
07/08/2025
শেয়ার করুন, সাহায্যে এগিয়ে আসুন। হয়তো আপনার মাধ্যমেই কেউ এই নিস্পাপ শিশুর পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ।
নিষ্পাপ নবজাতক আব্দুলাহ বর্তমানে জীবন-মৃত্যুর পথে। জন্মের পরপরই তার শরীরে গুরুতর জটিলতা ধরা পড়ে। তাকে জরুরি ভিত্তিতে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU)-এ ভর্তি করা হয়েছে।
Biliary Atresia (পিত্তনালী বন্ধ হয়ে যাওয়া)
Neonatal Hepatitis লিভারে প্রদাহ)
Cholestatic Jaundice (পিত্ত নিঃসরণে বাধা)
চিকিৎসার ব্যয় প্রতিদিন অনেক বেশি। পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সকল মানবিক, দানশীল ও দ্বীনদার ভাইবোনদের প্রতি এই শিশুর জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানানো হচ্ছে।
(বিকাশ পার্সোনাল) 01306313164
পিতা আব্দুল মামুন, মাতা মোছা আসমা খাতুন। নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU)