Sailor NABIL

Sailor NABIL a sea addict

25/09/2025

মায়া তোমার প্রতি জন্মে না ,
মায়া তো জন্মে পদ্ম ফুলের প্রতি।
তুমি যে পদ্ম ফুল তাই তুমি বুঝেই নিয়েছো
আমি মায়াতে আসক্ত তোমার প্রতি।

24/09/2025

অসীম তরঙ্গে ভাসিতে, ভাসিতে, না পাইলাম আশ্রয়' না হইলো ম-রি বার ভাগ্য🥹😔

23/09/2025

রবি ঠাকুরের গান শুনছিলাম। হঠাৎ মনে হলো, রবিঠাকুর কেবল চলে যাওয়ার কথাই বলেন ;
রয়ে যাওয়ার গান গাইতে তিনি জানেন না।।

22/09/2025

আলো ঝলসানো আকাশচুম্বী দালানের ফাঁকে কিংবা মেট্রোরেলের শো...করে উৎপাদিত শব্দে আটকে থাকে নীরবতার অদৃশ্য চাদর!😕

21/09/2025

অতি চিন্তাশীল মন এবং সংবেদনশীল হৃদয়ের মানুষের জন্য জীবন সহজ নয়, পাখি হয়ে জন্ম নেওয়া ভালো ছিল।

20/09/2025

একা রেলপথে হাঁটতে হাঁটতে শিখেছি—
সব প্রাপ্তি নিয়তির নয়, কিছু শুধু পথের অতিথি।
পুরনো দরজার মতোই কিছু সম্পর্ক বন্ধ হয়ে যায় নিঃশব্দে,
যাদের পাইনি, তাদের ভুলে যাওয়াই হয়তো মুক্তির উপায়।
যাদের তোমরা পাওনি-
তাদের ভূলে যাওয়ার ক্ষমতা তোমাদের হোক।🤍

-সজু_আহমেদ✨

19/09/2025

আমার ভয় হয়, যখন তুমি বলো - তুমি আমাকে ভালোবাসো।

🎬 A.K.A

18/09/2025

"মানুষ বদলায় ঢেউয়ের মতো, কিন্তু শূন্যতাই থেকে যায় গভীর সমুদ্রের মতো।"😊💔

17/09/2025

হারিয়ে যাওয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখি আমাকে খোঁজার মতো কেউ নেই, মানুষ বিলীন হয়ে যায়, অথচ সবচেয়ে কাছে থাকা মানুষটাও টের পায় নাহ! 💔😅

16/09/2025

সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, অথচ আকাশে তার রঙের ছোঁয়া রেখে গেছে যেন এক জাদুকরী ক্যানভাস। গাঢ় কালো মেঘের আড়াল থেকে লাল, কমলা আর নীলের মিশেল যেন বলে দিচ্ছে— অন্ধকারের মাঝেও আলো খুঁজে পাওয়া যায়। নদীর জলে প্রতিফলিত সেই আকাশ আরও শান্ত, আরও গভীর, যেন সময় থমকে দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে। প্রকৃতির এই রঙিন সন্ধ্যা শুধু চোখে নয়, মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়

15/09/2025

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।
টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।

14/09/2025

ফুল হোক বা কাঁটা, জীবন হোক বা কাফন—সবই সুন্দর, যদি আসে তোমার থেকে। দেহ হয়তো মরে যায়, কিন্তু প্রেম চিরকাল অমর।🖤

🎬AKA - Afran Nisho & Vicky Zahed 💫

Address

Jatrabari

Telephone

+8801892083899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sailor NABIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sailor NABIL:

Share