
22/07/2025
ফ্রম আবু বক্কর সিদ্দিক রাজু ভাই
মাইলস্টোন দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের ডেটাবেইজ তৈরির জন্য একটা অ্যাপ/সাইট (লিংক - https://sosconnectbd.vercel.app/ ) ডেভলপ করেছে আমার ভাই Shadman Sakib Sorbo
যারা ভলান্টিয়ার আছেন, যারা অভিভাবক আছেন, যাদের নিজেদের স্বজনকে পাচ্ছেন না কিংবা যাদের খোঁজে এমন শিক্ষার্থী আছেন যার অভিভাবককে পাওয়া যাচ্ছে না, যাদের চিকিৎসা প্রয়োজন, তারা এই অ্যাপে/সাইটে তথ্য দিয়ে হেল্প করতে পারেন। যে কেউ তথ্য আপলোড করতে পারবেন। যেহেতু তথ্য লুকানো নিয়ে অভিযোগ পাওয়া যাচ্ছে, আমরা নিজেরাই চেষ্টা করব প্রাপ্য তথ্য শেয়ার করতে। এগিয়ে আসুন।
আমাদের ইনিশিয়াল কাজ হোক যারা দুর্ঘটনার ভিকটিম তাদের হেল্প করা। এভেইলেবল ইনফরমেশন আপডেট করার চেষ্টা চলছে। তথ্য দিয়ে সহযোগিতা করুন। অ্যাপ/সাইটটির কথা ছড়িয়ে দিন।
দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের খুঁজে পেতে এবং হাসপাতালের সাথে যোগাযোগ করতে জরুরি সেবা