Fatema's Vlog

Fatema's Vlog "আল্লাহর রাহাত ও রহমত সর্বত্র ছড়িয়ে পড়ুক, আমিন।"
(15)

Good morning everyone 🌞
16/07/2025

Good morning everyone 🌞

বৃষ্টির রিমঝিম শব্দে, টিনের চালে আনন্দের ঢেউ।বৃষ্টির ফোঁটা যখন টিনের চালে পড়ে, মনটা শান্ত হয়ে যায়।বৃষ্টির শব্দে ঘুম ভেঙে...
15/07/2025

বৃষ্টির রিমঝিম শব্দে, টিনের চালে আনন্দের ঢেউ।বৃষ্টির ফোঁটা যখন টিনের চালে পড়ে, মনটা শান্ত হয়ে যায়।বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যাওয়া, আর বারান্দায় বসে সেই সুর উপভোগ করা।বৃষ্টির দিনে টিনের চালে গান আর কফি, এর চেয়ে শান্তির আর কী হতে পারে।বৃষ্টির শব্দে প্রকৃতির গান, মন ভরে যায় ভালোবাসায়।বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এক একটি সুর, যা টিনের চালে আছড়ে পড়ে।বৃষ্টির দিনে টিনের চালে সুরের খেলা, মন চায় হারিয়ে যেতে।

চাঁদ প্রকৃতির এক অপার বিস্ময়। হাজার বছর ধরে কবি, সাহিত্যিক ও প্রেমিকদের অনুপ্রেরণা হয়ে আছে চাঁদের সৌন্দর্য। আজকের এই আ...
14/07/2025

চাঁদ প্রকৃতির এক অপার বিস্ময়। হাজার বছর ধরে কবি, সাহিত্যিক ও প্রেমিকদের অনুপ্রেরণা হয়ে আছে চাঁদের সৌন্দর্য। আজকের এই আর্টিকেলে আমরা চাঁদ নিয়ে সেরা ক্যাপশন।

সকালের আলো শুধু নতুন একটি দিনের সূচনা নয়, বরং এটি একটি নতুন সম্ভাবনার দরজা। ঘুম ভাঙার পর প্রিয়জনদের কাছ থেকে যদি মিষ্টি ...
14/07/2025

সকালের আলো শুধু নতুন একটি দিনের সূচনা নয়, বরং এটি একটি নতুন সম্ভাবনার দরজা। ঘুম ভাঙার পর প্রিয়জনদের কাছ থেকে যদি মিষ্টি একটি শুভেচ্ছা কিংবা প্রেরণামূলক কোনো বার্তা মেলে, তাহলে সারাটা দিনই যেন আরও একটু ভালোভাবে কাটে। “শুভ সকাল” বলা একটি ছোট্ট অভ্যাস হলেও, এর পেছনে লুকিয়ে থাকে যত্ন, ও ভালোবাসার স্পর্শ।

সবুজ প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ, যা আমাদের মন ও শরীরকে সতেজ ও শান্তি রাখে। প্রকৃতির সবুজের মধ্যে লুকিয়ে আছে শা...
13/07/2025

সবুজ প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ, যা আমাদের মন ও শরীরকে সতেজ ও শান্তি রাখে। প্রকৃতির সবুজের মধ্যে লুকিয়ে আছে শান্তির অনুভূতি, সজীবতা, এবং এক নতুন দিনের প্রতিশ্রুতি।


নদী যেমন আপন স্রোতে বয়ে চলে, তেমনি প্রকৃতি আমাদের আপন নিয়মে শেখায় জীবনকে কিভাবে উপভোগ করতে হয়।
11/07/2025

নদী যেমন আপন স্রোতে বয়ে চলে, তেমনি প্রকৃতি আমাদের আপন নিয়মে শেখায় জীবনকে কিভাবে উপভোগ করতে হয়।

09/07/2025

I gained 5,558 followers, created 565 posts and received 6,997 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

জীবন শুধুই দুঃখ-কষ্টের গল্প নয়; এর মাঝে কিছু মুহূর্ত এমন থাকে, যা সারাজীবন হৃদয়ে ঝলমলে আলো হয়ে জ্বলতে থাকে। সুন্দর মুহ...
09/07/2025

জীবন শুধুই দুঃখ-কষ্টের গল্প নয়; এর মাঝে কিছু মুহূর্ত এমন থাকে, যা সারাজীবন হৃদয়ে ঝলমলে আলো হয়ে জ্বলতে থাকে। সুন্দর মুহূর্তগুলো কখনো হয় প্রিয় কারো হাসিতে, কখনো নিঃশব্দ কোনো বিকেলে, আবার কখনো হয় কোনো ছোট্ট ভালোবাসায়।

শুভ রাত্রি! চমৎকার চাঁদ উঠেছে। রাতের নীরবতা আর চাঁদের আলোয় ভরে উঠুক আপনার মন।" অথবা, "আজ রাতে চাঁদ যেনো আরও সুন্দর! শুভ...
08/07/2025

শুভ রাত্রি! চমৎকার চাঁদ উঠেছে। রাতের নীরবতা আর চাঁদের আলোয় ভরে উঠুক আপনার মন।" অথবা, "আজ রাতে চাঁদ যেনো আরও সুন্দর! শুভ রাত্রি, স্বপ্নের মাঝে হারিয়ে যান।"

আসসালামু আলাইকুম, আমার আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা আমি কিছু ব্যক্তিগত কাজে দেশের বাড়িতে আসছিলাম। আসলেই কারণ আমি ব...
08/07/2025

আসসালামু আলাইকুম, আমার আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা আমি কিছু ব্যক্তিগত কাজে দেশের বাড়িতে আসছিলাম। আসলেই কারণ আমি ব্যক্তিগত কাজে এত ব্যস্ত কাউকে কোন সময় দিতে পারতেছি না আমি আন্তরিকভাবে দুঃখিত, ইনশাআল্লাহ কাজ শেষ হলে আমি সবার সাথে আবার একটিভ থাকবো কেউ আমাকে ভুলবেন না

গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। কারণ পৃথিবীতে মূলত মানুষ অক্সিজেন গ্রহণ করেই বেঁচে থাকে। আর সেই অক্সিজেনের যোগান ...
06/07/2025

গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। কারণ পৃথিবীতে মূলত মানুষ অক্সিজেন গ্রহণ করেই বেঁচে থাকে। আর সেই অক্সিজেনের যোগান দেয় গাছ। গাছ ছাড়া পৃথিবীতে জীবন বিপন্ন হয়ে যাবে জেনেও শহুরেকরণ ও উদ্যোগিকরণের নামে মানুষ অনবরত গাছপালা ধ্বংস করে যাচ্ছে।

04/07/2025

আসসালামু আলাইকুম, সবাইকে লাইভে আমন্ত্রণ রইলো।

Address

Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Fatema's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category