17/09/2025
সরকারি জমি জবর-দখলের পাঁয়তারা করছে জুম সোয়েটার্স এর মালিক মজিদ তালুকদার গং
_______
রাজধানীর গুরুত্বপূর্ণ জনপদ ডেমরা এলাকাকে শতভাগ মাদকমুক্ত করতে তরুন-যুবকদের খেলাধূলার প্রতি মনোনিবেশের বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় সচেতন বাসিন্দারা। এ কারণে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের জোর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসি। গত বছরের ৫ আগস্ট স্টেডিয়াম নির্মাণের লক্ষে ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের পাইটি এলাকা ঢাকা-সিলেট প্রধান সড়কের পাশে সরকারি জমি (সড়ক ও জনপদ) উদ্ধারে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেন। তবে ডেমরার সরকারি জমি জবর-দখলের পাঁয়তারা করছে জুম সোয়েটার্স এর মালিক মালিক মজিদ তালুকদার, জি এম মনিরুজ্জামান মনি, মাহফুজুর রহমান পিয়াল, আমিন খান ও তার তিন মেয়ে সোহানী তালুকদার, সামিয়া তালুকদার সোনিয়া তালুকদার গং।
জি এম মনিরুজ্জামান মনির বঙ্গবন্ধু ফাউন্ডেশন ডেমরা থানার আহ্বায়ক। বিগত সময়ে তিনি নানাভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং জুলাই পরবর্তীতে অদ্যবধি পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে পৃষ্টপোষকতা করে আসছেন বলে সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডেমরার পাইটি এলাকায় জুম গার্মেন্টস কর্তৃক দখলকৃত সরকারি সম্পত্তি উদ্ধার করে খেলার মাঠ নির্মানে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করারশর্তে জানান, ডেমরা থানার দেইল্ল্যা মৌজাস্থিত ১৪, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ নং দাগের কম/বৈশী ৩.৫৭ একর জমি/ভূমি ৪০/৭২-৭৩ নং, এল, এ. কেইসের মাধ্যমে সড়ক ও জনপদ কাঁচপুর ব্রীজের চালে মাটির জরাটের জন্য অধিগ্রহণ করে। এখানে বিশাল আকারের ১টি দীঘি বা পুকুর তৈরি হয়। সেই পুকুরে ৪০ বছর যাবৎ এলাকার মানুষ সাতার কাটত, গোসল করত, মাছ ধরত, নৌকা বাইচ দিত, অযু করত, সর্বোপরি মানুষের কল্যাণে এটি ছিল। কিন্তু সুঃখের বিষয় জুম সোয়েটারের মালিক সোনিয়া তালুকদার গং খাড়া দলিল, ভূয়া দলিলের মাধ্যমে পুকুরটি আত্মসাতের জন্য মাটি ভরাট করে। এরপরই এলাকার ছাত্র জনতা আন্দোলন ও মানববন্ধন করে প্রতিবাদ জানায়। তারা এও জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ৯২৯৮/১২ মামলা হয় যা ১৬/০৮/২০১৮ ইং তারিখে রায় হয়। রায়ে তাকে অবৈধ ঘোষণা করে এবং জমিতে প্রবেশে নিষেধ করে। কোনো অবস্থাতেই তাকে ভূমিটি অবমুক্ত করে দেওয়া হবে না এ মর্মে আদেশ প্রদান করেন। কোর্টের আদেশ অমান্য করে সাবেক স্বৈরাচার সরকারের লোকদের সহযোগিতায় বার বার দখল করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। বিগত ১/০৪/২০২৪ ইং তারিখে স্বৈরাচার সরকারের দোসরদের সহযোগিতায় অবৈধভাবে বাউন্ডারি ওয়াল করে, তখনও ছাত্র জনতা আন্দোলন ও মানববন্ধন করে ব্যর্থ হয়। স্বৈরাচার সরকার পতনের পর ৫ই আগষ্ট ২০২৪ ইং তারিখে উত্তেজিত ছাত্রজনতা ও এলাকাবাসী সেই বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দিয়ে পুনরায় তার কাছ হতে দখল মুক্ত করতে গিয়ে আসেন কিন্ত তাতেও দখল মুক্ত করতে পারে নাই। একইসঙ্গে জমিটি সোনিয়া তালুকদার গংদের হাত থেকে মুক্ত করে একটি মিনি স্টেডিয়াম ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
ডেমরা বাসী ও ডেমরার সকল স্কুল-কলেজের বাদা দিয়েও তাদের কে ফেরানো যাচ্ছে না। এলাকার সকল স্কুল কলেজের দাবী এখানে একটি খেলার মাঠ হোক। যে কোন সময় বড় ধরনের হাঙ্গামা সৃষ্টি হতে পারে।
বিস্তারিত থাকতে অনুসন্ধানী প্রতিবেদনে!!