জীবনটা স্বপ্নের মত। চোখের সামনে যত অস্থিরতা, অশান্তি, উদ্বিগ্নতায় আপনি ডুবে থাকতে বাধ্য হচ্ছেন, এগুলো সবই ক্ষণস্থায়ী। জীবনের কোনো দুঃখই যেমন দীর্ঘস্থায়ী নয়, আনন্দগুলোও তেমনি। চোখটা বন্ধ করে চিন্তা করে দেখুন, ১০-১৫-২০ বছরের পুরোনো সময়গুলোকে আপনার মনে হবে অল্প ক’দিন আগের মাত্র! এর মাঝে পৃথিবী খুবই বদলেছে, আপনার জীবনটাও। কিন্তু জীবনের অনুভূতিগূলো একই রকম আছে। সেই দুশ্চিন্তা, কষ্ট-বেদনা, হাহাকার, স্বপ
্ন। হয়ত বিষয়বস্তু বদলেছে, কিন্তু জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটুকুর মতই আপনার জীবন। রাব্বে কারিম বলেছেন, سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا কষ্টের পর সুখ তো অতি নিকটেই। আল্লাহ তা দান করবেন। [সূরা ত্বালাক-৭] রাব্বে কারিম অন্যত্র আরও বলেছেন, فَإِنَّ مَع الْعُصْرِ يُسْراً إِنَّ مَعَ الْعُصْرِ يُسْراً ‘নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে। অবশ্যই কষ্টের পরে স্বস্তি আছে।’ [সুরা আলামনাশরাহ- ৬] এই আয়াতটিকে অনুভব করুন- দয়াময় আল্লাহ কত দৃঢ়ভাবে গুরুত্বের সাথে একটিই কথা দুইবার বলেছেন! এর মাধ্যমে তিনি আপনাকে একটি চির সত্যের বার্তা দিয়েছেন – কষ্টের পরেই স্বস্তি আছে। তিনি আপনাকে আশান্বিত হতে বলেছেন। মেঘ তো চিরকাল আকাশকে আচ্ছন্ন করে রাখে না! তাই ভেঙ্গে পড়বেন না, খুব বেশি চিন্তায় হারিয়েও যাবেন না। জীবনটা আল্লাহর দেয়া একটা উপহার। বিশ্বাস করুন, আপনি যতই কষ্ট পেয়ে অস্থির হয়ে যান না কেন, আল্লাহ ঠিকই এই সময়ের শেষে একটা সুন্দর সমাধান রেখেছেন। আপনি যতদিনে সেই কষ্টটা সামলে উঠবেন, ততদিনে নতুন কিছু এসে হাজির হবে, হতেই হবে। এটাই দুনিয়া। জান্নাতে পা দেয়ার আগ পর্যন্ত এই উথাল-পাথাল কষ্টের মাঝে বেঁচে থাকাই জীবন। ছেড়ে দিন সব ধরণের আশা। আল্লাহ যা আপনাকে উপহার দিচ্ছেন প্রতিদিনের জীবনে, মেনে নিন। মেনে নিয়ে বর্তমানকে সাজিয়ে তোলার চেষ্টার মাঝেই রয়েছে জীবনে সুখী থাকার এক নির্যাস।