Pdtv24 News । পদ্মাটিভি২৪ নিউজ

Pdtv24 News । পদ্মাটিভি২৪ নিউজ পদ্মাটিভি২৪ নিউজ

সফল ও শীর্ষ আমলা হবার উপায়...রিপ্রেজেন্টেশন অফ সার্ভিস বা জব দ্বারা একজন বুরোক্রেট বা আমলার যোগ্যতা অবস্থান ও সম্মান বি...
29/06/2025

সফল ও শীর্ষ আমলা হবার উপায়...

রিপ্রেজেন্টেশন অফ সার্ভিস বা জব দ্বারা একজন বুরোক্রেট বা আমলার যোগ্যতা অবস্থান ও সম্মান বিচার করা হয়।
আর একজন আমলাকে চারটি গ্রাফে বিচার করা যেতে পারে..

প্রথমত: ফেস এন্ড নেম ভ্যালু অর্জনে মিডিয়া এবং গণমাধ্যমের সাথে নিয়মিত যুক্ত থাকা মিডিয়া ব্যক্তিত্ব। ২৫ মার্কে বিচার্য।

দ্বিতীয়তঃ জ্ঞানগর্ভ আলোচনার যোগ্যতা, অসাধারণ বাগ্মিতা, রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র উন্নয়ন এবং রাষ্ট্রের কল্যাণ সাধন করার ক্ষেত্রে ডিবেট করার যোগ্যতা।
25 মার্কে বিচার্য।

তৃতীয়ত : উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ, কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তার সাথে যোগাযোগ ও সম্পর্ক বিনির্মাণ, লবিস্ট টিমের সাথে সম্পর্ক এবং দেশীয় ও আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের গোয়েন্দা বিভাগের সাথে সম্পর্ক। ২৫ মার্কে বিচার্য।

চতুর্থত: কঠোর পরিশ্রম, সততা, ত্যাগ তিতিক্ষা, মেধা ও মনোনশীলতা, ন্যায়নিষ্ঠা এবং দায়িত্বশীলতা। ২৫ মার্কে বিচার্য।

উপরোক্ত বিষয়ের গুরুত্ব অনুধাবন করে চারটি ধারা থেকে একজন রাজনীতিবিদ নিজের বিচার নিজেই করতে পারেন যে তিনি ১০০ মার্কের মধ্যে কত মার্ক পাবার উপযুক্ত একজন আমলা হতে পেরেছেন।

পদ্মাটিভি২৪ গবেষণা করে দেখেছে যে, ১০০ জন আমলাদের মধ্যে প্রায় সবাই সততা ও দায়িত্বশীলতার ভিত্তিতে সরকারি দায়িত্ব পালন ছাড়া ছাড়া বাকিগ্রাফে একেবারেই দুর্বল।

আপনি প্রতিদিন যদি না খান সপ্তাহে একদিন খান বা 15 দিনে একবার খান বা মাসে এক দিন খান আপনার স্বাস্থ্যের অবস্থা কেমন হবে?

আপনি প্রতিদিন যদি দাঁত ব্রাশ না করেন সপ্তাহে একদিন দাঁত ব্রাশ করেন বা 15 দিনে একদিন দাঁত ব্রাশ করেন, আপনার মুখের পরিস্থিতি কেমন হবে?

আপনি প্রতিদিন নিম্নমানের কাজ টয়লেট না করে সপ্তাহে একদিন যদি টয়লেট করেন, পনেরো দিনে যদি টয়লেট করেন আপনার স্বাস্থ্যের অবস্থা কেমন হবে?

নিজের জীবন বাঁচাতে খাবার ঠিকমতো খাচ্ছেন, ঠিকমতো ঘুমাচ্ছেন, দাঁত ব্রাশ করছেন বাজে কাজ টয়লেটও করছে যথাসময়ে ও যথা নিয়মে কিন্তু ভেলুয়েবল আমলার জীবন বাঁচানোর জন্য আপনি প্রতিদিনের জন্য কিছু কি করছেন?
নন্দিত আমলার কি জীবন বলতে কি কিছু নেই? Face and name ভ্যালু যুক্ত আমলা হবার জন্য জন্য কি প্রতিদিন কিছু করার দরকার নেই?

প্রতিদিন গণমাধ্যমে কথা বলবেন না, ফেসবুকে পোস্ট বা বক্তব্য প্রদান করবেন না, নিজের বক্তব্য ও বাগ্নিতার চর্চা করবেন না আর বড় পদ প্রত্যাশা করবেন এটি হয়?
ফেস অ্যান্ড নেম ভ্যালু ছাড়া, লবিং ছাড়া, গোয়েন্দা সম্পর্ক ছাড়া বড় পদ পাওয়া কি এতই সহজ? এটাকি দিল্লিকা লাড্ডু?

শেখ মুজিবুর রহমান সাহেবের সাত ই মার্চের ভাষণ ছাড়া আওয়ামী লীগের আর কোন বড় সম্পদ আছে?
মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমানকে অনন্য একটি ফেস ভ্যালু দেয়নি?

২৯ লক্ষ ফ্যান ফলোয়ারসের পেজ নিয়ে জুনায়েদ আহমেদ পলক কোথায় পৌঁছে গিয়েছিল একবার চিন্তা করবেন?

একজন দায়িত্বশীল আমলার একটা বক্তব্য তাকে এবং তার পরম্পরাকে হাজার বছর বাঁচিয়ে রাখে।

ফেইস ভ্যালু একজন রাজনীতিবিদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ বিষয় তা আওয়ামী লীগ ঢাকা ১৭ তে নির্বাচনের সময় হিরো আলম কে চ্যালেঞ্জ করতে যেয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে।

ফেস ভ্যালু কালো চেহারাকেও আলোয় পরিণত করে।

হিরো আলমকে কিন্তু এখন আর অত কালো লাগে না তাকে কিন্তু আর অত ঘৃণা তো করতে ইচ্ছে করে না।

-----
সুপ্রিয় সুধী
রাষ্ট্রের আমলাগন!!
আমাদের রাষ্ট্রের সাচিবিক পদ মর্যাদার পদবীধারীদের স্বপ্ন থাকে পরিপূর্ণ সচিব হবার এবং সচিব পদেই অবসরে যাবার।

কিন্তু তাদের এই সচিব স্বপ্নের পদবীর আগে সিনিয়র সহ, উপ, যুগ্ম ও অতিরিক্ত শব্দ নিয়ে তারা সিনিয়র সহকারি সচিব পদ, উপ সচিব পদ, যুগ্ম সচিব পদ ও অতিরিক্ত সচিব পদবীতে থেকে রিটায়ারমেন্টে যান।

সচিব হবার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও এইসব পদবীতে কেন তারা রিটারমেন্টে যান?

সারাজীবন এই অতিরিক্ত শব্দগুলির প্রেসারে তাদের ওষ্ঠাগত প্রাণ এবং বিপর্যস্ত জীবন অপমান ও অসম্মানজনক অবসরকালীন সময় কাটে।

আমরা জানি যে, অনেক অফিসার মাঠে খুব দায়িত্বের সাথে কাজ করলেও যোগ্যতার বিচারে তাকে বড় কোন পদে দেয়া হয় না।

রাজনীতিকরণের মহাপ্রকোপে তাদের অভিজ্ঞতা ও যোগ্যতাকে গ্রাস করা হয়! বিগত আওয়ামী সরকারের আমলে যা দেখা গেছে!
দলীয় বৈষম্যের শিকার হয়েছেন এরকম বহু অফিসার রয়েছেন যারা যোগ্যতা থাকা সত্বেও প্রমোশন পাননি!

ভাবুন তো কত আক্ষেপের ব্যাপার, যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে অতিরিক্ত যুগ্ম ও উপ শব্দযুক্ত পদে অবসরে পাঠানো হয়েছে!

বিসিএস জয়ের আনন্দ নিয়ে কর্মজীবন শুরু করা হাজারো অফিসারগণ বিসিএস ক্ষয়ের গল্প, বিসিএস হতাশার গল্প নিয়ে কর্মজীবন ও অবসরজীবন যাপন করছেন।

অতিরিক্ত শব্দগুলির চাপ হতে প্রজাতন্ত্রের কর্মকর্তাগণ নিজেদেরকে মুক্ত রাখতে চান?

সুতরাং পদ্মটিভি২৪ লিমিটেড প্রযোজিত অনুষ্ঠান বিসিএস জয়ের গল্প অনুষ্ঠানে অংশগ্রহণ করে উত্তরণের উপায় খোঁজ করুন।

আপনি একজন সফল আমলা হতে চাইলে কিভাবে হতে পারবেন সে সম্পর্কিত নানাবিদ দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের হতে নিতে পারেন।...
পদ্মাটিভি টুয়েন্টিফোর লিমিটেড প্রযোজিত বিসিএস জয়ের গল্প প্রোগ্রামটি আপনার রিপ্রেজেন্টেশন অফ সার্ভিস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আমাদের ক্যামেরায় আপনার অনবদ্য জীবনের আলোচনা ভাইরাল করে আপনি নিজেকে রিপ্রেজেন্টেশন অফ সার্ভিসে অনেক ধাপ উন্নীত করতে পারেন।
কেননা প্রতিটি ভিডিওর মধ্যেই ভাইরাল শব্দটি লুকিয়ে থাকে যে কোন ভিডিও যে কোন সময়ই ভাইরাল করানো সম্ভব কোটি জনতার কাছে পৌঁছানো সম্ভব ডলারের মাধ্যমে প্রমোট করে।

আব্দুল্লাহ জিয়া
সঞ্চালক
বিসিএস জয়ের গল্প

- হেড অফ নিউজ
- পদ্মা টিভি ২৪ লিমিটেড এবং
- প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বৈষম্য বিরোধী প্রেসক্লাব- এপিসি
- ০১৯১১ ৮৬০ ৮৪০ (হোয়াটসঅ্যাপ, সিগন্যাল ও টেলিগ্রাম)

https://www.facebook.com/pdtv24

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।সরকারি আমলাদের জীবনের গল্প বিসিএস জয়ের গল্প এবং রাজনীতিবিদদের উঠে আসার গল্প তৃণমূল ট...
20/06/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সরকারি আমলাদের জীবনের গল্প বিসিএস জয়ের গল্প এবং রাজনীতিবিদদের উঠে আসার গল্প তৃণমূল টকশো অনুষ্ঠানটি দেখতে

সাবস্ক্রাইব করে পদ্মাটিভি ২৪ এর সাথে থাকুন

আসসালামু আলাইকুম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রা.....

09/06/2025

অক্টোবর নভেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত- ইলিয়াস হোসাইন

NTV Pdtv24 । পদ্মাটিভি২৪

05/06/2025

মোহাম্মদ নজরুল ইসলাম । প্রধান নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা জেলা পরিষদ । ২৮ তম বিসিএস ক্যাডার ।
সঞ্চালক : আবদুল্লাহ জিয়া, হেড অব নিউজ, পদ্মাটিভি২৪ এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বৈষম্য বিরোধী প্রেসক্লাব-এপিসি

youtube লিংক: https://youtu.be/II9atWa0UTs?si=M8l5ltQ-KzKigmas

#বিসিএস

05/06/2025

সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু । উপসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।
সঞ্চালক : আবদুল্লাহ জিয়া, হেড অব নিউজ, পদ্মাটিভি২৪ এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বৈষম্য বিরোধী প্রেসক্লাব-এপিসি
#বিসিএস

05/06/2025

এড. ওয়াহিদুজ্জামান দিপু। সদস্য, কেন্দ্র নির্বাহী কমিটি বিএনপি

03/06/2025

জেলা পরিষদের মাস্টাররোল কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘবে সরকারের কাছে ভূতাপেক্ষ স্বীকৃতি চাইলেন মোহাম্মদ নজরুল ইসলাম। উপসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Pdtv24 । পদ্মাটিভি২৪ NTV

সফল ও শীর্ষ রাজনৈতিক নেতা হবার নিয়মাবলীরিপ্রেজেন্টেশন অফ পলিটিক্স দ্বারা একজন রাজনীতিবিদের যোগ্যতা অবস্থান ও সম্মান বিচ...
03/06/2025

সফল ও শীর্ষ রাজনৈতিক নেতা হবার নিয়মাবলী

রিপ্রেজেন্টেশন অফ পলিটিক্স দ্বারা একজন রাজনীতিবিদের যোগ্যতা অবস্থান ও সম্মান বিচার করা হয়।
রাজনীতিবিদকে চারটি গ্রাফে বিচার করা যেতে পারে..

প্রথমত: ফেস এন্ড নেম ভ্যালু অর্জনের প্রয়োজনে গণমাধ্যমের সাথে নিয়মিত যুক্ত থাকা মিডিয়া ব্যক্তিত্ব। প্রতিদিন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কথা বলার মন মানসিকতা যুক্ত নেতৃত্ব। ২৫ মার্কে বিচার্য।

দ্বিতীয়তঃ জ্ঞানগর্ভ আলোচনার যোগ্যতা, অসাধারণ বাগ্মিতা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ডিবেট করার যোগ্যতা। 25 মার্কে বিচার্য।

তৃতীয়ত : তৃণমূলের ও কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতিবিদ এর সাথে যোগাযোগ, লবিং এবং উচ্চ পর্যায়ের দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা বিভাগের সাথে সম্পর্ক। ২৫ মার্কে বিচার্য।
আন্তর্জাতিক ও দেশীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে সম্পর্ক একজন রাজনীতিবিদ কে বিজ্ঞ, অভিজ্ঞ দায়িত্বশীল এবং চ্যালেঞ্জ দেবার মত ক্ষমতাযুক্ত তৈরি করে।

চতুর্থত: সততা, ত্যাগ তিতিক্ষা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতা। ২৫ মার্কে বিচার্য।

উপরোক্ত বিষয়ের গুরুত্ব অনুধাবন করে চারটি ধারা থেকে একজন রাজনীতিবিদ নিজের বিচার নিজেই করতে পারেন যে তিনি ১০০ মার্কের মধ্যে কত মার্ক পাবার উপযুক্ত একজন রাজনীতিবিদ।

যিনি ৩৩ মার্ক পার করতে পারবেন না বলে মনে করছেন তিনি নেতা হতে পারেননি তিনি একজন কর্মী মাত্র।

পদ্মাটিভি২৪ গবেষণা করে দেখেছে যে, ১০০ জন রাজনীতিবিদদের মধ্যে প্রায় সবাই ত্যাগ তিতিক্ষা ছাড়া বাকিগ্রাফে একেবারেই দুর্বল।

আপনি প্রতিদিন যদি না খান সপ্তাহে একদিন খান বা 15 দিনে একবার খান বা মাসে এক দিন খান আপনার স্বাস্থ্যের অবস্থা কেমন হবে?

প্রতিদিন যদি দাঁত ব্রাশ না করেন সপ্তাহে একদিন দাঁত ব্রাশ করেন বা 15 দিনে একদিন দাঁত ব্রাশ করেন, আপনার মুখের পরিস্থিতি কেমন হবে?

প্রতিদিন নিম্নমানের কাজ টয়লেট না করে সপ্তাহে একদিন যদি টয়লেট করেন, পনেরো দিনে যদি টয়লেট করেন আপনার স্বাস্থ্যের অবস্থা কেমন হবে?

নিজের জীবন বাঁচাতে খাবার ঠিকমতো খাচ্ছেন, ঠিকমতো ঘুমাচ্ছেন, দাঁত ব্রাশ করছেন বাজে কাজ টয়লেটও করছেন কিন্তু রাজনৈতিক জীবন বাঁচানোর জন্য আপনি প্রতিদিনের জন্য কিছু কি করছেন? রাজনীতির কি জীবন নেই? রাজনীতির জন্য কি প্রতিদিন কিছু করার দরকার নেই?

প্রতিদিন গণমাধ্যমে কথা বলবেন না, ফেসবুকে পোস্ট বা বক্তব্য প্রদান করবেন না, নিজের বক্তব্য ও বাগ্নিতার চর্চা করবেন না আর বড় পদ প্রত্যাশা করবেন, ভোটে দাড়িয়ে বিজয় প্রত্যাশা করবেন।
বড় পদ ও ভোটে বিজয় কি এতই সহজ? এটাকি দিল্লিকা লাড্ডু?

শেখ মুজিবুর রহমান সাহেবের সাত ই মার্চের ভাষণ ছাড়া আওয়ামী লীগের আর কোন বড় সম্পদ আছে?

২৯ লক্ষ ফ্যান ফলোয়ারসের পেজ নিয়ে জুনায়েদ আহমেদ পলক কোথায় পৌঁছে গিয়েছিল একবার চিন্তা করবেন?

একজন নেতার একটা বক্তব্য তাকে এবং তার পরম্পরাকে হাজার বছর বাঁচিয়ে রাখে।

ফেইস ভ্যালু একজন রাজনীতিবিদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ বিষয় তা আওয়ামী লীগ ঢাকা ১৭ তে নির্বাচনের সময় হিরো আলম কে চ্যালেঞ্জ করতে যেয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে।

ফেসবুক কালো চেহারাকেউ আলোয় পরিণত করা যায়।

হিরো আলমকে কিন্তু এখন আর অত কালো লাগে না তাকে কিন্তু আর অত ঘৃণা তো করতে ইচ্ছে করে না।

আপনি একজন সফল পলিটিশিয়ান হতে চাইলে কিভাবে হতে পারবেন সে সম্পর্কিত নানাবিদ সহযোগিতা আমাদের হতে নিতে পারেন।

পদ্মাটিভি টুয়েন্টিফোর লিমিটেড প্রযোজিত তৃণমূল টকশো প্রোগ্রামটিতে অংশগ্রহণ করে আপনার রিপ্রেজেন্টেশন অফ পলিটিক্সে অনেক ধাপ উন্নীত করতে পারেন।

বর্তমানে প্রতিটি ভিডিওর মাঝে ভাইরাল শব্দটি লুকিয়ে থাকে। কেননা যে কোন সময় যে কোন মুহূর্তেই
ডলারের মাধ্যমে প্রমোট করে ভিডিও ভাইরাল করে কোটি জনতার কাছে পৌঁছানো সম্ভব।

- আব্দুল্লাহ জিয়া।
- হেড অফ নিউজ
- পদ্মা টিভি ২৪ লিমিটেড এবং
- প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বৈষম্য বিরোধী প্রেসক্লাব- এপিসি
- ০১৯১১ ৮৬০ ৮৪, ০১৬১১ ৮৬০ ৮৪০ (হোয়াটসঅ্যাপ, সিগন্যাল ও টেলিগ্রাম)

01/06/2025

এড খোরশেদ আলম। সহ আইন বিষয়ক সম্পাদাক, কেন্দ্রিয় বিএনপি।
সঞ্চালক : আবদুল্লাহ জিয়া, হেড অব নিউজ, পদ্মাটিভি২৪ এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বৈষম্য বিরোধী প্রেসক্লাব-এপিসি ।

31/05/2025

ড. মোহাম্মদ ইউনুস থ্রি জিরো ফর্মুলার জন্য দ্বিতীয়বার নোবেল পুরস্কারে ভূষিত হতে পারেন-ডা. নওমী ইমতিয়াজ

তৃণমুল টকশো : আলোচক ডা. নওমী ইমতিয়াজ। আমেরিকা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা
সঞ্চালক : আবদুল্লাহ জিয়া, হেড অব নিউজ, পদ্মাটিভি২৪ এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বৈষম্য বিরোধী প্রেসক্লাব-এপিসি ।

30/05/2025

সৈয়দ নজরুল ইসলাম । সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি ।
সঞ্চালক : আবদুল্লাহ জিয়া, হেড অব নিউজ, পদ্মাটিভি২৪ এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বৈষম্য বিরোধী প্রেসক্লাব-এপিসি ।
#বিএনপি #তারেকরহমান

29/05/2025

আমিনুল ইসলাম রতন । সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ আইনজীবী সমিতি ।
সঞ্চালক : আবদুল্লাহ জিয়া, হেড অব নিউজ, পদ্মাটিভি২৪ এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বৈষম্য বিরোধী প্রেসক্লাব-এপিসি
#বিএনপি #তারেকরহমান

Address

Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Pdtv24 News । পদ্মাটিভি২৪ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pdtv24 News । পদ্মাটিভি২৪ নিউজ:

Share