দৃষ্টিকোণ।

দৃষ্টিকোণ। Academic & Your desire content
Md.Billal Hossain
B.Sc(Hon's), M.Sc(Physics)(First class)
NTRCA National merit-69
Ex.
(38)

Lecturer:Milestone College
& Dhaka shiksha board laboratory school & College,Dhaka
Hotline 01752-197693

21/12/2025

Foxpro এক ধরনের ডাটাবেজ প্রোগ্রাম।

⛔ ভুলে যাওয়া Gmail এর পাসওয়ার্ড রিকভার করবেন যেভাবে।👇👉প্রথমে Gmail app টি অপেন করুন। এরপর Got It এর উপর ক্লিক করুন।     ...
21/12/2025

⛔ ভুলে যাওয়া Gmail এর পাসওয়ার্ড রিকভার করবেন যেভাবে।👇
👉প্রথমে Gmail app টি অপেন করুন। এরপর Got It এর উপর ক্লিক করুন।

এরপর Add Gmail/Email address এর উপর ক্লিক করুন।

এরপর Google এর উপর ক্লিক করুন।একটু লোড নিবে তারপর আপনার Gmail address টি দিন। এরপর password চাইবে। যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছেন তাই Try another way তে ক্লিক করুন।

এরপর আবার Try another way তে ক্লিক করুন। এরপর Continue তে ক্লিক করুন।

এরপর যে মোবাইল নাম্বার দিয়ে একাউন্টটি Verify করেছিলেন তার শেষ দুই ডিজিট দেখাবে।
এরপর বক্সে সেই নাম্বারটি দিন। সেই নাম্বারে একটি Code চলে আসবে সেই কোডটি বসিয়ে দিন।
এরপর Next চাপুন।
এরপর যদি কোনো Recovery mail দিয়ে থাকেন সেটাতে সেটা দেখাবে তার উপর ক্লিক করুন। একটি কোড পাঠাবে। সেই কোডটি বসিয়ে দিন।
এরপর Next চাপুন।

এরপর I will using this device এটি সিলেক্ট করুন।
এরপর Next চাপুন।

এরপর Continue চাপুন।

এরপর I agree চাপুন।
এরপর Don't backup or Turn on backup যে কোনো একটি চাপুন।

এরপর Continue চাপুন।

I agree চাপুন।

এরপর address চাবে এটা Skip করুন।

এরপর দুটি অপশন অন থাকবে সেই দুইটি অফ করুন অপশন দুটির উপরে ক্লিক করে।

এরপর Accept এর উপর ক্লিক করুন।

এরপর Take to Gmail এর উপর ক্লিক করুন।
এরপর "Allow " or" Don't allow" notification যে কোনো একটি ক্লিক করুন। এর ফলে আপনার জিমেইলটি উদ্ধার হলো।

👉👉এরপর আসুন কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন?
👉এটার জন‍্য আপনার ফোনের সেটিং অপশনে যান।

এরপর নিচের দিকে আসুন।

Google এর উপর ক্লিক করুন।

এরপর All Servicess উপর ক্লিক করুন।

Autofill with google এর উপর ক্লিক করুন।

এরপর Personal information চাপুন।

এরপর উপরের দিকে Security অপশন চাপুন।
এরপর একটু নিচের দিকে আসুন এবং শেষ কবে পাসওয়ার্ড পরিবর্তন করেছিলেন সেটা দেখতে পাবেন তার উপর ক্লিক করুন।

এরপর New password দিন। তারপর Confirm new password দিন।

Change password

আবার Change password চাপুন। এরপর এই পাসওয়ার্ড দিয়ে যে কোনো ফোনে Login করতে পারবেন।

[ শেয়ার করে টাইম লাইনে রেখে দিন ]

[ গুরুত্বপূর্ণ তথ‍্যের জন‍্য পেইজটি ফলো দিয়ে রাখুন]

ধন‍্যবাদ

20/12/2025

সাধারণত Computer ও Printer এর জন‍্য 500VA থেকে 600VA এর স্ট‍্যাবিলাইজার ব‍্যবহার করা হয়।

⛔ কম্পিউটার সম্পূর্ণরূপে ভাইরাস মুক্ত রাখার উপায়:👇নিচে  ১২ টি Windows Security সিস্টেম অন করলেই আপনার কম্পিউটার থাকবে ভা...
20/12/2025

⛔ কম্পিউটার সম্পূর্ণরূপে ভাইরাস মুক্ত রাখার উপায়:👇
নিচে ১২ টি Windows Security সিস্টেম অন করলেই আপনার কম্পিউটার থাকবে ভাইরাস মুক্ত এবং সুরক্ষিত।

✡✡1. Windows Security Virus & Threat Protection ON করুন

Settings ➡ Update & Security ➡Windows Security ➡ Virus & Threat Protection
👉👉রিয়েল - টাইমে ভাইরাস স্ক্যান।

🔸🔸🔸
✡✡ 2. Firewall ON আছে কিনা চেক করুন

Windows Security ➡ Firewall & Network Protection
👉👉 সব নেটওয়ার্কে Firewall অবশ্যই ON রাখুন।

🔸🔸🔸
✡✡ 3. SmartScreen Filter চালু করুন

Settings ➡ App & Browser Control ➡SmartScreen
👉 ক্ষতিকর অ্যাপ/ওয়েবসাইট ব্লক করবে।

🔸🔸🔸
✡✡ 4. Device Security ➡ Core Isolation ON করুন

👉 Kernel-level protection➡উচ্চ নিরাপত্তা দেয়।

🔸🔸🔸
✡✡ 5. Ransomware Protection সক্রিয় করুন

Virus & Threat ➡ Ransomware Protection ➡ Controlled Folder Access ON
👉 গুরুত্বপূর্ণ ফাইল কেউ এনক্রিপ্ট করতে পারবে না।
🔸🔸🔸
✡✡ 6. App Permissions Off করুন যেগুলো প্রয়োজন নেই

Settings ➡ Privacy
👉👉 Camera, Microphone, Contacts➡যা দরকার নেই OFF করুন।
🔸🔸🔸

✡✡ 7. Unknown App Installation ব্লক করুন

Settings ➡ Apps ➡ Choose where to get apps ➡ Microsoft Store only
👉👉 Unknown অ্যাপ ইনস্টল হতে পারবে না।

🔸🔸🔸
✡✡ 8.Automatic Windows Update চালু রাখুন

Settings ➡Update & Security
👉👉 সিকিউরিটি প্যাচ আপডেট পেলে পিসি Safe থাকে।

🔸🔸🔸
✡✡ 9. Login Password / PIN / biometric সেট করুন

Settings ➡ Accounts ➡ Sign-in options
👉👉 অননুমোদিত এক্সেস রোধ হবে।

🔸🔸🔸
✡✡ 10. Public Wi-Fi এ File Sharing Off রাখুন

Control Panel ➡ Network ➡ Advanced Sharing Settings
👉👉 হ্যাকিং থেকে সুরক্ষা পাবেন।

🔸🔸🔸
✡✡ 11. Browser - এ Password Auto Save বন্ধ রাখুন

Chrome ➡ Settings ➡ Password Manager ➡Off
👉👉 সিকিউরিটি লিকের ঝুঁকি কমবে।

🔸🔸🔸
✡✡ 12. External Pendrive Auto-Run Off

Group Policy / Registry দিয়ে Auto-Run Off রাখুন।
👉👉 Pendrive থেকে ভাইরাস অটো রান হবে না।
🔸🔸🔸

➡ Bonus tips:
একটা কথা অবশ‍্যই মাথায় রাখবেন:
পিসির সেরা সিকিউরিটি = Windows এর বিল্ট ইন টুলস + সচেতন ব্যবহারকারী
👉👉কোনো ভাবেই কোনো অজানা ওয়েবসাইট, সফটওয়্যার, Gmail attachment ওপেন করবেন না।

[ শেয়ার করে টাইম লাইনে রেখে দিন ]

[ গুরুত্বপূর্ণ তথ‍্যের জন‍্য পেইজটি ফলো দিয়ে রাখুন]

ধন‍্যবাদ

20/12/2025

1.সেভিং সাবানের প্রধান উপাদান- কস্টিক পটাশ।
2. মিল্কিওয়ে হলো- নিহারিকামন্ডল
3. দ্রুততম বৃদ্ধি সম্পন্ন গাছ- ইপিল ইপিল।
4. মানুষের মস্তিষ্কের ওজন-১.৩৬ গ্রাম।
5.টুথপেস্টের প্রধান উপাদান- সাবান ও পাউডার
6 .ভিটামিন সি হলো -এ‍্যাসকরবিক এসিড
7. নাইট্রোজেন গ‍্যাস থেকে উৎপন্ন হয় -ইউরিয়া
8. রঙিন টেলিভিশন থেকে নির্গত হয় -গামা রশ্মি
9. বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ-০.০৩৫%
10.রক্তি প্রোটিনের হার- ৫০%

⛔ নিজেই  জন্ম নিবন্ধনের আবেদন করবেন যেভাবে।👇✡✡ জন্ম নিবন্ধন:  ( Birth Registration ) করবেন কিভাবে?👉👉বাংলাদেশে জন্ম নিবন্...
20/12/2025

⛔ নিজেই জন্ম নিবন্ধনের আবেদন করবেন যেভাবে।👇
✡✡ জন্ম নিবন্ধন: ( Birth Registration ) করবেন কিভাবে?
👉👉বাংলাদেশে জন্ম নিবন্ধনের আবেদন দুইভাবে করা যায় অনলাইনে ও অফলাইনে।

✡✡ ১) অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন (BRIS Portal)

👉👉 Step 1.অফিসিয়াল ওয়েবসাইটে যান

👉👉 https:// bris. lgd .gov .bd

👉👉 Step 2. "Birth Registration Application" (জন্ম নিবন্ধন আবেদন) নির্বাচন করুন।
🔸🔸🔸
👉👉 Step 3.নিজের এলাকার ঠিকানা নির্বাচন করুন।

👉জেলা

👉উপজেলা/থানা

👉ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন
এরপর আবেদন ফর্ম ওপেন হবে।

✡✡ Step 4. আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করুন
➡➡ফর্মে যা লাগবে:
👉শিশুর নাম (অথবা পরবর্তীতে যোগ করবেন)

👉জন্মতারিখ

👉লিঙ্গ

👉 জন্মস্থান

👉 পিতা-মাতার নাম ও NID নম্বর

👉 ঠিকানা

👉 মোবাইল নম্বর

👉👉👉Step 5. তথ্য যাচাই করে Submit করুন।
👉👉 Step 6. একটি Tracking Number পাবেন।
এটি খুবই গুরুত্বপূর্ণ➡পরে স্ট্যাটাস চেক ও সার্টিফিকেট ডাউনলোডে লাগবে।
👉👉 Step 7. প্রয়োজনীয় কাগজপত্রসহ স্থানীয় অফিসে জমা দিন।

আপনার আবেদনটি অনলাইনে জমা হলেও চূড়ান্ত যাচাই করতে নিকটস্থ:
👉 ইউনিয়ন পরিষদ
👉 পৌরসভা
👉 সিটি কর্পোরেশন
➡➡এখানে কাগজপত্র জমা দিতে হতে পারে।
🔸🔸🔸
👉👉 ২) অফলাইনে জন্ম নিবন্ধন আবেদন

যদি অনলাইনে না করতে চান তাহলে➡

✡✡ Step 1. স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/সিটি কর্পোরেশনে যান।

✡✡ Step 2.জন্ম নিবন্ধন ফরম সংগ্রহ করুন।

✡✡ Step 3.ফরম পূরণ করে কাগজপত্র জমা দিন।

✡✡ Step 4. যাচাই শেষে জন্ম নিবন্ধন তৈরি করা হবে।
🔸🔸🔸

✡✡ জন্ম নিবন্ধন করতে যেসব কাগজপত্র লাগে
🔸🔸 নবজাতকের জন্ম নিবন্ধন।

হাসপাতালের জন্ম সনদ / ডাক্তারের সনদ

👉 পিতা ও মাতার NID

👉 টিকা কার্ড (যদি থাকে)

👉 বর্তমান ঠিকানার প্রমাণ।

🔸🔸বয়স বেশি হলে (প্রাপ্তবয়স্ক)

👉 পিতা/মাতার NID

👉 নিজের শিক্ষাগত সনদ (SSC / স্কুল সার্টিফিকেট )
👉যে কোনো পরিচয়প্রমাণ

👉ঠিকানার সনদ।

👉👉 কতদিনে জন্ম নিবন্ধন হবে?

👉মনে রাখবেন:
এটা সম্পন্ন হতে সাধারণত ২ - ৭ দিন লাগে তবে জায়গাভেদে সময় কম - বেশি হতে পারে।

[ শেয়ার করে টাইম লাইনে রেখে দিন ]

[ গুরুত্বপূর্ণ তথ‍্যের জন‍্য পেইজটি ফলো দিয়ে রাখুন ]

ধন‍্যবাদ

19/12/2025

⛔ HAL-9000
এটি একটি অত‍্যাধুনিক কম্পিউটার। এটি মানুষের মুখের ভাষা বুঝে যে কোনো বিষয়ে যৌক্তিক আলোচনা করতে পারে। ভালো দাবা খেলে। ১৯৯৭ সালের ১২ জানুয়ারি মার্কিন বিজ্ঞানী স্ট্রালাল ক‍্যবরিক কম্পিউটার আধুনিকায়নের মাধ‍্যমে এটি উদ্ভাবন করেন।

⛔ অনলাইন থেকে ভোটার আইডি (NID) ডাউনলোড করবেন যেভাবে।অনেক সময় বিভিন্ন প্রয়োজনে NID ডাউনলোড করা প্রয়োজন হয়।  ছেনে রাখুন প্...
19/12/2025

⛔ অনলাইন থেকে ভোটার আইডি (NID) ডাউনলোড করবেন যেভাবে।
অনেক সময় বিভিন্ন প্রয়োজনে NID ডাউনলোড করা প্রয়োজন হয়। ছেনে রাখুন প্রক্রিয়াটি।👇

✡✡ যে সব জিনিস প্রয়োজন হবে।
👉👉 আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর
👉👉 NID নম্বর / ফর্ম নম্বর
👉👉জন্ম তারিখ
👉👉 ইন্টারনেটসহ মোবাইল বা কম্পিউটার
🔸🔸🔸
✡✡ ধাপ–১: অফিসিয়াল ওয়েবসাইটে যান

👉👉 যে কোনো ব্রাউজারে যান: nidw . gov . bd
[ বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইট ]
🔸🔸🔸
✡✡ ধাপ–২: অ্যাকাউন্ট তৈরি / লগইন

🔸👉 প্রথমবার হলে Create Account / রেজিস্টার এ ক্লিক করুন।
👉👉 NID নম্বর / ফর্ম নম্বর দিন
👉👉 জন্ম তারিখ দিন
👉 মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করুন

✅ তারপর অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
👉👉যদি আগে অ্যাকাউন্ট থাকে তবে সরাসরি Login দিন।
🔸🔸🔸
✡✡ ধাপ–৩: আপনার প্রোফাইলে প্রবেশ করুন
লগইন করলে আপনার ড্যাশবোর্ড খুলবে
সেখানে Download NID / Download ID Card অপশন পাবেন।
🔸🔸🔸
✡✡ ধাপ–৪: NID কার্ড ডাউনলোড করুন
👉 Download এ ক্লিক করুন

➡➡ আপনার ভোটার আইডির PDF কপি ডাউনলোড হয়ে যাবে
👉 চাইলে প্রিন্ট করে রাখতে পারবেন।
🔸🔸🔸
👉👉 কিছু গুরুত্বপূর্ণ বিষয়
➡➡ পুরানো নম্বরে OTP না এলে নতুন নম্বর আপডেট করতে হবে।
👉 ফর্ম নম্বর থাকলে সেটিও দিয়ে অ্যাকাউন্ট করা যায়
👉কার্ড হারালে ডাউনলোড কপির পাশাপাশি চাইলে নতুন কার্ডের জন্য পুনরায় ইস্যু করতে পারবেন।

[ শেয়ার করে টাইম লাইনে রেখে দিন ]

[ গুরুত্বপূর্ণ তথ‍্যের জন‍্য পেইজটি ফলো দিয়ে রাখুন ]
ধন‍্যবাদ

19/12/2025

হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল এবং পৃথিবীতে এটি সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়। জীবাশ্ম জ্বালানী এবং জৈব বস্তু থেকে উৎপন্ন হয় এবং এটি ফুয়েল সেল হিসেবে ব‍্যবহার হয়।

⛔ মাউস ছাড়া পিসি অফ করবেন যেভাবে।👇যারা দ্রুত কাজ করতে চান তারা এই পদ্ধতি গুলো ফলো করুন।✡✡1. Alt + F4 চাপুন👉ডেস্কটপে এসে ...
19/12/2025

⛔ মাউস ছাড়া পিসি অফ করবেন যেভাবে।👇
যারা দ্রুত কাজ করতে চান তারা এই পদ্ধতি গুলো ফলো করুন।
✡✡1. Alt + F4 চাপুন
👉ডেস্কটপে এসে Alt + F4 চাপলেই Shut Down Window খুলে যাবে।
👉👉এরপর Enter চাপলেই পিসি অফ
🔸🔸🔸

👉👉 2. Ctrl + Alt + Del ➡ Enter
👉👉 একসাথে Ctrl + Alt + Del চাপুন
👉👉 স্ক্রিন খুললে নিচে Power ➡ Shut down ক্লিক বা Keyboard দিয়ে Enter দিন।

🔸🔸🔸
✡✡3. Windows Key ➡Right Arrow ➡Enter
👉👉Windows বাটন চাপুন
👉👉কিবোর্ডে Right Arrow ➡Enter
👉👉সাথে সাথে Shutdown শুরু হবে!

🔸🔸🔸
👉👉Pro tips:
✡✡ যদি হ্যাং করে➡
👉👉Ctrl + Shift + Esc ➡Shutdown
(টাস্ক ম্যানেজার খুলে বন্ধ করা যাবে)

[ শেয়ার করে টাইম লাইনে রেখে দিন]

[ গুরুত্বপূর্ণ তথ‍্যের জন‍্য পেইজটি ফলো দিয়ে রাখুন ]
ধন‍্যবাদ

18/12/2025

⛔ মাইক্রোপ্রসেসর:👇
মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের ব্রেইন। এটি এক বর্গ ইঞ্চি মাপের অতি অতি অল্প
আয়তনবিশিষ্ট সিলিকন পাতে হাজার হাজার ট্রানজিস্টর সন্নিবেশিত একটি যান্ত্রাংশ। প্রথম মাইক্রোপ্রসেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো ইনটেল। এটি ১৯৭১ সালে নভেম্বর মাসে ইনটেল-৪০০৪ নামে মাইক্রোপ্রসেসর প্রস্তুত করে।

⛔ ফোনে একাধিক Gmail সেট করবেন যেভাবে।👇✡✡ প্রথমে Gmail open করুন।                       ⬇✡✡ তারপর আপনার প্রোফাইল/ প্রোফাই...
18/12/2025

⛔ ফোনে একাধিক Gmail সেট করবেন যেভাবে।👇
✡✡ প্রথমে Gmail open করুন।

✡✡ তারপর আপনার প্রোফাইল/ প্রোফাইল পিকচার এর উপর ক্লিক করুন।

🔸🔸এরপর Add Another Account এর উপর ক্লিক করুন।

🔸🔸তারপর Google এর উপর ক্লিক করুন।

🔸🔸এরপর ফোনের Finger/pattern/password দিন। এটা যাচাই করার পর আপনার যে Gmail Account সেট করতে চান সেটা দিন।

🔸🔸 এরপর Next এ ক্লিক করুন।

🔸🔸তাপর সেই Gmail এর Password দিন।

🔸🔸এরপর Next এ ক্লিক করুন। তারপর Get a verification code এর উপর ক্লিক করুন। আপনার ফোন নাম্বারে Code চলে আসবে। [এখানে Code পাওয়ার একাধিক অপশন থাকতে পারে।]

🔸🔸এরপর আপনার ফোনটি Verify হয়ে যাবে।

🔸🔸এরপর Send অপশনে ক্লিক করুন এবং Code টি বসিয়ে দিন।

🔸🔸এরপর I Agree বাটনে ক্লিক করে একাউন্টটি সেট করুন।
তারপর আপনার Gmail App এর প্রোফাইল এর উপর ক্লিক করলেই নতুন একাউন্টটি দেখতে পাবেন।
[ Email এর ক্ষেত্রেও একইভাবে সেট করতে পারবেন]

[ শেয়ার করে টাইম লাইনে রেখে দিন]

[ গুরুত্বপূর্ণ তথ‍্যের জন‍্য পেইজটি ফলো দিয়ে রাখুন]

ধন‍্যবাদ

Address

Jamalpur Sadar
Jamalpur

Alerts

Be the first to know and let us send you an email when দৃষ্টিকোণ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৃষ্টিকোণ।:

Share