ইসলামপাড়া ফ্রেন্ডস্ ক্লাব

ইসলামপাড়া ফ্রেন্ডস্ ক্লাব Humanity beyond interests.Non political organization.We are working on Sports, Education and Humanity

আলহামদুলিল্লাহ, আজকের মধ্যে আইএফসির তরুণ সদস্যদের মাধ্যমে রাস্তা সংস্কার হলো।রাস্তা সম্পর্কে পাড়ার সকলকে সচেতন করতে হবে,...
24/09/2025

আলহামদুলিল্লাহ,
আজকের মধ্যে আইএফসির তরুণ সদস্যদের মাধ্যমে রাস্তা সংস্কার হলো।
রাস্তা সম্পর্কে পাড়ার সকলকে সচেতন করতে হবে, কেউ যেন রাস্তায় গরু না বাধে,রাস্তা দখল না করে এবং অযথা পানি না ফেলে।
রাস্তা সংস্কারের কাজে যারা শ্রম বা অর্থ দিয়েছেন তাদের সকলকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 🙏

আমাদের রাস্তা আমাদের সম্পদ এর জন্য সব সময় জনপ্রশাসনের জন্য বসে থাকা যাবেনা।

IFCian এই জন্য সবার থেকে আলাদা। ❤️❤️

একজন মাকে ইসলামপাড়া ফ্রেন্ডস্ ক্লাব থেকে আর্থিক সহায়তা করা হয়েছে আল্লাহ্ আপনি আমাদের সকল সমস্যা থেকে মুক্ত করুন। আমিন
24/09/2025

একজন মাকে ইসলামপাড়া ফ্রেন্ডস্ ক্লাব থেকে আর্থিক সহায়তা করা হয়েছে

আল্লাহ্ আপনি আমাদের সকল সমস্যা থেকে মুক্ত করুন। আমিন

23/08/2025

সোনামনি জান্নাতে খেলবে
সোনামনি আজ জান্নাতে খেলবে,
ফেরেশতারা ঘিরে রাখবে তাকে।
ফুলের বাগান, নূরের আলো,
হাসি মুখে থাকবে সে সবখানে ভালো।

আমার ঘর হবে কষ্টের সাগর,
চোখে জমে থাকবে অশ্রুর আঁধার।
তবুও সান্ত্বনা একটাই রবে,
আমার সোনামনি জান্নাতে সুখে থাকবে।

ইসলাম পাড়া ফ্রেন্ডস্ ক্লাব
আমরা গভীর ভাবে শোকাহত 😭

টাইফ‌য়েড ভ‌্যা‌ক‌সিন ক‌্যা‌ম্পেইন ২০২৫ ইং। আপনার শিশু‌কে সময় মত ভ‌্যা‌ক‌সিন দিন । টাইফ‌য়েড হ‌তে রক্ষা করুন ।
15/08/2025

টাইফ‌য়েড ভ‌্যা‌ক‌সিন ক‌্যা‌ম্পেইন ২০২৫ ইং। আপনার শিশু‌কে সময় মত ভ‌্যা‌ক‌সিন দিন । টাইফ‌য়েড হ‌তে রক্ষা করুন ।

 #শোক_সংবাদঃমধ্য গজারিয়া খানবাড়ী নিবাসী মরহুম জামাল মাষ্টার সাহেবের পঞ্চম সন্তান, #আলহাজ্ব_মোঃ_মিজানুর_রহমান_খান আজ  দুপ...
29/07/2025

#শোক_সংবাদঃ
মধ্য গজারিয়া খানবাড়ী নিবাসী
মরহুম জামাল মাষ্টার সাহেবের পঞ্চম সন্তান,
#আলহাজ্ব_মোঃ_মিজানুর_রহমান_খান আজ দুপুর আনুমানিক ১ঃ১৫ মিনিটে আগারগাঁও হৃদরোগ ইনস্টিটিউশন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন,,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
ইসলাম পাড়া ফ্রেন্ডস্ ক্লাব এর পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

21/07/2025
18/07/2025

একটি শোক সংবাদ 😢

গজারিয়া ইসলামপাড়া নিবাসী, ইসলামপাড়া পুরাতন জামে মসজিদের সাবেক ইমাম এবং ইসলামপাড়া ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. কাইয়ুম এর শ্রদ্ধেয় পিতা মো. রমজান আলী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। 😭
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইসলাম পাড়া ফ্রেন্ডস্ ক্লাব পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।
আমিন।

**প্রতিষ্ঠাবার্ষিকীতে একটুখানি আলোর ছোঁয়া 🌟  ইসলামপাড়া ফ্রেন্ডস ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  উপহার দেওয়া হলো গ...
08/07/2025

**প্রতিষ্ঠাবার্ষিকীতে একটুখানি আলোর ছোঁয়া 🌟

ইসলামপাড়া ফ্রেন্ডস ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপহার দেওয়া হলো গাইড ও নোট।
আমরা বিশ্বাস করি, ছোট একটি সহায়তাও একটি স্বপ্নের শুরু হতে পারে।

ক্লাব মানে শুধু সংগঠন নয়, ক্লাব মানে একটা পরিবার।  ৯ বছরে আমরা হয়েছি আরও শক্তিশালী, আরও সংগঠিত।  ৯ বছর পূর্ণ, ইনশাআল্লাহ...
08/07/2025

ক্লাব মানে শুধু সংগঠন নয়, ক্লাব মানে একটা পরিবার।
৯ বছরে আমরা হয়েছি আরও শক্তিশালী, আরও সংগঠিত।
৯ বছর পূর্ণ, ইনশাআল্লাহ সামনে হবে শত বছর !

অভিনন্দন ক্লাবের সকল সদস্যদের 💐

আজকের আকাশ  🖤
07/07/2025

আজকের আকাশ 🖤

Address

Gojaria, Madargonj
Jamapur
2051

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামপাড়া ফ্রেন্ডস্ ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share