Mahbub Al Bari

Mahbub Al Bari Mahbub Al Bari is a Singer,Member Of Bangladeshi Popular Islamic Band Kalarab

মাওঃ মাহবুব আল বারী
জন্ম কুমিল্লা জেলার,দেবিদ্বার থানার, ইক্বরা নগরী গ্রামে। সুস্থ সংস্কৃতির শিক্ষা পারিবারিকভাবে পেয়েই বেড়ে উঠেছেন। মাহবুব আল বারী মরহুম নিজাম উদ্দিন সাহেবের ৬ ছেলের মধ্যে ৫ম ছেলে।

তাকমীল ফীল হাদীস সমাপন করেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম মিরপুর-১থেকে, এবং প্রার্থমিক শিক্ষা অর্জন করেন ঐতিহ্যবাহী রামপুর ইসলামিয়া কাসেমুল উলুম মাদরাসা থেকে।

শিল্পী মাহবুব আল বারী শৈশব থ

েকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে নাশীদ গেয়ে মুগ্ধ কর‍ত দর্শক শ্রোতাদের। বিভিন্ন ইসলামি অনুষ্ঠানের মঞ্চে ইসলামি সংগীত গাইতেন।

সংগীত জগতের হাতেখড়ি নিজ এলাকার বড় ভাই মাওলানা ক্বারী রফিকুল্লাহ সাদী আল আজহারীর মাধ্যমে হলেও পরবর্তীতে মাহবুব আল বারীর প্রতিভার বিকাশ ঘটে কলরব প্রধান হাঃ মাওলানা আবু সুফিয়ান সাহেবের হাত ধরেই কলরবে এসে। ২০০৯সালে দামামা শিল্পী গোষ্টি থেকে "বিজয় ধ্বনী" এলবাম দিয়ে দিয়ে সংগীত অঙ্গনে পথচলা শুরু করেন।

বর্তমানে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান তালিমুল আখিরাহ ঢাকা মাদ্রাসায় শিক্ষকতা করছেন দক্ষতার সঙ্গে। এবং আইনুদ্দীন আল আজাদ রহ. এর প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিশু বিভাগের দায়িত্ব পালন করছেন।

কলরবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত তাঁর নিজের গাওয়া ও সম্মেলিতভাবে গাওয়া সংগীতগুলো হলো।

১. বটবৃক্ষ বাবা
২.নাজরানা
৩. একটু ছায়া দিও
৪. লাব্বাঈক
৫. বাংলার কথা
৬.তুমি পারবে
৭.নবী মুহাম্মদ (সাঃ)
৮.খুশীর ঈদ
৯.তীর হারা
১০. ধর্ষণ
১১. আগুন
১২. সন্দীপ
১৩. সুবহানাল্লাহ
১৪. আল্লাহুম্মা
১৫. হাতপাখা জিন্দাবাদ
১৬. শাদী মোবারাক
১৭. কুরবানী ত্যাগের মহিমা
১৮.মুক্তির দাবী
১৯. স্বাধীনতার গজল
২৯. লাব্বাঈক-২
২২.ভানবাসি
২৩.ইয়া রব
২৪.পাক জমিন
২৫.জেগে উঠো সহ অন্যান্য

মাহবুব আল বারী বর্তমান সময়ের একজন জনপ্রিয় সংগীত শিল্পী । তাঁর স্টেইজ পারফর্ম দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে।
আল্লাহ সুবহানাহু তাআ'লা সুস্থ- সংস্কৃতি বিকাশে
এই গুণী শিল্পীর দীর্ঘ নেক হায়াতে তাইয়্যেবাহ দান করুন, আমীন।

আলহামদুলিল্লাহ! 🎉💙 ১০০K ফলোয়ার্স পূর্ণ! 💙আপনাদের দোয়া ও ভালোবাসার জন্যই আজকের এই সাফল্য। 🙌
12/09/2025

আলহামদুলিল্লাহ! 🎉
💙 ১০০K ফলোয়ার্স পূর্ণ! 💙
আপনাদের দোয়া ও ভালোবাসার জন্যই আজকের এই সাফল্য। 🙌





মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার পেয়ে বাচ্চারা ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত।
11/09/2025

মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার পেয়ে বাচ্চারা ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত।

অভিনন্দন!ভিপি সাদিক কায়েম ভাই
10/09/2025

অভিনন্দন!
ভিপি সাদিক কায়েম ভাই

10/09/2025

ডাকসু নির্বাচনে পরাজয়ের পর বিএনপি কারচুপির অজুহাত দাঁড় করাচ্ছে। অথচ প্রকৃত কারণ হলো—দলের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বার্থবাদী নেতা আর উশৃঙ্খল কর্মীদের ভয়ঙ্কর কর্মকাণ্ড। এরা নিজেদের লোভ আর ক্ষমতার খেয়ালে দলের ভাবমূর্তি ধ্বংস করছে। যদি এই দলবিক্রেতা, সুযোগসন্ধানী ও দালাল চরিত্রের লোকদের দ্রুত দমন করা না যায়, তবে বিএনপি আরও ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে।

শুভ সকাল কেমন আছেন
09/09/2025

শুভ সকাল
কেমন আছেন





The beauty of Total Lunar eclipse tonight." (Bloodmoon)
07/09/2025

The beauty of Total Lunar eclipse tonight." (Bloodmoon)

আজ (রবিবার, ৭ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে খালি চোখে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। সময়সূচি (ঢাকা সময় অনুযায়ী):🕘 রাত ৯:২৮ – গ...
07/09/2025

আজ (রবিবার, ৭ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে খালি চোখে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। সময়সূচি (ঢাকা সময় অনুযায়ী):

🕘 রাত ৯:২৮ – গ্রহণের শুরু (পেনুমব্রাল ফেজ)
🕙 রাত ১০:২৭ – আংশিক গ্রহণ শুরু
🕦 রাত ১১:৩০ – পূর্ণ গ্রহণ শুরু
🕛 রাত ১২:১১ – সর্বোচ্চ গ্রহণ
🕧 রাত ১২:৫২ – পূর্ণ গ্রহণ শেষ
🕐 রাত ১:৫৬ – আংশিক গ্রহণ শেষ
🌅 ভোর ২:৫৫ – গ্রহণের সমাপ্তি

এসময় চাঁদ রক্তিম আভা ধারণ করবে, যা পৃথিবীজুড়ে “Blood Moon” নামে পরিচিত।

ইয়া হাবিবি❤️
06/09/2025

ইয়া হাবিবি❤️




আল-হামদুলিল্লাহ,🥰বাংলাদেশের পক্ষ থেকে পাহাড়ি মো'ল্লাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী।
05/09/2025

আল-হামদুলিল্লাহ,🥰
বাংলাদেশের পক্ষ থেকে পাহাড়ি মো'ল্লাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী।

04/09/2025

আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি—সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের দাবি উপেক্ষা করে বরং সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলাম শিক্ষায় বিশেষায়িত শিক্ষক না থাকা দুঃখজনক, অথচ সংগীতকে প্রাধান্য দেওয়া জনআকাঙ্ক্ষার স্পষ্ট অবমাননা। আমরা আমাদের সন্তানের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই এবং এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।

04/09/2025

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করুন। এদেশে গান শেখার জন্য বাচ্চাদের স্কুলে দেয়া হয়না। জনগণ এই তামাশাকে প্রত্যাখ্যান করে।

আসসালামু আলাইকুম 🌸শুভ সকাল ☀️আপনার প্রতিটি দিন শুরু হোক ভালো কাজের মাধ্যমে, আর শেষ হোক সুখের দোয়ায়। 🤲
04/09/2025

আসসালামু আলাইকুম 🌸
শুভ সকাল ☀️
আপনার প্রতিটি দিন শুরু হোক ভালো কাজের মাধ্যমে, আর শেষ হোক সুখের দোয়ায়। 🤲




Address

Wari

Telephone

+8801949509525

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub Al Bari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahbub Al Bari:

Share

Category