Hamidur Bro 26

Hamidur Bro 26 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hamidur Bro 26, Digital creator, Jamalpur.
(4)

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ!

আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি!

প্রবাসী Of মালয়েশিয়া 🇧🇩🇲🇾

আবু সাঈদের আত্মত্যাগ সারা দুনিয়াকে উদ্দীপনা যোগাচ্ছে। ইন্দোনেশিয়ার যুবক একই ভঙ্গিমায় পুলিশের সামনে।
05/09/2025

আবু সাঈদের আত্মত্যাগ সারা দুনিয়াকে উদ্দীপনা যোগাচ্ছে। ইন্দোনেশিয়ার যুবক একই ভঙ্গিমায় পুলিশের সামনে।

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে ?হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরেজীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপন...
02/09/2025

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে ?

হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে
জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপনার ঘর,
কাপড়, চায়ের কাপ-সব কিছুই থাকবে। থাকবে আপনার
স্মার্টফোনটিও। শুধু আপনিই থাকবেন না।

আপনি যখন থাকবনে না, স্মার্টফোনটা তখন হবে এক
নিঃশব্দ স্মৃতিকার। তাতে থাকবে আপনার প্রিয়জনের
গলা-ভয়েস নোটে। থাকবে সেই একটাই ছবি-যেটা আপনি
শেষবার তুলেছিলেন সূর্যাস্তের দিকে তাকিয়ে। থাকবে কিছু অসমাপ্ত খসড়া, কেউ হয়তো কখনও পড়বেই না। থাকবে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ-"পরে লিখছি" বলে রেখে যাওয়া, যেটা আর কখনও লেখা হবে না।

আপনার মা কিংবা স্ত্রী হয়তো সেটা তুলে নিবে একদিন।
বিছানার পাশে রাখা সেই ফোন, যেটা প্রতিদিন ঘুম ভাঙার
আগে আপনি হাতে নিতেন। যেটা আপনি নিয়ে ঘুরেছেন
চারদিকে, তুলে রেখেছেন হাজারটা মুহূর্ত।

হঠাৎ চোখে পরবে কিছু ছবি। একটা সেলফি, যেখানে
আপনি হেসেছিলেন ঠিক তার দিকে তাকিয়ে।

একটা নোট-যেখানে লেখা ছিল "ঈদের বাজারেরতালিকা",
কিংবা "মাকে ফোন দিতে হবে।" হয়তো খুঁজে পায়
এমন কোনো মেসেজ, যেটা আপনি কাউকে পাঠাতে
চেয়েছিলেন, কিন্তু পাঠাননি। তাতে লেখা ছিল: "আমি
আসলে খুব একা। ।

আপনার সন্তান একদিন বড় হয়ে খুঁজে পাবে আপনার
ফোন। খেলাচ্ছলে খুলে দেখবে কিছু ভিডিও। দেখবে
আপনি তাকে কোলে নিয়ে রেখেছিলেন, আর বলছিলেন,
“বাবা, তুমি আমার দুনিয়া।" সে তখন বুঝবে-একটা ফোন
আসলে শুধু ফোন ছিল না, এটা ছিল এক জীবনের কাঁচা
দলিল।

মৃত্যু অনিবার্য, এবং আমাদের উচিত মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের স্মার্টফোনে থাকা তথ্যগুলো আমাদের জীবনের প্রতিচ্ছবি। তাই আমাদের উচিত, স্মার্টফোনে এমন কিছু সংরক্ষণ করা, যা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াবের কারণ হতে পারে। অন্তত এমন কিছু না রাখা যা প্রকাশিত হলে আমাদের লজ্জায় পরতে হয়।

তাই আমাদের উচিত, স্মার্টফোনকে এমন এক বন্ধু
বানানো, যে মৃত্যু পরবর্তী জীবনেও আমাদের জন্য সাক্ষী
হবে কল্যাণের। মৃত্যুর প্রস্তুতি শুধু জানাজা বা কবরের
কাপড়েই নয়-প্রস্তুতি লাগে ডিজিটাল দুনিয়াতেও।

Hp!

শখের নারীর মাথায় বুদ্ধি কম থাকে!হাহাহ এটাই বাস্তব!বুঝে কম রাগ করে বেশি !Hp
21/06/2025

শখের নারীর মাথায় বুদ্ধি কম থাকে!হাহাহ এটাই বাস্তব!বুঝে কম রাগ করে বেশি !Hp

20/06/2025

"আরেকটু থাকো,আরেকটু পরে গেলে হয় না?" পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাগুলির একটি!Hp❣️

মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে প্লা'বি'ত হচ্ছে ফুলগাজী বাজার..!ফেনী!
19/06/2025

মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে প্লা'বি'ত হচ্ছে ফুলগাজী বাজার..!
ফেনী!

Big shout out to my newest top fans! 💎একজন বিবাগী, BD ViewDrop a comment to welcome them to our community,  fans
19/06/2025

Big shout out to my newest top fans! 💎

একজন বিবাগী, BD View

Drop a comment to welcome them to our community, fans

Honesty is the best policy!
19/06/2025

Honesty is the best policy!

11/06/2025

তোমার অনুপস্থিতি আমাকে প্রচুর চিন্তায় রাখে!Hp

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বড় পর্দায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ফুটবল ম্যাচ!কিন্তু ম্যাচের যে করুন অবস্থা হতাশ খুবই হতাশ!
10/06/2025

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বড় পর্দায়
বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ফুটবল ম্যাচ!
কিন্তু ম্যাচের যে করুন অবস্থা হতাশ খুবই হতাশ!

হাফটাইম শেষে স্কোর লাইন, পিছিয়ে আছে বাংলাদেশ! কামব্যাক কি হবে?
10/06/2025

হাফটাইম শেষে স্কোর লাইন, পিছিয়ে আছে বাংলাদেশ! কামব্যাক কি হবে?

আমার যোগ্যতা আমি আপনাকে ভালোবাসি!Hp
10/06/2025

আমার যোগ্যতা আমি আপনাকে ভালোবাসি!Hp

07/06/2025

যে তোমায় সত্যিকারের ভালবাসবে শতাব্দী ফুরিয়ে গেলেও সে তোমার প্রতি কখনো মুগ্ধতা হারাবে না! Hp

Address

Jamalpur

Alerts

Be the first to know and let us send you an email when Hamidur Bro 26 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share