AR Digital Agency

AR Digital Agency Hi there , We are the best digital marketing agencies in Bangladesh. You've worked with us.

🔥বুস্টিং নিয়ে ঝামেলা? 🔥 আশা অনুরূপ ফল পাচ্ছেন না?🔥সেল হচ্ছে না?🔥 সঠিক অডিয়েন্স পাচ্ছেন না?🔥 ভুল এজেন্সির মাধ্যমে প্রতারি...
27/07/2025

🔥বুস্টিং নিয়ে ঝামেলা?
🔥 আশা অনুরূপ ফল পাচ্ছেন না?
🔥সেল হচ্ছে না?
🔥 সঠিক অডিয়েন্স পাচ্ছেন না?
🔥 ভুল এজেন্সির মাধ্যমে প্রতারিত হচ্ছেন?

তাহলে এখনি আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ আমরাই দিচ্ছি শতভাগ বিশ্বস্ততার মাধ্যমে বুস্ট ং সেবা।

👉 প্রোডাক্টের চাহিদা নেই।
👉 ট্রেন্ডিং প্রোডাক্ট নয়।
👉 কনটেন্ট কোয়ালিটি ভালো নয়।
👉 অডিয়েন্স টার্গেটিং সঠিক নয়।
👉 রিয়েল ডলার দিয়ে বুস্টিং করা না হলে।

🔥 আমাদের আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্রোডাক্ট রিসার্চ করে কাজ করে থাকি। যত কম খরচে টার্গেটেড অডিয়েন্সের কাছে পন্য পৌছাতে চেষ্টা করি। তাই আমাদের অথোরাইজড অ্যাড অ্যাকাউন্ট এবং প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সেবার মাধ্যমে আপনার ব্যবসা হয়ে উঠবে লাভজনক।

🔥 তাহলে দেরি কেন? আজই যোগাযোগ করুন AR Digital Agency এই পেইজে এবং আপনার পণ্য বিক্রি বাড়ান এখনই।
Call ☎ 01311-268331

🔥সেল নেই❗😲বুস্ট করেও সেল নেই❗😲 কিন্তু কেন?🤔⭐কখনো কি ভেবে দেখেছেন? জলের মধ্যে টাকা ভাসিয়ে না দিয়ে কোথাও বুস্ট করবার আগে এ...
26/07/2025

🔥সেল নেই❗😲বুস্ট করেও সেল নেই❗😲 কিন্তু কেন?🤔

⭐কখনো কি ভেবে দেখেছেন? জলের মধ্যে টাকা ভাসিয়ে না দিয়ে কোথাও বুস্ট করবার আগে এই post টি সম্পূর্ণ দেখুন😊

⭐তারপর ভেবে চিন্তে নিজের সিদ্ধান্ত নিন😊 বুস্ট তো অনেক করলেন।এবার পালা ১০০% রিয়েল ইউ.এস.ডি ডলার 💵 দিয়ে নিজের প্রোডাক্টের টার্গেট অনুযায়ি বুস্ট করিয়ে নেবার। তাহলে আর দেরী করছেন কেন?⁉️🤔

☘️আপনার প্রোডাক্ট এনালাইসিস করে🤔 রিয়েল ডলার 💵 দিয়ে প্রোডাক্টের টার্গেট অনুযায়ী বুস্ট করে আপনার ব্যাবসার প্রসার ঘটাতে 📢📢আমরা আছি আপনার পাশে।

☘️তাই দেরি না করো এখনি যোগাযোগ করুন আমাদের সাথে।😊

🔥আমরা অথরাইজড অ্যাড একাউন্টের মাধ্যমে বুষ্টিং করে থাকি যার জন্য আপনাদের পেজ থাকবে নিরাপদ। ☑️☑️

👉 েলিভারি সমস্যা থাকবে না পেজের কোন ক্ষতি হবে না, তাই অথরাইজড একাউন্টের মাধ্যমে বুষ্টিং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

👉বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করুন।
☎️যোগাযোগঃ +8801311-268331

এত্ত কষ্ট লাগতেসে এটা দেখে 😢😢ফোন বন্ধ করে বসে থাকিসংক্ষিপ্ত এই জীবনে আমাদের কতই না অহংকারযদি কেও আমার কোনো কথায় বা ব্যব...
25/07/2025

এত্ত কষ্ট লাগতেসে এটা দেখে 😢😢
ফোন বন্ধ করে বসে থাকি
সংক্ষিপ্ত এই জীবনে আমাদের কতই না অহংকার
যদি কেও আমার কোনো কথায় বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন প্লীজ আমাকে মাফ করে দিবেন 🙏😭
কখন না জানি ডাক চলে আসে 🥲

কয়েক দফার চেষ্টায় যখন মাইলস্টোন স্কুলের পেছনের দিক দিয়ে বিমান বিধস্ত হয়ে পড়া ভবনে পৌঁছাই তখন ঘড়িতে বিকেল সাড়ে তিনটা। বিম...
22/07/2025

কয়েক দফার চেষ্টায় যখন মাইলস্টোন স্কুলের পেছনের দিক দিয়ে বিমান বিধস্ত হয়ে পড়া ভবনে পৌঁছাই তখন ঘড়িতে বিকেল সাড়ে তিনটা।

বিমানের ভাঙা অংশ পড়ে ছিল ভবনটির পাশেই। ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে মাত্র।

ক্লাসরুমের ভেতরে পড়ে আছে ছোট ছোট জুতো, কারো টিফিন বক্স। কোনটি পুড়ে ছাই, কোন জুতো অক্ষত শুধু শিশুগুলো নাই।

কষ্টে বুকটা যেন দুমড়ে মুচড়ে উঠলো। আমারো শিশু সন্তান স্কুলে যায়। হয়তো ওর বয়সী কারো জুতো পড়ে আছে মেঝেতে।

ফেসবুকে আহত আর পুড়ে যাওয়া শিশুদের ছবি ভাসছে। আমি চোখ তুলে তাকাতে পারি না। আমার সেই সাহস নাই।

সন্ধ্যায় উত্তরা আধুনিক হাসপাতালের সামনে কত মায়ের আহাজারি। আমি কিছু জিজ্ঞেস করার সাহস পাই না।
হাত পা ঠান্ডা হয়ে আসে। দম নিতে পারি না। ওই শিশুদের মা-বাবার কি নিয়ে বাঁচবে, যে হারিয়েছে সব?

- মুকিমুল আহসান হিমেল

22/07/2025
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর মাসুম বাচ্চাদের পোড়া ছবিগুলো আর নেওয়া যাচ্ছে না😭 প্লিজ যে যেভাবে পারেন সবাই পাশে দাঁড়ান 🤲...
21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর মাসুম বাচ্চাদের পোড়া ছবিগুলো আর নেওয়া যাচ্ছে না😭 প্লিজ যে যেভাবে পারেন সবাই পাশে দাঁড়ান 🤲🤲🤲

Heartbroken💔💔Milestone Clg 😶.
21/07/2025

Heartbroken💔💔
Milestone Clg 😶.

Housewife হলেই যে সে luxurious লাইফ লিড করেনা এইটা কে বললো ? I mean লাক্সরি বলতে কি শুধু টাকা পয়সা ই বুঝায় ?  আমার কাছে ...
14/07/2025

Housewife হলেই যে সে luxurious লাইফ লিড করেনা এইটা কে বললো ? I mean লাক্সরি বলতে কি শুধু টাকা পয়সা ই বুঝায় ? আমার কাছে তো এখন লাক্সরি এর মানে ভিন্ন কিছু. এই যে প্রতিদিন কষ্ট করে মেয়ে কে রেখে জব এ যেতে হয়না এইটা ও আমার কাছে এক প্রকার লাক্সরি. সারাদিন বাসার কাজ করার পর শান্তি মতো যখন পরিবার এর সাথে সময় কাটাই ওইটা লাক্সরি, পরিবার এর সবাই কে হ্যাপি দেখা সুস্থ দেখা লাক্সরি, ফ্যামিলি আর পরিবার কে সময় দিতে পারা লাক্সরি. মাথার উপর ছাদ, খাবার, ক্লিন পানি লাক্সরি. মনের শান্তি লাক্সরি, যা মন চায় করতে পারি এই ফ্রিডম লাক্সরি, রাতে শান্তির ঘুম হয় এইটা ও লাক্সরি. আমার বাচ্চা আমার লাক্সরি, আমার হাসব্যান্ড ভালো , সৎ এটা ও লাক্সরি, বেঁচে আছি নিঃশাস নিচ্ছি এটা ও লাক্সরি. এমন আরো অনেক কিছু ই আছে লাইফ এ.যেদিন থেকে এইসব লাক্সরি উপভোগ করতে পারবেন সেদিন থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব কে লাক্সরি মনে হবেনা. এইসব জীবনে দরকার, প্রয়োজন, এইগুলো চাহিদা, কিন্তু real luxury আমার কাছের এসব কিছু. (আমার কাছে, আমার মতে )--🥰💙

হে বাংলাদেশ, আইয়ামে জাহেলিয়াতের যুগে স্বাগতম!এই লজ্জা কার ? রাষ্ট্রের নাকি আমাদের সবার ?আল্লাহ্ ছাড়া কারো কাছে এর বিচার...
11/07/2025

হে বাংলাদেশ, আইয়ামে জাহেলিয়াতের যুগে স্বাগতম!
এই লজ্জা কার ? রাষ্ট্রের নাকি আমাদের সবার ?
আল্লাহ্ ছাড়া কারো কাছে এর বিচার আদেও কোনো দিন পাবো?

06/07/2025

অহংকারী মানুষ চেনার দুটি উপায়:
যারা নিজের কোনো দোষ দেখতে পায় না আর 🥴
অন্যের কোনো গুণ খুঁজে পায় না 😞

আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল : কাজলদাম্পত্যজীবনের ২৫ বছর পার করলেন বলিউড দম্পতি কাজল ও অজয় দেবগন। দুই ছেলেমেয়ে...
06/07/2025

আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল : কাজল

দাম্পত্যজীবনের ২৫ বছর পার করলেন বলিউড দম্পতি কাজল ও অজয় দেবগন। দুই ছেলেমেয়ে নিয়ে তাদের সুখের সংসার এখনো টিকে আছে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানালেন, ‘দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।’

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল। তখন ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন অভিনেত্রী।

হঠাৎ বিয়ের সিদ্ধান্তে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় চার দিন মেয়ের সঙ্গে কথা বলেননি। শেষমেশ পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন এই জুটি।

দাম্পত্যজীবনে কখনো গদগদ প্রেমের প্রকাশ দেখা যায়নি এই দম্পতির মধ্যে। অজয় সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না। তবে কাজল বরাবরই খোলামেলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমরা একে অপরের থেকে অনেকটা আলাদা। সে অর্থে দেখতে গেলে, আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।’

তাহলে সংসার কিভাবে টিকলো? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হবে।’

অভিনেত্রী মনে করেন, সুখী দাম্পত্যের জন্য কিছু জিনিস ভুলে যাওয়া এবং ছেড়ে দেওয়াই আসল রহস্য। কোনও কিছু আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন তিনি। সেই কারণেই ২৫ বছরের দাম্পত্যে টিকে গিয়েছেন অজয়-কাজল।

ট্রাকের একপাশে রক্তাক্ত অবস্থায় চাপা পড়েছেন চালক। তাকে ঘিরে জড়ো হয়েছেন স্থানীয়রা। কেউ পানি দিতে চাইছেন, কেউ ফোন করছেন অ্...
04/07/2025

ট্রাকের একপাশে রক্তাক্ত অবস্থায় চাপা পড়েছেন চালক। তাকে ঘিরে জড়ো হয়েছেন স্থানীয়রা। কেউ পানি দিতে চাইছেন, কেউ ফোন করছেন অ্যাম্বুলেন্সে। এর মধ্যেই চালকের কণ্ঠে উঠে আসে ব্যথাভরা মানবিক আকুতি। “ভাই, আমার হেল্পারকে আগে দেখেন। ও তো নড়ছে না আমি থাকি না থাকি, ওরে বাঁচান প্লিজ” “আমি মরে গেলে দুঃখ নাই, আল্লাহর ওয়াস্তে আগে আমার হেল্পারকে বাঁচান।”

এটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকার ঘটনা। এই হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়ে এক পথচারীদের মোবাইল ক্যামেরায়, যা এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। দুর্ঘটনা প্রসঙ্গে জানা যায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। চালক ও হেল্পার উভয়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর চালক জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও প্রথমেই অনুরোধ করেন যেন তার সহকারীকে উদ্ধার করা হয়।

প্রতিদিন আমাদের আশেপাশে অসংখ্য দুর্ঘটনা ঘটে, কিন্তু এমন মানবিক দৃশ্য কমই দেখা যায়। “আমি মরলেও দুঃখ নেই, আগে আমার হেল্পারকে বাঁচান” এই একটিমাত্র বাক্যই প্রমাণ করে, আমাদের সমাজে এখনো এমন হৃদয়বান মানুষ আছেন, যাঁরা দায়িত্ব আর ভালোবাসাকে জীবনের চেয়ে বড় করে দেখেন__

ড্রাইভার এবং হেলপার দুজনের সুস্থতা কামনা করছি__❤️🥀

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Digital Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AR Digital Agency:

Share