31/10/2024
আপনি খুব সৌভাগ্যবান হলে সারাজীবনে মাত্র দু-একজনকে পাবেন, যাদের মধ্যে এই দিকগুলি আছে:
এক। সে আপনাকে সেই সময়ে সাহায্য করেছিল, যখন তার নিজেরই সাহায্যের প্রয়োজন ছিল, যা সে আপনাকে তখন বুঝতেই দেয়নি।
দুই। নিজেই চরম হতাশায় নিমজ্জিত থাকা সত্ত্বেও সে আপনার হতাশা দূর করতে সবসময়ই পাশে দাঁড়ায়, সাহস জোগায়।
তিন। সে আপনার সকল ভুল ও ব্যর্থতা সহ্য করে এবং আপনাকে ঠিক আপনার মতো করে মেনে নিয়ে ও থাকতে দিয়ে আপনার পাশে থেকে যায়। আপনি তাকে ভুল বুঝে রেগে গিয়ে তার সাথে খারাপ আচরণ করলেও সে আপনাকে নীরবে সহ্য করে।
চার। সে তার সমস্ত গোপন কথা আপনার সাথে শেয়ার করে এবং আপনার সমস্ত গোপন বিষয় বাকি পৃথিবীর কাছ থেকে গোপন রাখে। আপনার গোপন ও দুর্বল দিকগুলো সবসময়ই তার কাছে নিরাপদ থাকে।
পাঁচ। আপনার অভিমান ও আত্মগরিমার উৎকট প্রকাশ দেখেও সে ওই সঠিক সময়ের জন্য চুপচাপ অপেক্ষা করে, যে সময়ে আপনি স্বাভাবিক মানসিক অবস্থায় আসবেন।
ছয়। যখন আপনি বাজে অবস্থার মধ্য দিয়ে যান কিংবা আর্থিক সংকটে পড়েন, তখনও পুরো পৃথিবী আপনাকে ছেড়ে চলে গেলেও সে বিনা দ্বিধায় আপনার পাশে থেকে যায়, কেননা ওই সময়েই আপনার তাকে সবচাইতে বেশি প্রয়োজন। বন্ধুত্বের সম্পর্ক অর্থ বা হিসেব নয়, বরং আবেগ ও দায়িত্ববোধ দিয়ে তৈরি।
সাত। যখন আপনি কোনও কাজে ব্যর্থ হন কিংবা কোনও ভুলের কারণে অপমানিত হন, সে কিছুতেই এমন আচরণ করবে না, যা আপনাকে অসম্মান বা ছোটো করে। বরং সে তখন আপনাকে সেই পথ দেখানোর চেষ্টা করবে, যে পথে চললে আপনার ওই বাজে সময়টা কেটে যায়।
টক্সিক লোকের সাথে থাকার চাইতে একা থাকা অনেক ভালো। তার চাইতে ভালো, একজন ভালো বন্ধুর সাহচর্যে থাকা। তাই উপরের সাতটি দিক যদি কারও মধ্যে দেখতে পান, তবে যে-কোনও কিছুর বিনিময়ে হলেও তাকে নিজের জীবনে রেখে দেবার চেষ্টা করুন। একদিন আমাদের শ্রেষ্ঠ বন্ধু বাবা-মা পাশে থাকবেন না। সেদিন যদি একজন ভালো বন্ধু পাশে না থাকে, তবে কোনও এক টক্সিক লোক এসে আমাদের একাকিত্বের সুযোগ নিয়ে জীবনটাকে নরক বানিয়ে ফেলবে।