15/09/2023
মাধ্যম : বরিশাল মেট্রোপলিটান পুলিশ ও অধিনস্ত থানাসমুহ
সুত্র : বরিশাল মেট্রোপলিটান কাউনিয়া থানা মামলা নং ০৬, ১২-০২-২০২১ ধারা ৪১৯, ৪৬৮, ৪৭১, ৪০৬ প্যানাল কোড।
বরাবর,
পুলিশ কমিশনার,
বরিশাল মেট্রোপলিটান পুলিশ-বিএমপি
বিষয়: বরিশাল মেট্রোপলিটান পুলিশ কতৃপক্ষ হতে পাঠানো অপসাংবাদিকতা ও ডিজিটাল নিরাপত্তা আইন ভঙ্গের অপরাধীর বিষয়ে প্রত্যয়ন চাওয়া মর্মে প্রেরিত বরাত।
জনাব,
আপনাদের পাঠানো বরাত এ উল্লেখিত বিষয় ও পদ্মাটিভি২৪ এর সাবেক বরিশাল বানারী পাড়া প্রতিনিধি মোঃ মাহিদুল হাসান, পিতা : মৃত : মোঃ মকিম উদ্দিন, সাং: হরিনা ফুলিয়া, ২৬ নং ওয়ার্ড , থানা ঃ কোতয়ালী মডেল, বরিশাল। সে পদ্মাটিভি২৪ (ঢ়ফঃা২৪) এ বিগত ০৬-০৮-২০১৯ ইংরেজী তারিখ হতে ৩১-০৩-২০২০ পর্যন্ত ৭ মাস সময় সীমা ভিত্তিক প্রতিনিধি হয় এবং শর্তমোতাবেক পদ্মাটিভি২৪(ঢ়ফঃা২৪) কতৃপক্ষ তাকে প্রয়োজনীয় সরঞ্জামাদী প্রদান করে।
তাকে নির্দেশনা দেয়া হয় কোনরুপ অপসাংবাদিকতা, রাষ্ট্র ও সমাজের ফৌজদারী অপরাধ সংগঠিত হয় এমন অপরাধে জড়িত না হওয়া, প্রতিদিন একটি করে সংবাদ পাঠাতে না পারলেও সপ্তাহে নুন্যতম ৪ টি রির্পোট প্রদান করা।
উপোরোক্ত কোন নির্দেশনা না মেনে সে দিনের পর দিন বিভিন্ন অপরাধ করে সাংবাদিকতার নামে কার্ডধারী ও সাজধারী/বেশধারী সাংবাদিক হয়ে সাংবাদিকতার নীতি ভংগের সাংবিধানিক অপরাধ করেছে। সেই সাথে ৩১ মার্চ ২০২০ সালে তার প্রেসকার্ড এর মেয়াদ শেষ হবার পর পরপর দুইবার সে নিজেই কতৃপক্ষের সাথে জালিয়াতী হিসেবে কতৃপক্ষের স্বাক্ষর জাল করে নতুন মেয়াদ দিয়ে আইডি কার্ড বানিয়ে নিয়ে কতৃপক্ষের চোখে ধুলো দিয়ে ঘৃণ্য অপরাধ সংগঠিত করেছে।
পদ্মাটিভি২৪(ঢ়ফঃা২৪) এর চোখে ধুলো দিয়ে স্বঘোষিত পদ্মাটিভি২৪(ঢ়ফঃা২৪) এর বরিশাল বানারীপাড়া সাবেক প্রতিনিধি মাহিদুল হাসান এর অপরাধ এবং তার খোজ মেলে নারীঘটিত একটি ঘটনা নিয়ে একজন সাধারণ মানুষের পক্ষ হতে। এরপর আমরা বরিশাল বিভাগীয় মেট্রোপলিটান পুলিশ সদর দপ্তর এর সহকারী পলিশ কমিশনার এর ফোনবার্তার মাধ্যমে অবগত হই।
সাংবাদিকতা হলো সমাজের দর্পন। সমাজের নানান চিত্র তুলে ধরা, রাষ্ট্র ও সমাজের মানুষের অধিকার রক্ষায় আইন ও প্রশাসনকে সহযোগীতা করা।
পুলিশের তদন্তে বেরিয়ে আসা আইনের ধারা হতে প্রমানিত যে, মাহিদুল হাসান একজন অপরাধী। পদ্মাটিভি২৪(ঢ়ফঃা২৪) এ ধরনের অপরাধীকে কখনোই সাফাই হিসেবে গ্রহণ করে না।
প্রচলিত আইনে এবং পুলিশের তদন্তে প্রমানিত বিষয়গুলি পর্যালোচনা পুর্বক পদ্মাটিভি২৪(ঢ়ফঃা২৪) কতৃপক্ষ আসামী মাহিদুল হাসান এর দৃষ্ঠান্তমুলক শাস্তি কামনা করে।
আবদুল্লাহ জিয়া
সিইও এন্ড হেড অব নিউজ
পদ্মাটিভি২৪, ঢাকা।
০১৯১১ ৮৬০ ৮৪০
০১৭১৪ ২৯৫ ৯৮৩