Moni's life style

Moni's life style Assalamu -Olaikum, Welcome to Moni's life Style. Stay connected and Support me.Thank you.✨✨
(8)

“ঘরের কারও অসুস্থতা মানে শুধু তার কষ্ট নয়—পুরো ঘরটাই যেন অসুস্থ হয়ে পড়ে।আজকের দুপুরেও ঘরের আলোটা ম্লান,কারণ ঘরের প্রত্যে...
29/07/2025

“ঘরের কারও অসুস্থতা মানে শুধু তার কষ্ট নয়—
পুরো ঘরটাই যেন অসুস্থ হয়ে পড়ে।
আজকের দুপুরেও ঘরের আলোটা ম্লান,
কারণ ঘরের প্রত্যেকটা মানুষের শরীর খারাপ,বিছানায় পড়ে আছে… চোখে কষ্ট, মুখে নীরবতা।”

“জীবনটা এখন কেমন যেন ঔষধময় হয়ে গেছে…ঘুম আসে না, খাবার ভাল লাগে না,তবুও প্রতিদিন চোখ খুলি,কারণ কিছু মানুষের জন্য বাঁচতে হ...
29/07/2025

“জীবনটা এখন কেমন যেন ঔষধময় হয়ে গেছে…
ঘুম আসে না, খাবার ভাল লাগে না,
তবুও প্রতিদিন চোখ খুলি,
কারণ কিছু মানুষের জন্য বাঁচতে হয়…
এমনকি যখন নিজে আর বাঁচতে চাই না।” 😢

বাচ্চাদের জন্য বেশি কষ্ট হচ্ছে ওরা কথা বলে না,হাসে না,খায় না,দৌরাদৌরি করে না,শুধু কাধে😭😭

28/07/2025

🌞 নিজেকে সময় দিন,
🌿 প্রিয়জনদের পাশে রাখুন,
🕊️ আর প্রত্যেকটি ক্ষণকে উপভোগ করতে শিখুন।
কারণ জীবন একবারই আসে,
তাকে সুন্দর করে গড়াটা আমাদের দায়িত্ব।

“ভালো থাকুন, ভালো রাখুন — এই হোক সকালের অঙ্গীকার!” ☀️
শুভ সকাল ☀️🌤️

নিশুতি রাত এসেছে চুপিচুপি,স্বপ্নেরা ডাকছে নরম কুশনে মুখ গুঁজে ঘুমুতে।দিনের ক্লান্তি ছেড়ে দাও,মনের ভেতর শান্তির একটা প্র...
27/07/2025

নিশুতি রাত এসেছে চুপিচুপি,
স্বপ্নেরা ডাকছে নরম কুশনে মুখ গুঁজে ঘুমুতে।
দিনের ক্লান্তি ছেড়ে দাও,
মনের ভেতর শান্তির একটা প্রদীপ জ্বালাও।

🌙 শুভ রাত্রি ❤️🕊️

27/07/2025

বন্ধু নিতে ঝটপট চলে আসুন, ❤️❤️

আজ হয়ে যাক একটা ধাধা---------সাবান থেকে কি বাদ দিলে পুর পৃথিবীকে আলকিত করে???সবাই কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে যাবেন🌺   ...
27/07/2025

আজ হয়ে যাক একটা ধাধা---------
সাবান থেকে কি বাদ দিলে পুর পৃথিবীকে আলকিত করে???
সবাই কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে যাবেন🌺

জ্বর, মাথা ব্যথা… শরীরটা চলতেই চায় না।তবুও ছোট মুখ দুটো ক্ষুধায় তাকিয়ে আছে—চুলায় হাঁড়ি চাপাই, কাঁপা হাতে ভাত মেখে খাইয়ে ...
27/07/2025

জ্বর, মাথা ব্যথা… শরীরটা চলতেই চায় না।
তবুও ছোট মুখ দুটো ক্ষুধায় তাকিয়ে আছে—
চুলায় হাঁড়ি চাপাই, কাঁপা হাতে ভাত মেখে খাইয়ে দেই।
নিজে খাই শেষে, ঠান্ডা হয়ে যাওয়া ঝোল দিয়ে।

এই ভালোবাসার নাম ‘মা’।
শুধু মায়েরাই পারে অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে দাঁড়াতে।
শুভ দুপুর 💐❤️

27/07/2025

শুভ সকাল🌿❤️
শারীরিক অবস্থা খুব খারাপ 🥲
দোয়া করবে।

☕ এক কাপ চা,একটু নিরবতা,আর মনে মনে একটুখানি প্রার্থনা —“আজকের দিনটা হোক সুন্দর, শান্তিময় ও সার্থক। শুভ সকাল 🌿🌹      ゚   ...
25/07/2025

☕ এক কাপ চা,
একটু নিরবতা,
আর মনে মনে একটুখানি প্রার্থনা —
“আজকের দিনটা হোক সুন্দর, শান্তিময় ও সার্থক।
শুভ সকাল 🌿🌹

ঘরের সবার জ্বর😭দোয়া করবে সবাই।
25/07/2025

ঘরের সবার জ্বর😭দোয়া করবে সবাই।

🌞 আনন্দ ছড়িয়ে যাক বিকেলের রোদের মতো! 🌈আজ না হয় মন খুলে হাসি…কারণ ছোট ছোট আনন্দই তো জীবনকে সুন্দর করে তোলে
25/07/2025

🌞 আনন্দ ছড়িয়ে যাক বিকেলের রোদের মতো! 🌈
আজ না হয় মন খুলে হাসি…
কারণ ছোট ছোট আনন্দই তো জীবনকে সুন্দর করে তোলে

Address

Mathbaria

Telephone

+8801714353223

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moni's life style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moni's life style:

Share