Arshi zaya vlog

Arshi zaya vlog আসসালামু আলাইকুম 🌸
আমার ব্লগ পেইজ আপনাকে স্বাগতম 🌸
Daily post time⏰
সকাল:৪:০০,সকাল:১০:০০
দুপুর :২:০০
বিকাল:৫:০০,সন্ধ্যা :৬:০০
রাত:৮:০০,রাত:১০:০০🍂
(21)

কিহ্ সুন্দর 🥹
04/08/2025

কিহ্ সুন্দর 🥹

30/07/2025
হবে নাকি এক কাপ চা☕☕
28/07/2025

হবে নাকি এক কাপ চা☕☕

তোমাগো আরশি আফা🤣
27/07/2025

তোমাগো আরশি আফা🤣

বারোমাসি আম🥭
27/07/2025

বারোমাসি আম🥭

আলহামদুলিল্লাহ ❤️
26/07/2025

আলহামদুলিল্লাহ ❤️

কে কে বলতে পারবা এটা কি গাছ?????
25/07/2025

কে কে বলতে পারবা এটা কি গাছ?????

–মেয়েদের কে বুঝতে হলেপ্রথমে তার রা'গ বুঝতে হবে,রা'গের মাথায় বলা কথাগুলো অন্তরে নেওয়া যাবে না,মেয়েরা তার প্রিয় মানুষ...
24/07/2025

–মেয়েদের কে বুঝতে হলে
প্রথমে তার রা'গ বুঝতে হবে,
রা'গের মাথায় বলা কথাগুলো অন্তরে নেওয়া যাবে না,
মেয়েরা তার প্রিয় মানুষের প্রতি একটু বেশি Jealous মানিয়ে নিতে হবে,
রা'গী মেয়েদের ভালোবাসা কখনো মি'থ্যে হয় না প্রিয়..!! 😊❤

এটা হল ষাট গম্বু মসজিদ।
24/07/2025

এটা হল ষাট গম্বু মসজিদ।

রং চা নাকি দুধ চা??
23/07/2025

রং চা নাকি দুধ চা??

নিচের স্ক্রিনশটের কোনটা কি কাজ নিচে তুলে দেওয়া হলো 👇চাইলে তোমরা দেখে নিতে পারো।তুমি যে স্ক্রিনশটটা পাঠিয়েছো সেটা Facebo...
23/07/2025

নিচের স্ক্রিনশটের কোনটা কি কাজ নিচে তুলে দেওয়া হলো 👇
চাইলে তোমরা দেখে নিতে পারো।
তুমি যে স্ক্রিনশটটা পাঠিয়েছো সেটা page Settings-এর। নিচে প্রতিটা অপশনের কাজ সহজভাবে বাংলা ভাষায় ব্যাখ্যা করছি:

🔧 Edit
→ তোমার পেজের নাম, ক্যাটাগরি, বিবরণ (about), প্রোফাইল ও কভার ফটো ইত্যাদি পরিবর্তন করতে পারবে।

---

🛡️ Page Status

→ তোমার পেজ সক্রিয় (Active) নাকি অক্ষম (Disabled) সেটা দেখাবে। কখনও কখনও পেজে কোনো সমস্যা থাকলে এখান থেকে সেটি জানা যায়।

---

🅰️ Add Action Button

→ "Call Now", "Send Message", "Shop Now" এর মতো একটি বোতাম পেজে যোগ করতে পারো, যাতে ভিজিটররা সহজে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে।

---

✅ Verify your Page

→ এখানে ক্লিক করে তুমি চাইলে তোমার পেজ ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারো (যেমন: ব্লু ব্যাজ)। এর জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়।

---

🗃️ Archive

→ পুরানো পোস্টগুলো বা তথ্য সংরক্ষিত (archive) করে রাখতে পারো। এগুলো পেজে প্রকাশিত থাকবে না, কিন্তু তোমার কাছে থাকবে।

---

👁️ View As

→ অন্যরা তোমার পেজটি কেমন দেখছে সেটা দেখতে পারবে। মানে: ভিজিটরের দৃষ্টিতে পেজটা কেমন দেখায় সেটা বোঝার উপায়।

---

📋 Activity log

→ পেজে কে কী করেছে (যেমন পোস্ট, কমেন্ট, আপডেট), সেই সব কার্যকলাপের লিস্ট দেখা যাবে এখানে।

---

🏷️ Review posts and tags

→ অন্যরা যদি তোমার পেজে ট্যাগ করে বা পোস্ট করে, সেইসব পোস্ট তুমি আগে রিভিউ করে অনুমোদন দিতে পারো কিনা সেটার কন্ট্রোল এখানে থাকে।

---

🔒 Privacy Center

→ তোমার পেজ বা প্রোফাইলের গোপনীয়তা সেটিংস (যেমন কে কী দেখতে পারবে, কে ট্যাগ করতে পারবে) এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারো।

---

🔍 Search

→ পে'জের মধ্যে কিছু খুঁজতে হলে এখান থেকে সার্চ করতে পারো।

---

📤 Share profile

→ পেজের লিং'ক বা প্রোফাইল অন্যদের সাথে শে'য়ার করার অপশন।

---

🧑‍🤝‍🧑 Invite people to connect

→ তোমার বন্ধু বা অন্যদের তোমার পেজের সাথে কানেক্ট হতে ইনভাইট করতে পারো, অর্থাৎ ফলো করতে বলার ব্যবস্থা।

---

💎 Fan engagement

→ ভক্তদের (followers) সাথে কীভাবে বেশি ভালোভাবে যোগাযোগ বা সংযোগ করা যায়, সেই বিষয়ক টুলস বা ফিচার এখানে পাওয়া যাবে।

মনুরা তোমাদের কফি কার কার পচ্ছন্দ🫵
23/07/2025

মনুরা তোমাদের কফি কার কার পচ্ছন্দ🫵

Address

Dhaka Jatrabari, Rayerbag
Jatrabari
1232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arshi zaya vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share