Freelancer Emon

Freelancer Emon I Am professional Degital Marketer and freelancer Works in fiverr

30/11/2023

জীবনে পরাজয় এবং ব্যর্থতা বলতে কিছুই নেই 🥺
প্রতিটা বাঁধা এবং প্রতিটা ব্যর্থতা তোমার জীবনে এক একটা বড় শিক্ষা

যখনই দেখবা তোমার কাছের মানুষ লোকজন তোমায় নিয়ে সমালোচনা করতেছে তখন তুমি বুঝে নিবা তুমি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ
কারো কথায় কান না দিয়ে তোমার নির্দিষ্ট গন্তব্যে তুমি ছুটতে থাকো একদিন সফলতা আসবেই ইনশাল্লাহ

আপনি পারবেন এবং আপনাকে দিয়ে হবে – এটা বিশ্বাস করতে হবে!  আমরা বেশীর ভাগ ক্ষেত্রেই যে কোন বিষয় শুরু করার আগে- আমিতো এটা প...
26/11/2023

আপনি পারবেন এবং আপনাকে দিয়ে হবে – এটা বিশ্বাস করতে হবে!

আমরা বেশীর ভাগ ক্ষেত্রেই যে কোন বিষয় শুরু করার আগে
- আমিতো এটা পারবো না
- আমি তো কখনো করিনি
- আমাকে দিয়ে বোধয় হবে না… ইত্যাদি ভেবে ফেলি।
এটা ভুল!

বরং যেটা করতে হবে - আপনি ঐ কাজটা করার জন্য কি কি জানতে হবে, শিখতে হবে ও করতে হবে তার একটা তালিকা তৈরি করে শুরু করে দিতে হবে। লেগে থাকতে পারলে এক সময় দেখবেন ঠিকই আপনি ঐ কাজটা বা ঐ উদ্যোগটা করে ফেলতে পেরেছেন।

অন্যরা পারলে আপনি কেন পারবেন না। তবে ঐ কাজ করার ইচ্ছে তৈরি করতে হবে আপনার এবং নিজেকে বলতে হবে – “আমি পারবো”।

ডিজিটাল মার্কেটিং কি এবং এটির প্রয়োজনীয়তাই বা কি? এই প্রশ্নটি এখন সবার। উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই...
20/11/2023

ডিজিটাল মার্কেটিং কি এবং এটির প্রয়োজনীয়তাই বা কি?

এই প্রশ্নটি এখন সবার। উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়। বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। এখন ঘরে বসে অনলাইনে কেনা কাটা থেকে শুরু করে, অনলাইনে ইনকাম করা সবটাই এই ডিজিটাল মার্কেটিং এর ওপর নির্ভর করে।

Emon

20/11/2023

এক্সপার্ট = কম সময়ে সবচেয়ে ভালো ভাবে কাজ সম্পন্ন করা 🍀

কাজ শিখা বড় কথা নয়! আসল বিষয় হলো আপনি যা শিখতেছেন, ঐ বিষয়ে আপনি এক্সপার্ট হচ্ছেন কি না!

এখন কথা হলো এক্সপার্ট হবো কি ভাবে?
👉কেউ কাউকে এক্সপার্ট বানাতে পারে না, এক্সপার্ট হবেন আপনি নিজে নিজে অনুশীলন করার মাধ্যমে। ঘন্টার পরে ঘন্টা ইউটিউবে পড়ে থাকতে হবে, নিয়মিত টপিক রিলেটেড blog পড়তে হবে। যেতোটুকু শিখবেন তা কাজে লাগাতে হবে, কাজ করতে করতে একদিন এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ 🖤

সবচেয়ে বড় কথা👉 খুদা থাকতে হবে 😉যখন আর কোনো রাস্তা খোলা থাকবে না, তখন এমনেই কস্ট করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন।

20/11/2023

~ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো।
হতাশা আর ব্যর্থতা হলো:-
সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি। 🥀

16/11/2023

চেষ্টা ছাড়া সফলতা অসম্ভব!...

16/11/2023

Welcome To My Page Freelancer Emon

Address

Dhaka
Jatrabari

Telephone

+8801994732506

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Emon:

Share