02/01/2025
পান্ডুলিপি জমা নিচ্ছে আলপনা প্রকাশ
আর দেরি না করে ২০২৫ সালের বই মেলায়, নতুন বই প্রকাশে ইচ্ছুক নবীন-প্রবীন কবি/লেখক, গল্পকারসহ সকল সাহিত্যিক বন্ধুরা পান্ডুলিপি নিয়ে আজই আলপনা প্রকাশে যোগাযোগ করুন। অথবা কম্পোজকৃত পাণ্ডুলিপি আলপনা প্রকাশের ই-মেইলে পাঠিয়ে দিন। নতুন লেখকদের সঠিক দিকনির্দেশনাসহ বইয়ের প্রচারে ব্যাপক ভূমিকা রাখবে আলপনা প্রকাশ।
কেন আলপনা থেকে বই প্রকাশ করনে :
# বইয়ের গুনগত মান ঠিক রাখতে অভিজ্ঞ সম্পাদনা প্যানেল, উন্নত বাইন্ডিং, চিত্রশিল্পী বা গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দৃষ্টিনন্দন প্রচ্ছদ, নির্ভুল বানান ১০০, ১২০ গ্রাম অফসেট/আর্ট কার্ড/আর্ট পেপারে পরিস্কার ছাপা, isbn ,ন্যায্য মূল্য, সঠিক সময়ে বই সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আপনার বই প্রকাশ করতে চায় আলপনা।
আলপনা যে সব বইয়ের পাণ্ডুলিপি নিচ্ছে :
# শিশুসাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, ভ্রমন কাহিনি, ছড়া-কবিতা, গল্প-উপন্যাস, অনুবাদ, আত্মজীবনী, গবেষণামূলক বই, বিজ্ঞান বিষয়ক বই, নাটক, বইয়ের খরচ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হয়ে থাকে। আলপনা নতুনদের ধোয়াসায় না রেখে খোলামেলা আলোচনায় সঠিক মূল্য নির্ধারণ করাসহ চুক্তিবদ্ধ হয়ে বই প্রকাশ করে থাকে। যার জন্য লেখককে ভোগান্তি কমে ও সঠিক সময়ে বই হাতে পেতে সহায়তা হয়।
পান্ডুলিপি জমার নিয়মাবলি:
# দুইটি মাধ্যমে আপনি আমাদের কাছে আগামী ৩০ শে অক্টোবর ২০২২ এর মধ্যে পাণ্ডুলিপি পাঠাতে পারেন- ১. পান্ডুলিপি হাতে লিখে বা কম্পিউটারে কম্পোজ (বিজয় Sutony MJ অথবা অভ্র Kalpurush ফন্ট) করেই কেবল পাঠাতে হবে। ২. হাতের লেখা বা কম্পোজ প্রিন্ট করে কুরিয়ারে । আমাদের কাছে পাঠানোর আগে পাণ্ডুলিপির একটি কপি অবশ্যই আপনার কাছে রেখে দিবেন। আপনার পান্ডুলিপি প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হলে লিখিত নিয়মে আলোচনা সাপেক্ষে পান্ডুলিপি প্রকাশ করা হবে। চুক্তিনামা সম্পূর্ণ হলে আপনাকে অবশ্যই ১ নিজের নাম। ২ পাণ্ডুলিপির শিরোনাম। ৩) বিষয়বস্তু (গল্প/উপন্যাস/কবিতা) ৪) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (স্কিন করে) ৫) লেখক/কবি পরিচিতি (১৫০ শব্দে) ৬) স্বীকারোক্তি পত্র স্বীকৃতি। মেইল করতে হবে।
বিঃদ্রঃ
# কোন ধরণের অশ্লীল/অশ্রাব্য/আপত্তিকর/উষ্কানীমূলক/অনুভূতিতে আঘাত করে এমন কোন লেখা/ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী প্রভৃতিকে বিরূপভাবে প্রকাশ করে এমন/রাষ্ট্র বিরোধী কোন লেখা সম্বলিত যেকোন পান্ডুলিপি সাথে সাথেই বাতিল বলে স্বীকৃত হবে।
অফিস
ইসলামী টাওয়ার, বাংলাবাজার
01401926787
[email protected]
https://www.facebook.com/alponaprokash