The Daily Kalibari News/দৈনিক কালীবাড়ি খবর

The Daily Kalibari News/দৈনিক কালীবাড়ি খবর সর্বদাই সত্য তথ্যের সন্ধানে আমরা সব সময় সত্য প্রকাশ করে থাকি । সর্বদাই সত্য তথ্যের সন্ধানে চলি ।

সিধুলী ইউনিয়নে ঈদ পালন মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের কাজিয়াবাড়ী এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর পালন করছে...
30/03/2025

সিধুলী ইউনিয়নে ঈদ পালন

মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের কাজিয়াবাড়ী এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর পালন করছে একটি সমাজের মানুষরা।

ছবিঃ সংগৃহীত

30/01/2025

জামালপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সংঘর্ষের ঘটনা ঘটে।

সরিষাবাড়ী রেলস্টেশনে ৩৭ আপ ট্রেনে ১১ টার দিকে ট্রেনের নিচে পরে নীল ফামারীর একজন আত্ম-হ*ত্যা করেছে।সম্ভবত তিনি সরিষাবাড়ী ...
23/01/2025

সরিষাবাড়ী রেলস্টেশনে ৩৭ আপ ট্রেনে ১১ টার দিকে ট্রেনের নিচে পরে নীল ফামারীর একজন আত্ম-হ*ত্যা করেছে।সম্ভবত তিনি সরিষাবাড়ী উপজেলা/পৌরসভার এলজিডিতে চাকরি করেন।তার বউ নাকি আজ সকালে তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে।যদি কোন লোক চিনে থাকেন বা জেনে থাকেন তাহলে তার পরিবার বা আত্মীয় স্বজনদের অবগত করেন।

ইন্না-লিল্লাহ - আল্লাহ হেফাজত করুন 😭জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ফয়েজের মোড়ে ট্রাক উল্টে ২ জন আহত হয়েছে 😭😭 আল্লাহ তা...
18/01/2025

ইন্না-লিল্লাহ - আল্লাহ হেফাজত করুন 😭

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ফয়েজের মোড়ে ট্রাক উল্টে ২ জন আহত হয়েছে 😭😭
আল্লাহ তা'য়ালা দ্রুত সুস্থতা দান করুন আমিন!

18/01/2025

আপনারা কি চান এই পেইজ টা আগের মত একটিভ হোক?

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
18/01/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

 #আজকেরখবর  #আজকের_পত্রিকা ছিলেন যাত্রাশিল্পী, আওয়ামী লীগে যোগ দিয়ে কোটিপতিআওয়ামী লীগ নেতা হয়ে সম্পদের পাহাড় গড়েছেন মাহা...
10/11/2024

#আজকেরখবর
#আজকের_পত্রিকা
ছিলেন যাত্রাশিল্পী, আওয়ামী লীগে যোগ দিয়ে কোটিপতি
আওয়ামী লীগ নেতা হয়ে সম্পদের পাহাড় গড়েছেন মাহাবুব আলম মিরাণ
সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় এমপি মির্জা আজমের মন সহজেই জয় করেন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১১: ৫৯

মাহাবুব আলম মিরাণ
একসময় যাত্রাশিল্পী হিসেবে কাজ করতেন মাহাবুব আলম মিরাণ। অভাব-অনটনের সংসারে সচ্ছলতা ফেরাতে একপর্যায়ে পাড়ি দেন সৌদি আরবে। তিন-চার বছর পর এলাকায় ফিরে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর হাটবাড়ি এলাকার এই নেতাকে।

সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় সংসদ সদস্য (এমপি) মির্জা আজমের মন সহজেই জয় করেন মিরাণ। দুই দফায় সিধুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। গড়ে তোলেন সম্পদের পাহাড়। জমি দখলসহ নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আলিশান বাড়ি, গাড়ি ও শত শত একর ফসলি জমি কিনেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুব আলম মিরাণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। বিগত সরকারের সময় ছিলেন জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজমের ডান হাত। ৫ আগস্টের পর থেকে সপরিবার আত্মগোপনে আছেন মিরাণ।

সিধুলী ইউনিয়ন পরিষদের পাশে প্রায় ৩০ শতাংশ জমির ওপর করেছেন আলিশান বাড়ি। বাড়ির চারপাশে রয়েছে বিশাল বাগান। অভিযোগ রয়েছে, এই বাড়ি করতে ইউনিয়ন পরিষদের জমিও দখল করা হয়েছে।

এ ছাড়া বিশাল আকারের দুটি টিনশেড বাড়ি ভাড়ায় দিয়েছেন তিনি। প্রধান সড়কে রয়েছে চারতলা বাড়ি। অভিযোগ রয়েছে, জামালপুর সদর, ময়মনসিংহ এবং রাজধানীতেও বাড়ি রয়েছে মিরাণের। শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। এলাকাবাসী অভিযোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনেও।

উপজেলার কালীবাড়ি বাজারের সোহেল বলেন, ‘সে (মিরাণ) একসময় যাত্রাশিল্পী ছিল। সংসারে অভাব-অনটন লেগেই থাকত। পরে বিদেশ থেকে ফিরে আওয়ামী লীগে যোগ দেন। এরপর মির্জা আজমের আশীর্বাদে বিনা ভোটে জনপ্রতিনিধি হন। পরে সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন। সভাপতি হওয়ার পর গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। এখন তিনি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। কালীবাড়ি বাজারেই তাঁর কয়েক একর জমি।’

সিধুলী ইউনিয়ন পরিষদের পাশের বাসিন্দা শরিফ উদ্দিন কাইছা মণ্ডল জানান, তাঁর ৪ শতাংশ জমি জোর করে দখলে নিয়েছেন মিরাণ চেয়ারম্যান। তখন প্রতিবাদ করার সাহস পাননি তিনি।

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, ‘একজন যাত্রাশিল্পী থেকে শতকোটি টাকার মালিক বনে গেছেন মাহাবুব আলম মিরাণ। তাঁর বাড়ি, গাড়িসহ বিলাসী জীবনযাপন একজন শিল্পপতিকেও হার মানিয়েছে। শুনেছি জামালপুর, ময়মনসিংহ ও রাজধানীতে বাড়ি আছে।’

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘সিধুলী ইউপির চেয়ারম্যান মাহাবুব আলম মিরাণের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। তাঁকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

©️ কালেক্ট

মাদারগঞ্জে  মটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ী নিহতমাদারগঞ্জের পূর্ব জটিয়ার পাড়ায়  মটরসাইকেল দূর্ঘটনায় আব্দুল মোতালেব ( ৫৫) না...
21/04/2024

মাদারগঞ্জে মটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মাদারগঞ্জের পূর্ব জটিয়ার পাড়ায় মটরসাইকেল দূর্ঘটনায় আব্দুল মোতালেব ( ৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। আব্দুল মোতালেব গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার মৃত হাসি মন্ডলের ছেলে। তিনি জামালপুর থেকে মটরসাইকেলে করে মাদারগঞ্জ ফেরার পথে রাত ১১ ৩০ মিনিটে ঝারকাটা ব্রীজ নামক স্থানে পৌছালে মটরসাইকেল দূর্ঘটনায় শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান

কালেক্ট

18/03/2024

মাদারগঞ্জে সিধূলী ইউনিয়নের তরপায় নতুন ব্রীজের নিচে সুমন (৩৫) নামে এক ব্যক্তির লাশ অর্ধাংশ মাটিতে পুতা অবস্থায় পাওয়া গেছে।

বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

নয়া পল্টনে মাদারগঞ্জের  বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।।রাজধানীতে বিএনপির মহাসমাবেশে আসা জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ...
30/07/2023

নয়া পল্টনে মাদারগঞ্জের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।।

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে আসা জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) সমাবেশ চলাকালে বিকালে নয়া পল্টনের ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ঘটনার পর আহতরা ইসলামি ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

মঞ্জুরুল ইসলামকে দেখা যায় রক্তমাখা হাত নিয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসা নিতে।

প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল খানের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা বসে ছিলাম। ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। এই হামলায় আমাদের ৪ থেকে ৫ জন কর্মী আহত হয়েছে। মাথা সেভ করতে গেলে লাঠির আঘাতে আমার দুই হাত কেটে গেছে।

কেন আপনার ওপর হামলা করলো জানতে চাইলে তিনি বলেন, আগে থেকেই আমাদের বনিবনা ছিল না। আমি আমাদের অন্যান্য কর্মীদের রক্ষা করতে গেলে আমার ওপর হামলা করে।

বাবুল খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি আগের ঘটনায় উপস্থিত ছিলেন। এর আগেও ঘটনা ঘটছে। কিন্তু এই ঘটনায় ঘটনাস্থলে ছিলেন না।

সংঘর্ষের পরে এক পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে কিছু লাঠিসোঁটা জব্দ করতে দেখা যায়।

সেখানে এক কর্মকর্তা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খবরসূত্র: -Bangla Tribune

মাদারগঞ্জের খরকা ঝিলের হাওয়াই রোডে তুচ্ছ ঘটনার জেরে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাত। গুরুতর আহত অবস্থায় জামালপুর ২৫০ ...
01/07/2023

মাদারগঞ্জের খরকা ঝিলের হাওয়াই রোডে তুচ্ছ ঘটনার জেরে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাত। গুরুতর আহত অবস্থায় জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত জানতে অপেক্ষা করুন।

Address

Jamalpur

Telephone

+966594560306

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Kalibari News/দৈনিক কালীবাড়ি খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Daily Kalibari News/দৈনিক কালীবাড়ি খবর:

Share