16/07/2025
আগের নিয়মে ফেসবুক চলবে না – জেনে নিন ফেসবুকের ১০টি নতুন বাস্তব অভিজ্ঞতা।
🔹 পোস্ট করার আগে জেনে নিন এই নিয়মগুলো, না হলে মনিটাইজেশন হারাতে পারেন!
1️⃣ কনটেন্টে অরিজিনালিটি জরুরি – অন্যের ভিডিও রি-আপলোড করলে বা কনটেন্ট চুরি করলে সরাসরি মনিটাইজেশন বাতিল হতে পারে।
2️⃣ ফলো টু ফলো ব্যাক না করুন – এই ধরনের কমেন্ট করা স্প্যাম হিসেবে গণ্য হয়। একাধিকবার করলে আইডি রিস্ট্রিক্ট হতে পারে।
3️⃣ নিজের ভিডিওতে নিজেই বারবার দেখলে মনিটাইজেশন বন্ধ হতে পারে – অর্গানিক ভিউ দরকার, নিজের একাধিক আইডি দিয়ে দেখা এক ধরনের ফ্রড।
4️⃣ গ্রুপ বা পেইজে একই ভিডিও অতিরিক্ত শেয়ার নয় – একই কনটেন্ট একাধিক জায়গায় স্প্যামিং হিসেবে ধরা হচ্ছে।
5️⃣ স্টার/রিওয়ার্ড চেয়ে লাইভ করা নিষিদ্ধ – সরাসরি স্টার চাওয়া বা জোর করা বর্তমান নিয়মে ভঙ্গ।
6️⃣ সেন্সিটিভ কনটেন্ট নিয়ে সতর্ক থাকুন – যুদ্ধ, সহিংসতা, মৃত্যু বা নৃশংসতা নিয়ে ভিডিও দিলে কন্টেন্ট লিমিটেড হতে পারে।
7️⃣ কমিউনিটি গাইডলাইন মেনে চলুন – কেউ রিপোর্ট করলে এবং সেটা সত্যি হলে পেজ বা আইডি রিস্ট্রিকশন পেতে পারে।
8️⃣ মিউজিক লাইসেন্স ছাড়া গান ব্যবহার নয় – কপিরাইট গান ব্যবহারে রিচ কমে যাবে এবং ভিডিও demonetize হবে।
9️⃣ AI জেনারেটেড কনটেন্টেও সতর্ক থাকুন – ফেইক নিউজ বা বিভ্রান্তিকর AI ভিডিও আপলোড করলে শাস্তি পেতে পারেন।
🔟 নিয়মিত ভিডিও পোস্ট করুন, একটিভ থাকুন – ফেসবুক এখন consistency দেখে মনিটাইজেশন বজায় রাখতে।