নান্দিনা নেকজাহানের ছাত্রীদের মোবাইল ফোন জব্দ👇👇জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন...
07/11/2025

নান্দিনা নেকজাহানের ছাত্রীদের মোবাইল ফোন জব্দ👇👇
জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যায়নরত শিক্ষার্থীদের মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬নভেম্বর) বিদ্যালয়ের ক্লাস চলাকালে ছাত্রীদের নিকট থেকে মোবাইল জব্দ করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রভাষক শামীমুর রহমান সবুজ জানান, বিদ্যালয়ের ছাত্রীদের অনেকেই বাসা থেকে মোবাইল ফোন নিয়ে আসে। বিদ্যালয়ে এসে ক্লাসে মনোযোগ না দিয়ে মোবাইলে কথা বলা, ফেসবুক, ইউটিউব, গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে। তাই আমরা নিজ উদ্যোগে বিদ্যালয়ে অভিযান পরিচালনা করি এবং বেশ কিছু মোবাইল জব্দ করি। তবে বিদ্যালয়ের ক্লাস শেষ হলে তাদের নিজ নিজ মোবাইল আমরা ফেরত দেই।

স্থানীয় অভিভাবকদের অনেকেই এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাঝে মধ্যে এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
তথ্য ছবি: সাইদুর রহমান

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সহসভাপতি নয়ন আকন্দকে শহরের  পাথালিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রে*প্তার ...
07/11/2025

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সহসভাপতি নয়ন আকন্দকে শহরের পাথালিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রে*প্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
শুক্রবার (৭ নভেম্বর) রাত আটটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গোয়েন্দা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক
সুমন চন্দ্র সরকার নয়ন আকন্দের গ্রে*প্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুত্বপূর্ণ বার্তা👇👇আসসালামু আলাইকুম। আজ ০৭-১১-২৫ তারিখে ইসলামপুর থানাধীন চর গোয়ালিনী ইউনিয়নের হরিণধরা গ্রাম সংলগ্ন দ...
07/11/2025

গুরুত্বপূর্ণ বার্তা👇👇

আসসালামু আলাইকুম। আজ ০৭-১১-২৫ তারিখে ইসলামপুর থানাধীন চর গোয়ালিনী ইউনিয়নের হরিণধরা গ্রাম সংলগ্ন দশানী নদীতে আনুমানিক ৫০-৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের লা*শ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন পূর্বে তাকে হ*ত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

ইসলামপুর থানা পুলিশ ও ডিগ্রির চর তদন্ত কেন্দ্রের পুলিশ লা*শটি উদ্ধারপূর্বক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

👉 লাশটি সনাক্তকরণের স্বার্থে অনুগ্রহ করে এই তথ্যটি আপনাদের নিজ নিজ ফেসবুক আইডি ও গ্রুপে শেয়ার করুন।

📍ছবি কমেন্টে
প্রচারে: জামালপুর জেলা পুলিশ

06/11/2025

নকশিকাঁথার শহর জামালপুরে সবাইকে স্বাগতম। 💐
Video: Rafsan X sonehra 😍

সতর্কবার্তা 👇👇বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে জাল টাকা প্রবেশের তথ্য পাওয়া গেছে। আপনার সামান্য অসাবধানতা হতে পারে ...
06/11/2025

সতর্কবার্তা 👇👇

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে জাল টাকা প্রবেশের তথ্য পাওয়া গেছে। আপনার সামান্য অসাবধানতা হতে পারে বড় ক্ষতির কারণ।
তাই ৫০০ ও ১০০০ টাকার নোট যাচাই করুন খুব সহজ কয়েকটি ধাপে 👇

🔹 ধাপে ধাপে নোট পরীক্ষার উপায়:

১️⃣ কাগজের গঠন দেখুন:

আসল নোটের কাগজ মজবুত, খানিকটা খসখসে এবং তুলনামূলকভাবে ভারী হয়।

জাল নোটের কাগজ নরম ও মসৃণ স্পর্শে পার্থক্য বোঝা যায়।

২️⃣ ওয়াটারমার্ক পরীক্ষা করুন:

আলোতে ধরলে প্রতিকৃতি স্পষ্ট দেখা যাবে।

ওয়াটারমার্ক ফ্যাকাসে বা বিকৃত হলে সন্দেহ করুন।

৩️⃣ সিকিউরিটি থ্রেড:

আসল নোটের মাঝ বরাবর রূপালী/ধাতব একটি থ্রেড থাকে।

আলোতে ধরলে এতে “৳৫০০” বা “৳১০০০” লেখা দেখা যায়।

জাল নোটে এটি ছাপা থাকে, প্রকৃত থ্রেডের মতো উজ্জ্বল নয়।

৪️⃣ রঙ পরিবর্তনশীল সংখ্যা:

১০০০ টাকার নোটের নিচের ডান পাশে লেখা “৳১০০০”
আলো ঘোরালে রঙ সবুজ থেকে লালচে হয়ে যায়।

এই পরিবর্তন না হলে নোটটি জাল হওয়ার সম্ভাবনা বেশি।

৫️⃣ মাইক্রোপ্রিন্ট ও সূক্ষ্ম লেখা দেখুন:

আসল নোটে খুব সূক্ষ্মভাবে “বাংলাদেশ ব্যাংক” বা “৳৫০০ / ৳১০০০” লেখা থাকে।

জাল নোটে এই লেখা অস্পষ্ট বা বিকৃত হয়।

৬️⃣ ব্রেইল দাগ অনুভব করুন:

আসল নোটে প্রতিকৃতি ও লেখাগুলো সামান্য উঁচু প্রিন্টে থাকে। আঙুল দিয়ে ঘষলে খসখসে অনুভূত হয়।

৭️⃣ সিরিয়াল নম্বর যাচাই করুন:

আসল নোটের সিরিয়াল নম্বর স্পষ্ট, সমান দূরত্বে ও সোজা লাইনে থাকে।

জাল নোটে নম্বর বাকা, অস্পষ্ট বা অসমান হয়।

সন্দেহ হলে যা করবেন:

নোটটি ব্যবহার করবেন না বা কারও কাছে ফেরত দেবেন না।

দ্রুত নিকটস্থ থানায় বা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।

জাল টাকা সম্পর্কিত তথ্য দিন। আপনার পরিচয় গোপন রাখা হবে।

📞 জরুরি যোগাযোগ:
জামালপুর জেলা পুলিশ হটলাইন: 01320106098

🛡️ প্রচারে: জেলা পুলিশ, জামালপুর

জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনে   দলীয় মনোনয়ন না পাওয়ার পরেও ঢাকা থেকে হেলিকপ্টারে এসে মেলান্দহে বিএনপি নেতা সাদিক...
06/11/2025

জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ার পরেও ঢাকা থেকে হেলিকপ্টারে এসে মেলান্দহে বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকুর শুভ এর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

কথা ক্লিয়ার:  আসছে ৮ নভেম্বর ২০২৫ইং, রোজ শনিবার জামালপুর জেলার, মাদারগঞ্জ উপজেলায় হাটমাগুরা মধ্যপাড়া আসছেন আলোচিত ইসলাম...
06/11/2025

কথা ক্লিয়ার: আসছে ৮ নভেম্বর ২০২৫ইং, রোজ শনিবার জামালপুর জেলার, মাদারগঞ্জ উপজেলায় হাটমাগুরা মধ্যপাড়া আসছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি।

হাজীপুরে এ বছরে কাঁচা মরিচের বাজার শুরু হয়েছে।📍হাজীপুর, জামালপুর।আজকের বাজার দর মাত্র ৪০/৪৫ টাকা কেজি😐ছবি: মিকাইল ভাই
04/11/2025

হাজীপুরে এ বছরে কাঁচা মরিচের বাজার শুরু হয়েছে।
📍হাজীপুর, জামালপুর।
আজকের বাজার দর মাত্র ৪০/৪৫ টাকা কেজি😐
ছবি: মিকাইল ভাই

একটা বিষয় খেয়াল করলাম, যারা উল্টা-পাল্টা বক্তব্য দিয়ে আলোচিত তাদের কাউকেই বিএনপি সাম্ভাব্য মনোনয়ন তালিকায় রাখেনি। এটা বি...
03/11/2025

একটা বিষয় খেয়াল করলাম, যারা উল্টা-পাল্টা বক্তব্য দিয়ে আলোচিত তাদের কাউকেই বিএনপি সাম্ভাব্য মনোনয়ন তালিকায় রাখেনি।
এটা বিএনপি’র একটা স্মার্ট সিদ্ধান্ত বলা যেতে পারে...।

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share