22/11/2025
আমার ভাই-বোনেরা সবাইর হাতে পায়ে ধরে বলছি অন্তত একটি শেয়ার করে হলেও সাহায্য করুন প্লিজ 🙏🙏
উনি হলেন আমজাদ ভাই। উনার বাবা ছিলেন মসজিদের ইমাম।
দাঁড়াইল, খাড়িপাড়া, দিনাজপুরে। আমজাদ ভাইয়ের পরিবারে উনার বৃদ্ধা মা,সহধর্মিণী, ১ মেয়ে ২ ছেলে। ( উনিসহ ৬ জন) কি করেন তিনি? আগে দিনাজপুর পুলহাট মিলে লেবারের কাজ করতেন। পরবর্তীতে মাথায় ঘা থেকে টিউমার, এক পর্যায়ে ক্যান্সার হয়। তাই মিলে ভারী কাজ করাটা উনার পক্ষে প্রায় অসম্ভব।
বর্তমানে তার পরিকল্পনা কি?
পরিবারের ভরণপোষণ, বাচ্চাদের পড়াশোনার খরচ এবং ওষুধের জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে চান না। তিনি চান, সাবলম্বী হতে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটা চার্জার ভ্যান হলে কর্মসংস্হানের ব্যাবস্হা হবে ইন শা আল্লাহ। চার্জার ভ্যানের মূল্য কত? প্রায় ৫০,০০০ টাকা কালেকশন কত হয়েছে? ৯,৫৮০ টাকা
আর কত প্রয়োজন?
৪০,৪২০ টাকা। কিভাবে সাদকায়ে জারিয়ার কাজে অংশ গ্রহণ করা যাবে?
জীবন সংগ্রামে লড়াই করা এক মানুষ। প্রচণ্ড অভাবের মধ্যেও:
✅ সুদের সাথে জড়াননি
✅ ভিক্ষাবৃত্তি অবলম্বন করেননি
✅ নিজের পরিশ্রমে হালাল উপার্জনে বিশ্বাসী
একটিই প্রত্যাশা:
আল্লাহর রহমতে নিজের শ্রমে পরিবার চালানো। একটি চার্জার ভ্যান পেলে আবার কাজ শুরু করে স্বাবলম্বী হতে পারবেন — ইন শা আল্লাহ।
🤲 কীভাবে সাদকায়ে জারিয়ায় অংশ নিবেন?
১. 💚 দু'আ করুন— এটাই সবচেয়ে বড় শক্তি
২. 💸 সামর্থ্য অনুযায়ী দান করুন
৩. 🔄 শেয়ার করুন — একটি শেয়ার নতুন দরজা খুলে দিতে পারে!
📲 অনুদান পাঠানোর মাধ্যম
মোবাইল ব্যাংকিং (Send Money):
bKash parsonal
- 📞 নম্বর: 01306313164
100/200/500 সামর্থ অনুযায়ী সকলেই দান করুক।
🌙 আল্লাহ তা'আলা বলেন:
> *তোমরা যে সম্পদ আল্লাহর পথে ব্যয় কর, তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না।"
— সূরা আনফাল, আয়াত ৬০
💚 আসুন, একসাথে একটি পরিবারকে ভিক্ষাবৃত্তি থেকে বাঁচাই!
#সাদকায়েজারিয়া #স্বাবলম্বী_বাংলাদেশ #চার্জারভ্যান #মানবসেবা