Principal Publishers Ltd.

Principal Publishers Ltd. মেধা ও মননের অপূর্ব সমন্বয় প্রিন্সিপাল পাবলিশার্স লিমিটেড
(1)

02/03/2025

رمضان مبارك ✨🌙

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (البقرة 183)

"হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোযা ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো।" (সূরা আল-বাকারা ১৮৩)

এই পবিত্র মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের অফুরন্ত সুযোগ। আসুন, তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি।

📢 রমাদান উপলক্ষে প্রিন্সিপাল পাবলিকেশন্স লিমিটেড-এর সকল বইয়ে ২৫% ছাড়! 📚




14/01/2025

**সাকরাইন উৎসব: রঙিন ঘুড়ির আড়ালে অন্ধকার দিক**

** #সাকরাইন** বা **পৌষ সংক্রান্তি**, যা পুরান ঢাকায় ঘুড়ি উৎসব নামে পরিচিত, একসময় শুধুই একটি ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানোর উৎসব ছিল। কিন্তু বর্তমান সময়ে এ উৎসবটি ঘিরে এক ভিন্ন রূপ দেখা যায়। ঘুড়ির রঙিন আকাশ, আতশবাজি, ফানুস, ডিজে পার্টি—সবকিছু মিলে এটি একটি বর্ণিল আয়োজন হলেও, এর অন্তর্নিহিত কিছু বিষয় আমাদের ভাবনায় ফেলতে বাধ্য করে।

**ইসলামের দৃষ্টিকোণ থেকে সাকরাইন**
সাকরাইনের উৎস মূলত **হিন্দু ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপটের** সঙ্গে জড়িত। পশ্চিম ভারতের গুজরাটে এটি সূর্য দেবতার উদ্দেশ্যে ঘুড়ি ওড়ানোর মাধ্যমে উদযাপন করা হয়। এটি মূলত সূর্যের কাছে প্রার্থনার প্রতীক। কিন্তু ইসলামে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে:
وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِينَ
> **"আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকা যাবে না, যে তোমার ভালো বা মন্দ করতে পারবে না।"** (সুরা ইউনুস: আয়াত ১০৬)

ঘুড়ি ওড়ানোর এই উৎসবের অন্তর্নিহিত অর্থ যদি সূর্যের কাছে প্রার্থনা হয়, তবে এটি সরাসরি **শিরক** বলে গণ্য।

**আধুনিক উৎসবের অন্ধকার দিক**
পুরান ঢাকার সাকরাইন এখন শুধুই একটি ঘুড়ি উৎসব নয়। দিন শেষে রাতের আকাশে আতশবাজি, ডিজে পার্টি, আর বেহায়াপনায় মেতে ওঠা যুবসমাজ আমাদের চিন্তায় ফেলে দেয়।

**ডিজে পার্টি ও নাচ-গান**
বিদেশি সংস্কৃতির এই অনুকরণ আমাদের ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। রাসুলুল্লাহ (সা.) বলেন:
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
> **"যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে।"** (আবু দাউদ: ৪০৩১)

**ফানুস ওড়ানো**
ফানুসের ইতিহাস খুঁজলে দেখা যায়, এটি মূলত **বৌদ্ধ ধর্মের প্রবারণা পূর্ণিমার অংশ**, যেখানে স্বর্গীয় চুলামনি জাদীর উদ্দেশ্যে ফানুস উড়িয়ে পূজা করা হয়। আমাদের জন্য এটি স্পষ্টতই বর্জনীয়।

**আমাদের করণীয়**
আধুনিক সময়ে এই উৎসবটি মিডিয়া ও মোবাইল অপারেটরদের প্রচারণায় একটি **সার্বজনীন উৎসবে** পরিণত হওয়ার পথে। কিন্তু মুসলিম হিসেবে আমাদের উচিত এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা, যা **শিরক**, **জাহেলিয়াত** বা ইসলামবিরোধী কার্যক্রমে জড়িত।

**আসল আনন্দ কোথায়?**
আনন্দ করুন, উৎসব পালন করুন, কিন্তু **নিজের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বজায় রেখে**। সাকরাইনের মতো উৎসবে জড়ানোর আগে একবার ভাবুন—এই আনন্দ কি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসবে, নাকি তাঁর অসন্তুষ্টি?

** **

📚 ছোটদের ইসলাম শিক্ষা – আপনার সন্তানের ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জনের প্রথম ধাপ।🔖 দ্বিতীয় সংস্করণ (এপ্রিল ২০১৯)রচনায়: ড....
23/10/2024

📚 ছোটদের ইসলাম শিক্ষা – আপনার সন্তানের ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জনের প্রথম ধাপ।

🔖 দ্বিতীয় সংস্করণ (এপ্রিল ২০১৯)
রচনায়: ড. মীর মনজুর মাহমুদ, মুহাম্মদ এনামুল করিম, এম. আফতাবুজ্জামান
মোট পৃষ্ঠা: ৮৪ (4 Color)

এই বইটি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযুক্ত, যেখানে সহজ ভাষায় ইসলামের আকিদা-বিশ্বাস, নবী-রাসূল, আসমানী কিতাব, হালাল-হারাম এবং শরী’আতের মৌলিক বিধানগুলো ব্যাখ্যা করা হয়েছে। সাথে রয়েছে মাসনুন দু‘আ ও নৈতিক শিক্ষার উপদেশ।

🔥 বিশেষ ছাড়: ২০% ছাড়ে মাত্র ১৬০ টাকায়!
🎯 অর্ডার করুন অনলাইনে, ঘরে বসেই সংগ্রহ করুন।
🌐 www.boibikri.com অথবা ফোন করুন 📞-01919-031917

✴️ সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পাঠানো হয়। এখনই অর্ডার করুন এবং আপনার সন্তানের ইসলামী শিক্ষার যাত্রা শুরু করুন!
#ইসলাম_শিক্ষা #শিশুদের_বই #ছাড় #ফ্রি_ডেলিভারি

আপনি কি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন? স্বল্প সময়ে সেরা প্রস্তুতির জন্য আমাদের নতুন গাইডলাইন আসছে খুব শিগ...
23/10/2024

আপনি কি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন? স্বল্প সময়ে সেরা প্রস্তুতির জন্য আমাদের নতুন গাইডলাইন আসছে খুব শিগগিরই! জানুন গুরুত্বপূর্ণ টিপস, সাজেশন এবং সাফল্যের কৌশল। বইয়ের কভার ডিজাইন নিয়ে আপনার মূল্যবান মতামত দিন এবং আমাদের সাথে থাকুন। শেয়ার করুন, লাইক দিন এবং মন্তব্য করুন, যাতে আরো অনেকের কাছে এটি পৌঁছে। ফি আমানিল্লাহ।

#পুলিশ_কনস্টেবল #প্রস্তুতি_গাইড #নিয়োগ_পরীক্ষা #সাফল্যের_পথ"

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমপবিত্র ঈদ-উল- আযহা- ২০২৪এ সকল কে জানাই ঈদ মোবারাক।আশা করি, আগামীর পথ চলায় আমাদের সাথে...
16/06/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
পবিত্র ঈদ-উল- আযহা- ২০২৪এ সকল কে জানাই ঈদ মোবারাক।
আশা করি, আগামীর পথ চলায় আমাদের সাথেই থাকবেন
#ঈদ োবারাক

মানব সভ্যতা সৃষ্টির পর থেকে মাতৃভাষার দাবি রক্ষার জন্য বাঙালি জাতি যে সংগ্রাম করেছে তা বিশ্ব ইতিহাসে খুবই দুর্লভ। প্রাণে...
21/02/2024

মানব সভ্যতা সৃষ্টির পর থেকে মাতৃভাষার দাবি রক্ষার জন্য বাঙালি জাতি যে সংগ্রাম করেছে তা বিশ্ব ইতিহাসে খুবই দুর্লভ। প্রাণের বিনিময়ে আমরা যে আজ বাংলা ভাষায় কথা বলি, তার মর্যাদা সুউচ্চ। আজকের এই ২১শে ফেব্রুয়ারি "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" বাংলা ভাষাকে শ্রদ্ধা করার অনুভূতি জাগরণের একটি স্মারক দিবস।

মাতৃভাষা বাংলা দিবস উপলক্ষে সকলের প্রতি Principal Publishers Ltd. এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ❤️💚

"নতুন বছরের আগমনে আল্লাহর অসীম রহমত আর অনুগ্রহ আমাদের জীবনে উজ্জ্বল আলো প্রদান করুক। Principal Publishers Ltd. শুভেচ্ছা ...
31/12/2023

"নতুন বছরের আগমনে আল্লাহর অসীম রহমত আর অনুগ্রহ আমাদের জীবনে উজ্জ্বল আলো প্রদান করুক।
Principal Publishers Ltd. শুভেচ্ছা জানায় যেন 2024 বছরটির শুরুটা সমৃদ্ধি এবং ভাবুকতা উন্নয়নে পরিপূর্ণ হোক।"

৫:৫৭ ভূমিকম্প হয়েছে ঢাকায়। উৎস ঢাকা হতে ১৬ কিমি দূরে। মাত্রা ৪.৯।লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম।
05/05/2023

৫:৫৭ ভূমিকম্প হয়েছে ঢাকায়। উৎস ঢাকা হতে ১৬ কিমি দূরে। মাত্রা ৪.৯।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম।

শা’বান মাসের শেষের দিকে শয়তান যে বীজ রোপণ করে তা থেকে সাবধান থাকুন যাতে আপনার রমজান শুরু হওয়ার আগেই নষ্ট না হয়ে যায়।...
18/03/2023

শা’বান মাসের শেষের দিকে শয়তান যে বীজ রোপণ করে তা থেকে সাবধান থাকুন যাতে আপনার রমজান শুরু হওয়ার আগেই নষ্ট না হয়ে যায়। সবকিছুর জন্যই প্রস্তুতি নিতে হয়। রোযার মাস আসছে, আসুন আমরা প্রস্তুতি নেয়া শুরু করি।
আমাদের প্রস্তুতি এমন হতে পারে ইনশাআল্লাহ:
১। ৫ ওয়াক্ত সালাত আদায় করা, জাম'আতের সাথে আদায় করতে না পারলেও সালাত যেনো ছুটে না যায়। সালাত বিহীন কোনো দিন যেনো আল্লাহ আমাদের জীবনে না দেন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে সালাতের হিসাব নেওয়া হবে। সালাত যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে ও মুক্তি পাবে। সালাত যথাযথ আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে। (ইবনু মাজাহ:১৪২৫)
২। শা’বান মাসে সিয়াম পালন করে নিজেকে প্রস্তুত রাখা। রাসূল ﷺ বলেছেন, যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন মাত্র সিয়াম রাখবে সেই বান্দাকে আল্লাহ ঐ সিয়ামের বিনিময়ে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন। (হাদীস সম্ভার:১০৩৭)
৩। কুরআন তিলাওয়াত করার চেষ্টা করা; এখন থেকে যদি ১পৃষ্ঠাও পড়ার অভ্যাস করা যায় তাহলে রমাদ্বানে সম্পুর্ণ খতম দেয়া যাবে ইনশাআল্লাহ। একজন মুসলিম এর জন্য নিয়মিত কুরআন তিলাওয়াত করা অত্যন্ত জরুরী।
রাসূলে কারীম ﷺ বলেছেন, তোমরা কুরআনের প্রতি অনুসন্ধানী হও, কুরআন মুখস্থের প্রতি যত্মবান হও, আর সদা-সর্বদা তিলাওয়াতে অভ্যস্ত হও এবং কুরআন পাঠ-পঠন অব্যাহত রাখ, যাতে তা ভুলে না যাও। (মিশকাত:২১৮৭)
৪। অতীতের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হওয়া, পুনরায় উক্ত গুনাহগুলো না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, আল্লাহ তা'য়ালার কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর দেয়া হুকুম আহকাম মেনে চলা।
৫। যিকর করার চেষ্টা করা। বিভিন্ন তাসবীহ আছে সেগুলো পড়া।
আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবাহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ্ - এসকল তাসবীহ পড়া উত্তম।
৬। নফল ইবাদাতে মনযোগী হওয়া। ২/৪ রাক'আত নফল সালাত আদায় করার অভ্যাস করা। তাহাজ্জুদের সর্বোচ্চ চেষ্টা করা।
৭। দান খয়রাত করার নিয়ত রাখা, চেষ্টা করা।
৮। নিজের খারাপ দিকগুলোর দিকে খেয়াল করা, পরিত্যাগ করার সর্বাত্মক চেষ্টা করা।
৯। সত্য কথা বলা, সুন্দর আচরণ করার অভ্যাস গড়ে তোলা।
১০। সর্বদা আল্লাহর কাছে দুয়া করা। আমল অল্প হোক, ভুল হোক, তবুও আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে।
মহান আল্লাহ আমাদের তাওফিক দিন, আমাদের সরল পথে অটল রাখুন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।

প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড - সম্পূর্ণ বিনামূল্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৪/০৩👉 প্...
28/02/2023

প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড - সম্পূর্ণ বিনামূল্য
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৪/০৩
👉 প্রতিষ্ঠানঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
👉 পদের নামঃ সহকারী শিক্ষক
👉 বিভাগঃ রংপুর, বরিশাল ও সিলেট
👉 আবেদন ফীঃ ২২০/- টাকা
👉 আবেদন শুরুঃ ১০ মার্চ ২০২৩
👉 আবেদনের লিংকঃ https://dpe.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ২৪ মার্চ ২০২৩।
উক্ত আবেদন করতে যেই এ্যাপটি আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে :
👉 প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড
এ্যাপটি প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে ক্লিক করুন: https://play.google.com/store/apps/details?id=com.principalpublications.primaryguide এই লিংকে।
বিস্তারিত দেখুন কমেন্ট বক্সে 👉

দারাজে চলছে প্রিন্সিপাল পাবলিশার্স লিমিটেডে ক্যাম্পেইন উইক। প্রিন্সিপাল পাবলিশার্স লিমিটেড এর সমস্ত বইয়ে দারাজ থেকে অর্ড...
20/02/2023

দারাজে চলছে প্রিন্সিপাল পাবলিশার্স লিমিটেডে ক্যাম্পেইন উইক। প্রিন্সিপাল পাবলিশার্স লিমিটেড এর সমস্ত বইয়ে দারাজ থেকে অর্ডার করলেই পাবেন ফ্রি ডেলিভারি। তাই আপনার পছন্দের বইটি সংগ্রহ করে নিন দারাজ থেকে কোনো ডেলিভারি মূল্য ছাড়াই। অফারটির সাথে যুক্ত থাকতে এই লিংকটি ভিজিট করুন: http://bit.ly/3YPqZk3 অথবা এ্যাডে থাকা QR Code টি স্ক্যান করুন।

14/02/2023

Address

Jatrabari
1204

Alerts

Be the first to know and let us send you an email when Principal Publishers Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Principal Publishers Ltd.:

Share

Category