Sanji’s Art Gallery

Sanji’s Art Gallery AssalamuAlaikum🥰Welcome to my vlogging page/💬Inbox me for promotion and any kind of advertisement//
(1)

✨🤎
17/10/2025

✨🤎

চলেন আজকে আপনাদের কে দুইটা হেলদি রেসিপি শেয়ার করি😇ফাস্টফুড খাওয়ার পাশাপাশি কিন্তু ডেইলি হেলদি কিছু খাওয়া দরকার যা আমাদ...
14/10/2025

চলেন আজকে আপনাদের কে দুইটা হেলদি রেসিপি শেয়ার করি😇ফাস্টফুড খাওয়ার পাশাপাশি কিন্তু ডেইলি হেলদি কিছু খাওয়া দরকার যা আমাদের শরীর কে সুস্থ রাখে।

১.চিয়াসিড এনার্জি ড্রিংক :টকদই,লবণ,মধু,পানি একসাথে ব্লেন্ড করে সাথে চিয়াসিড এড করে খাবেন।🥛
✅ হজম ভালো রাখে
✅ শক্তি দেয়
✅ ত্বক ও চুলের জন্যও ভালো
✅ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

২.মিক্সড স্যালাড উইথ ইয়োগার্ট :শসা,গাজর,মরিচ,লেবু,
টমেটো,ধনেপাতা,টকদই,গোলমরিচ,সামান্য লবণ,আপেল,বাদাম,সরিষার তেল দিয়ে ভালো ভাবে মিক্সড করে খাবেন।🥗🥕🥒
✅ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
✅ হজম ভালো রাখে
✅ ত্বক-চুলের জন্য উপকারী
✅ প্রাকৃতিক এনার্জি দেয়
✅ গরমে শরীর ঠান্ডা রাখে

মানুষ দেখতে এক রকম হয় ঠিক আছে কিন্তু ডং এক্সপ্রেশন গুলোও পুরা এক রকম🫣🤧Mamuntir Tafseen🥰❤️ মাশাআল্লাহ আল্লাহুমা বারিক লাহ...
10/10/2025

মানুষ দেখতে এক রকম হয় ঠিক আছে কিন্তু ডং এক্সপ্রেশন গুলোও পুরা এক রকম🫣🤧Mamuntir Tafseen🥰❤️
মাশাআল্লাহ আল্লাহুমা বারিক লাহু❤️

🛑 *জুমা'আ মুবারক (جمعة مباركة) বলা বেদাত*। 🎁 ১১. *জুম'আর দিনে বেশি বেশি করে দু'য়া করা*⭕ জুমার দিনের সেই বিশেষ সময়টি সম্...
10/10/2025

🛑 *জুমা'আ মুবারক (جمعة مباركة) বলা বেদাত*।

🎁 ১১. *জুম'আর দিনে বেশি বেশি করে দু'য়া করা*

⭕ জুমার দিনের সেই বিশেষ সময়টি সম্পর্কে যত মত আছে এর মধ্যে *অগ্রগণ্য হল দুটি* :

⭕ ১. যে সময়ের কথা পাওয়া যায় আবু মূসা আশআরী রা.-এর হাদীসে।

আবু বুরদা রাহ. বলেন, আবদুল্লাহ ইবনে উমর রা. আমাকে জিজ্ঞেস করলেন, জুমার দিনের দুআ কবুলের সময় সম্পর্কে আপনার পিতা আবু মূসা আশআরী রা.-এর কাছ থেকে কোনো হাদীস শুনেছেন?

আমি বললাম, হাঁ, শুনেছি। তাঁকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصّلَاةُ.

সে সময়টি হল, *খতীব (খুতবার জন্য মিম্বরে) বসার পর থেকে জুমার নামায শেষ করা পর্যন্ত*। -সহীহ মুসলিম ; সুনানে আবু দাউদ ; সহীহ ইবনে খুযায়মা

⭕ ২. যে সময়ের কথা পাওয়া যায় আবদুল্লাহ ইবনে সালাম রা.-এর হাদীসে। সেখানে এসেছে, দুআ কবুলের বিশেষ সময়টি হল, *আসরের পর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত*।

আবু সালামা রাহ. বলেন, আমি আবদুল্লাহ ইবনে সালাম রা.-কে প্রশ্ন করলাম-

أَيّةُ سَاعَةٍ هِيَ؟

ঐ সময়টা কোনটা?
তিনি বলেছেন-

آخِرُ سَاعَاتِ النّهَارِ.

*তা হল, দিনের শেষ ভাগ*। -মুসনাদে আহমাদ ; সুনানে ইবনে মাজাহ

তোমরা আমার বাসায় আসলে দেখতা আমার আম্মুই সপ্নীলের আম্মু🫶🏻❤️😇নোয়াখালীর আপ্যায়ন বলে কথা।
08/10/2025

তোমরা আমার বাসায় আসলে দেখতা আমার আম্মুই সপ্নীলের আম্মু🫶🏻❤️😇নোয়াখালীর আপ্যায়ন বলে কথা।

নরম মনের হওয়াটা আসলে বিশাল বড় ঝামেলা। সবকিছুতে ঠকতে হয়। কেউ একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে ফেলি, গলে যাই। কেউ...
05/10/2025

নরম মনের হওয়াটা আসলে বিশাল বড় ঝামেলা। সবকিছুতে ঠকতে হয়। কেউ একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে ফেলি, গলে যাই। কেউ একটু আদুরে সুরে কিছু করে দিতে বললে যতই কষ্ট হোক করে দেই, মুখের উপর মানা করতে পারিনা।
কেউ নিজের বিপদের কথা শেয়ার করলে তার বিপদের সমাধান নিয়ে ভাবতে গিয়ে নিজের বিপদ ডেকে আনি। তবুও শেষ পর্যন্ত চেষ্টা করে যাই যেনো তার বিপদ টা উদ্ধার হয়ে যায়।

আরও কতরকম ভাবে যে নরম মনের হওয়ায়
বিপাকে পড়েছি হিসেব নেই।সবশেষে এই নরম মনের হওয়ায় যেখানে সেখানে ব্যবহৃত হচ্ছি, এবং প্রয়োজন শেষে অবহেলিত।

Collected♥️

বাঙালী মানুষ এর উন্নতি কেন হয়না জানেন তারা কেন সব জাতির থেকে পিছায় আছে?কারণ তারা নিজেদের মেধা কে কাজে লাগায় কিভাবে অন...
28/09/2025

বাঙালী মানুষ এর উন্নতি কেন হয়না জানেন তারা কেন সব জাতির থেকে পিছায় আছে?কারণ তারা নিজেদের মেধা কে কাজে লাগায় কিভাবে অন্য মানুষ এর রিজিক নষ্ট করবে।😊আচ্ছা এই সেই ভাইরাল ভাইয়া যে নিজের সব সত্যি ক্ল্যারিফিকেশন দিলো তা সব মিলে গেসে সে তো হালাল রোজগার করে খাচ্ছে তাহলে আপনার আমার সমস্যা কোথায়?আমি মনে করি সে যে ভালো ব্র্যান্ড এর সব কিছু ব্যবহার করে ও এত কম দামএ কেক দিচ্ছে এটাই তার ভুল।।।।।কারণ একটা কেক বানাতে হলে অনেক এফোর্ট দেওয়া লাগে তারপর যতগুলো জিনিস বের হয় ওইগুলো ধোয়া আর শরীর হাত পায়ের কোমর ব্যথা তো বাদ ই দিলাম☺️😊আচ্ছা যাদের ইনকাম কম তাদের কী কেক খেতে ইচ্ছা হয়না?😅তখন কী আপনি নিজে কিনে এক পিস খাওয়ান!!!!তাহলে কেন তার বিষয় নাক গলান আপনারা? আচ্ছা Intercontinental Dhaka তে যে ২০ টাকার পানির বোতল ৩০০/৪০০ টাকা তে বিক্রি হয় তখন আপনারা কেন প্রতিবাদ করেন না কেন ও ব্র্যান্ড তাই!! যাদের হারাম টাকা তাদের কাছেএটা কোনো ম্যাটার ই করে না ! কিন্তু একটা খেটে খাওয়া মানুষ এর ঘরে বাবু আছে তার কী খেতে ইচ্ছা করেনা🙂এখন উনি যদি তাদের রিজিক এর ব্যবস্থা করে করতে দেন না এত অন্যের চরকায় তেল নাদিয়ে নিজের টায় দিলে বিলগেটস হতেন😒যারা অনেক বেশি হাইপএ কেক সেল করে ১/২ পাউন্ড ১০ হাজার টাকা তাদের বিরুদ্ধে হ্যান্ড রেস্ করেন প্লিজ কিন্তু কষ্ট করে মানুষদের এই ভাইয়া কেক খাওয়াচ্ছে তা নিয়ে মাথা ঘামাবেন না!!!!!!♥️আপনার রিজিক আল্লাহ দিবেন অন্যের রিজিকের উসিলা হলে ইনশাআল্লাহ❤️
✍️Sanjida Yesmin Shorna
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন🥰

26/09/2025

On a date with my forever partner, Ammu♥️💖Mini Shopping Haul😍📌

মানুষ যখন বিচার করতে পারে না, তখন আল্লাহ নিজেই বিচার করেন। আর আল্লাহ যখন বিচার করেন তখন কোনো সাক্ষী-প্রমাণের প্রয়োজন হয় ...
25/09/2025

মানুষ যখন বিচার করতে পারে না, তখন আল্লাহ নিজেই বিচার করেন। আর আল্লাহ যখন বিচার করেন তখন কোনো সাক্ষী-প্রমাণের প্রয়োজন হয় না। 🌹 অনেক সময় আল্লাহ আমাদের জীবন থেকে কাউকে সরিয়ে দেন আমাদের মঙ্গলের জন্য, কারণ তিনি সেই কথাগুলোও শোনেন যা আমরা শুনিনি। 💫

Address

Dhaka
Jatrabari
2515

Alerts

Be the first to know and let us send you an email when Sanji’s Art Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share