23/07/2025
নিচের স্ক্রিনশটের কোনটা কি কাজ নিচে তুলে দেওয়া হলো 👇
চাইলে তোমরা দেখে নিতে পারো।
তুমি যে স্ক্রিনশটটা পাঠিয়েছো সেটা page Settings-এর। নিচে প্রতিটা অপশনের কাজ সহজভাবে বাংলা ভাষায় ব্যাখ্যা করছি:
🔧 Edit
→ তোমার পেজের নাম, ক্যাটাগরি, বিবরণ (about), প্রোফাইল ও কভার ফটো ইত্যাদি পরিবর্তন করতে পারবে।
---
🛡️ Page Status
→ তোমার পেজ সক্রিয় (Active) নাকি অক্ষম (Disabled) সেটা দেখাবে। কখনও কখনও পেজে কোনো সমস্যা থাকলে এখান থেকে সেটি জানা যায়।
---
🅰️ Add Action Button
→ "Call Now", "Send Message", "Shop Now" এর মতো একটি বোতাম পেজে যোগ করতে পারো, যাতে ভিজিটররা সহজে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে।
---
✅ Verify your Page
→ এখানে ক্লিক করে তুমি চাইলে তোমার পেজ ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারো (যেমন: ব্লু ব্যাজ)। এর জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়।
---
🗃️ Archive
→ পুরানো পোস্টগুলো বা তথ্য সংরক্ষিত (archive) করে রাখতে পারো। এগুলো পেজে প্রকাশিত থাকবে না, কিন্তু তোমার কাছে থাকবে।
---
👁️ View As
→ অন্যরা তোমার পেজটি কেমন দেখছে সেটা দেখতে পারবে। মানে: ভিজিটরের দৃষ্টিতে পেজটা কেমন দেখায় সেটা বোঝার উপায়।
---
📋 Activity log
→ পেজে কে কী করেছে (যেমন পোস্ট, কমেন্ট, আপডেট), সেই সব কার্যকলাপের লিস্ট দেখা যাবে এখানে।
---
🏷️ Review posts and tags
→ অন্যরা যদি তোমার পেজে ট্যাগ করে বা পোস্ট করে, সেইসব পোস্ট তুমি আগে রিভিউ করে অনুমোদন দিতে পারো কিনা সেটার কন্ট্রোল এখানে থাকে।
---
🔒 Privacy Center
→ তোমার পেজ বা প্রোফাইলের গোপনীয়তা সেটিংস (যেমন কে কী দেখতে পারবে, কে ট্যাগ করতে পারবে) এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারো।
---
🔍 Search
→ পে'জের মধ্যে কিছু খুঁজতে হলে এখান থেকে সার্চ করতে পারো।
---
📤 Share profile
→ পেজের লিং'ক বা প্রোফাইল অন্যদের সাথে শে'য়ার করার অপশন।
---
🧑🤝🧑 Invite people to connect
→ তোমার বন্ধু বা অন্যদের তোমার পেজের সাথে কানেক্ট হতে ইনভাইট করতে পারো, অর্থাৎ ফলো করতে বলার ব্যবস্থা।
---
💎 Fan engagement
→ ভক্তদের (followers) সাথে কীভাবে বেশি ভালোভাবে যোগাযোগ বা সংযোগ করা যায়, সেই বিষয়ক টুলস বা ফিচার এখানে পাওয়া যাবে।