06/06/2025
চাকুরি নয়, আয়করুন AI দিয়ে, পর্ব-2
📕চাকরির ভবিষ্যৎ ও AI বিপ্লব📕
২০২০ সালের পর বিশ্বব্যাপী চাকরির জগতে বড় এক পরিবর্তন এসেছে। করোনার সময় রিমোট ওয়ার্ক, অনলাইন বিজনেস আর অটোমেশন ব্যাপক হারে জনপ্রিয় হয়েছে। এর মধ্যেই AI চলে এসেছে প্রধান চালকের আসনে।
বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যেমন Google, Amazon, Microsoft—এরা এখন চায় এমন কর্মী, যারা AI ব্যবহার করে কাজ করতে পারে। অন্যদিকে, যাঁরা পিছিয়ে পড়ছে, তাঁদের চাকরি হারানোর ঝুঁকি বাড়ছে।
তবে, এই AI বিপ্লবের মধ্যে রয়েছে এক বিশাল সুযোগ।
একজন ছাত্র, গৃহিণী, চাকরিজীবী বা বেকার—যে কেউ AI শিখে নিজের আয় শুরু করতে পারে।
🖋এই সিরিজে থাকবে:
🔵সহজ ভাষায় AI কী
🔵কোন কোন কাজে AI ব্যবহার করা যায়
🔵কিভাবে আয় করা যায় AI দিয়ে
🔵কোন কোন টুল ব্যবহার করতে হবে
🔵তোমার জন্য স্টেপ-বাই-স্টেপ রোডম্যাপ
চলমান...................................