Sailor NABIL

Sailor NABIL a sea addict

25/10/2025

রাতের গভীরে আমরা নিজের কাছেও অপরিচিত হয়ে যাই।

-দর্পণ

24/10/2025

"তোমরা নিজের মুখোমুখি হওয়ার। অবসর চাও না, তোমরা চাও নিরবচ্ছিন্ন ব্যস্ততা। কখনো কাজে, কখনো টিভিতে, কখনো আড্ডায়, কখনো ধর্মে বা গানে কোন না কোনভাবে তুমি নিজেকে ব্যস্ত রাখো। অথচ সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়ায় নিজেকে পাওয়ার একমাত্র পথ।"

—ওশো

23/10/2025

যে অন্যের সাথে ভালো কিন্তু আমার সাথে খারাপ সে খারাপ মানুষ। যে অন্যের সাথে খারাপ কিন্তু আমার সাথে ভালো সে ভালো মানুষ। কথা শেষ।
কথার অর্থ হচ্ছে কোন মানুষ কেমন এটা যাচাই করার জন্যে আমি অন্যের মতামত শুনিনা। অন্যের শোনা কথায় বিশ্বাস করে কারো প্রতি দৃষ্টিভঙ্গী বদলাইনা।

22/10/2025

অনন্তকাল পরে, নক্ষত্র পতনের রাতে, আর কোথাও দেখা হবার আগে, আমাদের শেষ কথা কী হতে পারে? আমরা কি কেউ কখনো কারো কাছে জানতে চাইব না?

21/10/2025

“আজ আমি যে অভাবের নৈঃশব্দ্য বয়ে চলেছি, কাল তার প্রতিধ্বনি তোমার প্রাঙ্গণেও বাজতে পারে; তখন ক্ষণস্থায়ী সম্পদের অচিন্ত্য যাত্রাকে তুমি কোন তত্ত্বে ব্যাখ্যা করবে?”

20/10/2025

নিজেকে সময় দাও, অন্যরা তোমার সময় নিয়ে তোমাকে নিঃস্ব করবে কিন্তু তোমার নিঃস্বতার জন্য কোনো দায় নেবে না!

-প্রবর রিপন

19/10/2025

একটি চমৎকার ব্যাপার জেনে রাখুন..!
আপনি যতক্ষণ নীরব, ততক্ষণ আপনি নিরাপদ।
যখনই কোন কথা বলবেন, তখন খুব সতর্ক হয়ে যাবেন।
কারণ, হয় কথা আপনার পক্ষে প্রমাণ, নতুবা বিপক্ষে।🌸

18/10/2025

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে নাহ তাকানো'ই শ্রেষ্ঠ প্রতিশোধ।😇

17/10/2025

সময় এগোয় নিজের নিয়মে।
কিন্তু আমরা কি এগোতে পারছি? নাকি একই জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু সময়কেই হারাতে দিচ্ছি?

অনেক সময় মনে হয়, চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে— আমি শুধু পিছিয়েই পড়ছি।
কিন্তু আসল সত্য হলো, পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া নয়।
এটা হতে পারে আত্মসমালোচনা করার সময়,
নিজেকে নতুন করে গড়ার সুযোগ,
বা আবার শুরু করার সাহস।

⏳ সময় থেমে থাকবে না।
তাই এখনই নিজেকে জাগাও।
আজকের ছোট্ট এক ধাপই তোমাকে কালকে অনেক দূরে নিয়ে যাবে।

#সময় #নিজেকে_গড়ো #ইতিবাচকতা

16/10/2025

আমি যেদিন থেকে বুঝলাম..
মানুষ মানুষকে প্রচন্ড নির্মমভাবে যন্ত্রনা দিয়ে
অপরাধবোধে ভোগে না, আমি মূলত সেদিন থেকে মানুষ ভয় পাই 🙂

সংগৃহীত

15/10/2025

"আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম।
যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম।
কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া গেল,
তাহার কিছুই সে জানিতে পারিলো না!

অবশেষে জেনেছি মানুষ একা । মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অজানা । অবশেষে মানুষ একা ।

📖শ্রীকান্ত
✒️শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

14/10/2025

“ভুলের ভয়েতে যারা স্বপ্নের হাট ভেংগে
ফিরে চলে যায়
তারা ভুল করে...”

Address

Jatrabari

Telephone

+8801892083899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sailor NABIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sailor NABIL:

Share