Alpona Prokash

Alpona Prokash '' মনের কথা কাগজের পাতায় ''

বাংলা সাহিত্যের জ্ঞান-সাগরে আমাদের দুর্বার পথচলা । কাগজের পাতায় জ্ঞানের আলোকে এগিয়ে নেওয়ার এ ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা সাহিত্যপ্রেমী সকলের সহযোগীতা প্রত্যাশা করছি ।

24/04/2025

আজ বিশ্ব বই দিবস উপলক্ষে আপনার পড়া পছন্দের যে কোনো একটি বই সাজেস্ট
করতে পারেন।

পান্ডুলিপি জমা নিচ্ছে আলপনা প্রকাশ আর দেরি না করে ২০২৫ সালের বই মেলায়, নতুন বই প্রকাশে ইচ্ছুক নবীন-প্রবীন কবি/লেখক, গল্প...
02/01/2025

পান্ডুলিপি জমা নিচ্ছে আলপনা প্রকাশ
আর দেরি না করে ২০২৫ সালের বই মেলায়, নতুন বই প্রকাশে ইচ্ছুক নবীন-প্রবীন কবি/লেখক, গল্পকারসহ সকল সাহিত্যিক বন্ধুরা পান্ডুলিপি নিয়ে আজই আলপনা প্রকাশে যোগাযোগ করুন। অথবা কম্পোজকৃত পাণ্ডুলিপি আলপনা প্রকাশের ই-মেইলে পাঠিয়ে দিন। নতুন লেখকদের সঠিক দিকনির্দেশনাসহ বইয়ের প্রচারে ব্যাপক ভূমিকা রাখবে আলপনা প্রকাশ।

কেন আলপনা থেকে বই প্রকাশ করনে :
# বইয়ের গুনগত মান ঠিক রাখতে অভিজ্ঞ সম্পাদনা প্যানেল, উন্নত বাইন্ডিং, চিত্রশিল্পী বা গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দৃষ্টিনন্দন প্রচ্ছদ, নির্ভুল বানান ১০০, ১২০ গ্রাম অফসেট/আর্ট কার্ড/আর্ট পেপারে পরিস্কার ছাপা, isbn ,ন্যায্য মূল্য, সঠিক সময়ে বই সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আপনার বই প্রকাশ করতে চায় আলপনা।

আলপনা যে সব বইয়ের পাণ্ডুলিপি নিচ্ছে :
# শিশুসাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, ভ্রমন কাহিনি, ছড়া-কবিতা, গল্প-উপন্যাস, অনুবাদ, আত্মজীবনী, গবেষণামূলক বই, বিজ্ঞান বিষয়ক বই, নাটক, বইয়ের খরচ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হয়ে থাকে। আলপনা নতুনদের ধোয়াসায় না রেখে খোলামেলা আলোচনায় সঠিক মূল্য নির্ধারণ করাসহ চুক্তিবদ্ধ হয়ে বই প্রকাশ করে থাকে। যার জন্য লেখককে ভোগান্তি কমে ও সঠিক সময়ে বই হাতে পেতে সহায়তা হয়।

পান্ডুলিপি জমার নিয়মাবলি:
# দুইটি মাধ্যমে আপনি আমাদের কাছে আগামী ৩০ শে অক্টোবর ২০২২ এর মধ্যে পাণ্ডুলিপি পাঠাতে পারেন- ১. পান্ডুলিপি হাতে লিখে বা কম্পিউটারে কম্পোজ (বিজয় Sutony MJ অথবা অভ্র Kalpurush ফন্ট) করেই কেবল পাঠাতে হবে। ২. হাতের লেখা বা কম্পোজ প্রিন্ট করে কুরিয়ারে । আমাদের কাছে পাঠানোর আগে পাণ্ডুলিপির একটি কপি অবশ্যই আপনার কাছে রেখে দিবেন। আপনার পান্ডুলিপি প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হলে লিখিত নিয়মে আলোচনা সাপেক্ষে পান্ডুলিপি প্রকাশ করা হবে। চুক্তিনামা সম্পূর্ণ হলে আপনাকে অবশ্যই ১ নিজের নাম। ২ পাণ্ডুলিপির শিরোনাম। ৩) বিষয়বস্তু (গল্প/উপন্যাস/কবিতা) ৪) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (স্কিন করে) ৫) লেখক/কবি পরিচিতি (১৫০ শব্দে) ৬) স্বীকারোক্তি পত্র স্বীকৃতি। মেইল করতে হবে।

বিঃদ্রঃ
# কোন ধরণের অশ্লীল/অশ্রাব্য/আপত্তিকর/উষ্কানীমূলক/অনুভূতিতে আঘাত করে এমন কোন লেখা/ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী প্রভৃতিকে বিরূপভাবে প্রকাশ করে এমন/রাষ্ট্র বিরোধী কোন লেখা সম্বলিত যেকোন পান্ডুলিপি সাথে সাথেই বাতিল বলে স্বীকৃত হবে।

অফিস
ইসলামী টাওয়ার, বাংলাবাজার
01401926787
[email protected]
https://www.facebook.com/alponaprokash

বাংলা নববর্ষের শুভেচ্ছা ❤️❤️
14/04/2024

বাংলা নববর্ষের শুভেচ্ছা ❤️❤️

আলপনা প্রকাশ এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা!
10/04/2024

আলপনা প্রকাশ এর পক্ষ থেকে
সবাইকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা!

এই রাজ্য শুধু খেজুরের🌴🤦‍♂️
25/03/2024

এই রাজ্য শুধু খেজুরের🌴🤦‍♂️

শোক, সাহস, বেদনা আর গৌরবের অম্লান স্মৃতি নিয়ে বাঙালির জীবনে ফিরে এল অমর একুশে ফেব্রুয়ারি। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাত...
21/02/2024

শোক, সাহস, বেদনা আর গৌরবের অম্লান স্মৃতি নিয়ে বাঙালির জীবনে ফিরে এল অমর একুশে ফেব্রুয়ারি। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

05/02/2024

বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা - ২০২৪ এ প্রকাশিত হলো "রেমিট্যান্স যোদ্ধা- প্রবাসী"

বিশ্ব প্রবাসী বাংলাদেশীদের জীবন-যাপন ও দেশের অর্থনীতিতে তাদের অবদান সুখ-দুঃখ, হাসি- কান্না সুবিধা-অসুবিধা, চাওয়া-পাওয়ার ব্যাঞ্জনা নিয়ে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের অ প্রকাশিত আলেখ্য রচিত হয়েছে নতুন বই "রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী"

📖 "রেমিট্যান্স যোদ্ধা- প্রবাসী"
✍️ মুহাম্মদ মূসা
🔰 প্রকাশনীঃ Alpona Prokash
💢 পেইজঃ মোট ৮০ পৃষ্ঠা
♦️ বইয়ের কোয়ালিটিঃ
👉 ক্রিম কালার প্রিমিয়াম অফসেট পেপার
👉 হার্ডকভার
👉 প্রিমিয়াম জ্যাকেট বাঁধাই
👉 মজবুত বাইন্ডিং
মুদ্রিত মূল্যঃ ২৫০৳ ❌
ডিসকাউন্ট মূল্যঃ ১৬২৳ ✅ (৩৫% ছাড়ে)
সাথে থাকছে নিশ্চিত উপহার! ❤️
ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে আপনার পূর্ণ ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন...
অথবা, কলঃ 01401926787 নাম্বারে।

ক্যাপটেন এ এসে গেছে  #বেদনার_নীল_শাড়ি লেখক: জাহাঙ্গীর আলম জীবন, ইচ্ছে মত কিনেন আর প্রিয়জনকে গিফট করেন।প্রকাশক: Alpona Pr...
04/02/2024

ক্যাপটেন এ এসে গেছে #বেদনার_নীল_শাড়ি
লেখক: জাহাঙ্গীর আলম জীবন,
ইচ্ছে মত কিনেন আর প্রিয়জনকে গিফট করেন।
প্রকাশক: Alpona Prokash
প্রচ্ছদ; Mahbubur Rahman Mukdha

নতুন বইয়ে ভরবে ঘর উপহারে!❤️Zahangir Alom Phy এর নতুন উপন্যাস  #বেদনার_নীল_শাড়ি পাওয়া যাবে, লিটলম্যাগ চত্বর   #ক্যাপটেন ১...
03/02/2024

নতুন বইয়ে ভরবে ঘর উপহারে!❤️
Zahangir Alom Phy এর নতুন উপন্যাস #বেদনার_নীল_শাড়ি পাওয়া যাবে, লিটলম্যাগ চত্বর #ক্যাপটেন ১০ নম্বর স্টলে।

(২য় মুদ্রণ), অর্ডার করতে যোগাযোগ করুন : 01567-960139,,,, 01401926787আলপনা প্রকাশ-Alpona Prokashবাজারে এলো বহুল প্রতিক্ষি...
25/01/2024

(২য় মুদ্রণ),
অর্ডার করতে যোগাযোগ করুন : 01567-960139,,,, 01401926787
আলপনা প্রকাশ-Alpona Prokash

বাজারে এলো বহুল প্রতিক্ষিত সহীহ মুসলিম শরীফের নির্বাচিত অংশের অনবদ্য এক শরাহগ্রন্হ : .

বইটিতে থাকছে অফ ওয়াইট কালারের প্রিমিয়াম কোয়ালিটির কাগজ, উন্নত মানের বোর্ড বাঁধাই, ঝকঝকে কাভার। তাই দেরি না করে আজই সংগ্রহ করুন আপনার কপি।

গ্রন্থটি যেভাবে সাজানো হয়েছে :

১. মুকাদ্দামাতুল ইমাম মুসলিম রহ. সংশ্লিষ্ট উলূমুল হাদীস বিষয়ক খুটিনাটি আলোচনা।

২. মুকাদ্দামায় ইমাম মুসলিম রহ.-এর কিছু ইবারতের উদ্দেশ্য সম্পর্কিত বয়ান।

৩. মুকাদ্দামায় উল্লিখিত বিভিন্ন পরিভাষার পরিচয়।
৪. কিতাবে উল্লিখিত বিভিন্ন ব্যাক্তি, স্থান ও দেশের পরিচয়।
৫. শব্দার্থসমূহের ব্যাখ্যা এবং দুর্বোধ্য ইবারতগুলো সহজকরণ।
৬. গুরুত্বপূর্ণ তারকীবের হল এবং বালাগাত সংক্রান্ত বিষয়ে আলোচনা।
৭. বিরোধপূর্ণ হাদীসের সহজ সমাধান।
৮. বেশ কিছু জটিল হাদীসের সংক্ষিপ্ত ব্যাখ্যা—যা পাঠকের জন্য সহজেই বোধগম্য।

৯. ইমামগনের মাঝে মতানৈক্যপূর্ণ মাসআলার তারজী'সহ দলিল ভিত্তিক আলোচনা।

১০. 'হাইয়া' পরীক্ষার সকল প্রশ্ন ও সমাধান উল্লেখকরণ। এছাড়াও বিভিন্ন বিষয় সন্নিবেশিত করা হয়েছে।

কিতাবটি যারা সংগ্রহ করতে পারেন :

১.দাওরায় হাদীসের সকল শিক্ষার্থীবৃন্দ।
২.মুসলিম শরীফ পড়েন বা পড়ান এমন যে কেউ।
৩.বিশেষ করে যারা “আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ” বোর্ড এর পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

প্রকাশ
আলপনা প্রকাশ-Alpona Alpona Prokashমার্কেট) যোগাযোগ : 01567-960139,, 01401926787

প্রাপ্তিস্থান :
1. এমদাদিয়া কুতুবখানা (ইসলামী টাওয়ার)
2.ফুলদানি প্রকাশনী (ইসলামি টাওয়ার)
এছাড়াও বাংলাবাজারের যে কোন ইসলামিক অভিজাত লাইব্রেরী সমূহে কিতাবটি পাওয়া যাচ্ছে ।

17/01/2024

অমর একুশে বই মেলা-২৪ এর প্রচ্ছদগুলো দেখতে চাই।

কেনো জানি মনে হচ্ছে এবারের প্রচ্ছদগুলো সেরা হচ্ছে।

13/01/2024

যদি কোনোদিন আপনার জীবনের কাহিনি দিয়ে বই বানানো হয়! তো বইটার নাম কি দিবেন...?😊

Address

Daksina Kutobkhali. Jatrabari, Dhaka Division
Jatrabari
1236

Opening Hours

Monday 09:30 - 21:45
Tuesday 09:30 - 20:45
Wednesday 09:30 - 20:45
Thursday 09:45 - 20:30
Friday 09:30 - 21:30
Saturday 09:30 - 20:45
Sunday 09:30 - 21:30

Telephone

+8801567960139

Alerts

Be the first to know and let us send you an email when Alpona Prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alpona Prokash:

Share

Category