ᴊᴀʜɪᴅᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴘᴏɴ

ᴊᴀʜɪᴅᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴘᴏɴ Absolutely, I'd be happy to help! To create a bio for a page, I'll need a bit more information. What

31/10/2024

সব কিছু যেভাবে চান, সেভাবে পেয়ে গেলে জীবন টাকে আর আর্কষণী মনে হবে না।

31/10/2024

আপনি খুব সৌভাগ্যবান হলে সারাজীবনে মাত্র দু-একজনকে পাবেন, যাদের মধ্যে এই দিকগুলি আছে:
এক। সে আপনাকে সেই সময়ে সাহায্য করেছিল, যখন তার নিজেরই সাহায্যের প্রয়োজন ছিল, যা সে আপনাকে তখন বুঝতেই দেয়নি।
দুই। নিজেই চরম হতাশায় নিমজ্জিত থাকা সত্ত্বেও সে আপনার হতাশা দূর করতে সবসময়ই পাশে দাঁড়ায়, সাহস জোগায়।
তিন। সে আপনার সকল ভুল ও ব্যর্থতা সহ্য করে এবং আপনাকে ঠিক আপনার মতো করে মেনে নিয়ে ও থাকতে দিয়ে আপনার পাশে থেকে যায়। আপনি তাকে ভুল বুঝে রেগে গিয়ে তার সাথে খারাপ আচরণ করলেও সে আপনাকে নীরবে সহ্য করে।
চার। সে তার সমস্ত গোপন কথা আপনার সাথে শেয়ার করে এবং আপনার সমস্ত গোপন বিষয় বাকি পৃথিবীর কাছ থেকে গোপন রাখে। আপনার গোপন ও দুর্বল দিকগুলো সবসময়ই তার কাছে নিরাপদ থাকে।
পাঁচ। আপনার অভিমান ও আত্মগরিমার উৎকট প্রকাশ দেখেও সে ওই সঠিক সময়ের জন্য চুপচাপ অপেক্ষা করে, যে সময়ে আপনি স্বাভাবিক মানসিক অবস্থায় আসবেন।
ছয়। যখন আপনি বাজে অবস্থার মধ্য দিয়ে যান কিংবা আর্থিক সংকটে পড়েন, তখনও পুরো পৃথিবী আপনাকে ছেড়ে চলে গেলেও সে বিনা দ্বিধায় আপনার পাশে থেকে যায়, কেননা ওই সময়েই আপনার তাকে সবচাইতে বেশি প্রয়োজন। বন্ধুত্বের সম্পর্ক অর্থ বা হিসেব নয়, বরং আবেগ ও দায়িত্ববোধ দিয়ে তৈরি।
সাত। যখন আপনি কোন‌ও কাজে ব্যর্থ হন কিংবা কোনও ভুলের কারণে অপমানিত হন, সে কিছুতেই এমন আচরণ করবে না, যা আপনাকে অসম্মান বা ছোটো করে। বরং সে তখন আপনাকে সেই পথ দেখানোর চেষ্টা করবে, যে পথে চললে আপনার ওই বাজে সময়টা কেটে যায়।
টক্সিক লোকের সাথে থাকার চাইতে একা থাকা অনেক ভালো। তার চাইতে ভালো, একজন ভালো বন্ধুর সাহচর্যে থাকা। তাই উপরের সাতটি দিক যদি কারও মধ্যে দেখতে পান, তবে যে-কোন‌ও কিছুর বিনিময়ে হলেও তাকে নিজের জীবনে রেখে দেবার চেষ্টা করুন। একদিন আমাদের শ্রেষ্ঠ বন্ধু বাবা-মা পাশে থাকবেন না। সেদিন যদি একজন ভালো বন্ধু পাশে না থাকে, তবে কোনও এক টক্সিক লোক এসে আমাদের একাকিত্বের সুযোগ নিয়ে জীবনটাকে নরক বানিয়ে ফেলবে।

29/10/2024

মানুষের জীবন অনেক সংক্ষিপ্ত, তার চেয়ে সংক্ষিপ্ত হলো জীবনের আনন্দ গুলো। যদি জীবনের মুর্হুত গুলো হিসাব রাখার আভ্যাস থাকে, তাহলে দেখবেন চোখের সামনে কেটে গেলো বেশ কয়েকটি বছর; অথচ আপনি টেরও পাননি, আর যদি আনন্দের কথা বলি, তা তো ধরা ছোঁয়ার বাইরে। শুধু শেষ বয়সে দীর্ঘ শ্বাষ ছেড়ে বলবেন, দিন গুলো বড়ই আনন্দের ছিলো।

জাহিদুল।

28/10/2024

হেমন্ত’ কি স্নেহের মাস তাই না” চারিপাশটা এক অদ্ভত রকমের আমেজ। স্নি্গ্ধ বাতাশের সাথে সজর কাড়ৃা প্রকৃতির অর্পব রুপ; যেন প্রকৃতি এক উনমুক্ত মনচ খুলেছে; নদীর ধারে দাঁড়ালেই কোথা থেকে যেন ভেসে আসে ইর্স্পস কাতর মধুময়ী বাতাশের নীড়। এসে থোকা থোকা কাঁশ ফুলকে, একগুচ্ছ স্নেহ দিয়ে যায়।

জাহিদুল।

26/10/2024

"নিশ্চই নামাজ মুমিনদের ওপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে।"
—আল কোরআন (সুরা আন'নিসাঃ ১০৩)

25/10/2024

“স্মৃতি ক্ষীণ থেকে ক্ষীণতর হবে। নতুন স্মৃতির পলি পড়বে। কোনও একদিন যক্ষের মতো কোনও এক নির্জন ঘরে সিন্দুকের ডালা খুলব। ক্যাঁচ করে শব্দ হবে। ভেতরে দেখব থরে থরে সাজানো আমার জীবনের মৃতঝরা মুহূর্ত। মাকড়সার ঝুলে ঢাকা, ধূসর। তখন আমি বৃদ্ধ; হাত কাঁপছে, পা কাঁপছে। চুল সাদা। চোখদুটো মৃত মাছের মতো। এই তো মানুষের জীবন, মানুষের নিয়তি। এই পথেই সকলকে চলতে হবে। বর্তমানের নেশায় বুঁদ হয়ে থাকতে না পারলে, অতীত বড় কষ্ট দেয়।”

24/10/2024

বিশ্বাস না করলে কাউকে ঘরে কেন,
মনেও জায়গা দেওয়া উচিৎ না!

17/10/2024

কুড়ি বছর পরে
____জীবনানন্দ দাশ
আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!
আবার বছর কুড়ি পরে-
হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে-
তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে-তখন হলুদ নদী
নরম নরম হয় শর কাশ হোগলায়-মাঠের ভিতরে!
অথবা নাইকো ধান ক্ষেতে আর,
ব্যস্ততা নাইকো আর,
হাঁসের নীড়ের থেকে খড়
পাখির নীড়ের থেকে খড়
ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল!
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের,
ঝাউয়ের-আমের;
কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে!
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার!
তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাঁকে
কোথায় লুকায় আপনাকে!
চোখের পাতার মতো নেমে চুপি চিলের ডানা থামে-
সোনালি সোনালি চিল-শিশির শিকার করে নিয়ে গেছে তারে-
কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে !

13/10/2024

সমস্যা জীবনের অংশ; তাদের মুখোমুখি হওয়া জীবনের একটি শিল্প

09/10/2024

শরীরের শান্তি অল্প খাবারে, আত্মার শান্তি অল্প পাপে, জিহ্বার শান্তি অল্প কথায়।❞
—ইমাম ইবনুল কায়্যিম (রহ.)

07/10/2024

যে সব পাত্রে মুখ লাগাতে পারে ‍সেই সবার প্রিয়।

Address

Jamalpur

Telephone

+8801889627865

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴊᴀʜɪᴅᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴘᴏɴ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ᴊᴀʜɪᴅᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴘᴏɴ:

Share