
19/05/2025
প্রত্যেক টা শখের একটা মেয়াদ থাকে,সময় থাকতে শখ পূরণ না হলে, সেই শখ পরে আর তেমন আনন্দ দেয় না। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এক সময়ের কাঙ্ক্ষিত জিনিস পায়ের কাছে পড়ে থাকলেও ফিরে তাকাতে ইচ্ছে হয় না। তাই সময় থাকতেই নিজের শখ পূরণ করুন যাতে একটা সময় গিয়ে মনে না হয় যে নিজের জন্য কিছুই করা হয়ে ওঠেনি জীবনে। আর সময় থাকতেই শখের জিনিস ঘরে নিয়ে আসুন হোক সেটা প্রিয় মানুষ,হোক সেটা জিনিসপত্র। শখ কোনো তুচ্ছতাচ্ছিল্য করার বিষয় না।😊😊