
21/03/2024
সাধারণ দুর্বলতা, মানসিক দুর্বলতা, হৃৎপিন্ডের দুর্বলতা, লিভারের দুর্বলতা, ক্ষুধামান্দ্য, অজীর্ণতা, রক্তাল্পতা, ভিটামিন এ এবং সি এর অভাব, হৃদকম্প।
√ সেবনবিধি: প্রাপ্ত বয়ষ্ক: ৬ চা-চামচ (৩০ মিলি) দৈনিক ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শমত সেব্য।
√ অপ্রাপ্ত বয়ষ্ক: ২ চা-চামচ (১০ মিলি) দৈনিক ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শমত সেব্য।প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।