
29/06/2025
আমার কেউ নেই, কেউ ছিলো না, আামার জন্য কেউ থাকেনি
কেউ শোনেনি আমার বিষাদের গল্প কেউ বুঝেনি আমার নিরবতা।
এত এত মানুষের ভিড়েও কেউ হলো না আমার, কেউ শুনলো না
আমার বলতে চাওয়া কথার আর্তনাদ কিংবা আর্তচিৎকার।
আমি হচ্ছি আকাশের অনেক তাঁরার মাঝে খসে পড়া নক্ষত্র কিংবা অবেলায় ঝরে যাওয়া ঝরা পাতা। 🖤