কল্প

কল্প স্বপ্ন বড় দেখো,সব সময় ভালো চিন্তা করো,
পরিশ্রম করো এবং যাত্রাপথকে উপভোগ করো

16/05/2025

তুমি বললে-মেঘ জমেছে,
আমি বললাম- বৃষ্টি হোক।
অবাক হয়ে তাকিয়ে দেখি
ছলছল ভাসে তোমার চোখ।

15/05/2025

তাহার চক্ষু পানে তাকাইয়া
নক্ষত্রের ন্যায় খসে পড়ে বিষাদেরা! 🖤

15/05/2025

_যে ট্রেন চলে গেছে আমাকে রেখে! তার টিকিট এখনো আমার বুক পকেটে!

13/05/2025

বুকের মধ্যে যে সমুদ্র পালে,
তার আবার কিসের ভয়!?

10/05/2025

- তারা বদলাতে বাধ্য করে, আবার বদলে গেলে দোষী করে। তারা থাকতে মূল্য দেয় না, আবার চলে গেলে বেইমান বলে!'💔😅

10/05/2025

একটা আলিঙ্গন যেন অশান্ত হৃদয়কেও করে দেয় প্রশান্ত। যেন খাঁ খাঁ রোদ্দুরে এক পসলা বৃষ্টি। ভেঙে যাওয়া হৃদয়ে ফিরিয়ে আনে সজীবতা। ভালোবাসাহীন মনে জাগ্রত হয় প্রেম, মায়া।

ছোট্ট একটা আলিঙ্গন যেন বদলে দেয় আমাদের গল্প, বদলে দেয় আমাদের ছেড়ে যাওয়া মুহূর্ত। শুধু একটা বার জড়িয়ে ধরার প্রতিক্ষায় কেউ কেউ অপেক্ষা করে যায় সহস্র বছর!

দেখা হোক, কথা হোক, ভীষণ অনুভূতি নিয়ে কিংবা অভিমানে অন্তত একটা বার জড়িয়ে ধরার মুহূর্তটুকু আসুক!♡

09/05/2025

আকন্ঠ গ্রাস করে আছে মুগ্ধ মোহন প্রেম
তবু তাকে অনাহার চিনিছে শুধু, চিনিছে দহন।
উপেক্ষার ফুলে তার শূন্য করতল দোলে পূর্নতায়

09/05/2025

এই শহরের শ্বা'স নেই, দীর্ঘশ্বা'স ফেলি এই শহরেই;

অথচ,
এ শহর আমার না, বোধহয়- মানুষের'ও না।🥀

Address

121/1 South Jatrabari, Dhaka-1204
Jatrabari

Website

Alerts

Be the first to know and let us send you an email when কল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share