তাহফিজ কুরআন, তাহফিজ কায়দা, তাহফিজ আমপারা সহ, তাহফিজ সিলেবাস সংগ্রহ করুন

  • Home
  • Bangladesh
  • Jatrabari
  • তাহফিজ কুরআন, তাহফিজ কায়দা, তাহফিজ আমপারা সহ, তাহফিজ সিলেবাস সংগ্রহ করুন

তাহফিজ কুরআন, তাহফিজ কায়দা, তাহফিজ আমপারা সহ, তাহফিজ সিলেবাস সংগ্রহ করুন This Chennel make for , islamic news, Quran Telwat video or post thank you.

20/08/2022

যৌথ কুরআন তিলাওয়াত।

আলহামদুলিল্লাহ।
আমার বড় ছেলে জায়েদ বিন নেছারী ও আমার প্রিয় ছাত্র হাফেজ আবু তালহা আর নাসরুল্লাহ আনাছের যৌথ কুরআন তেলাওয়াত।

আরও কিছু নতুন কুরআনের প্রতিভা তৈরীর প্রচেষ্টা চলছে বিশ্ব কুরআন প্রতিযোগিতার জন্য।

আমাদের মারকাজুুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধানকার্যালয়ের যোগাযোগ নাম্বার 01857308691

19/08/2022

আরও কিছু নতুন কুরআনের প্রতিভা তৈরীর প্রচেষ্টা চলছে বিশ্ব কুরআন প্রতিযোগিতার জন্য।

আমার প্রিয় ছাত্র হাফেজ মেহরুল্লাহর কুরআন তিলাওয়াতের প্রশ্নপর্ব।
আমাদের মারকাজুুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধানকার্যালয়ের যোগাযোগ নাম্বার 01857308691

17/08/2022

শায়েখ নেছার আহমাদ আন নাছিরী প্রিয় ছাত্র হাফেজ উসমান গনির কুরআন তিলাওয়াত মুগ্ধ হয়ে শুনছেন 🇪🇬মিশর 🇮🇷ইরান ও 🇧🇩বাংলাদেশের বিখ্যাত হাফেজ কারীগণ।
আলহামদুলিল্লাহ উসমান গনি কয়েকদিন আগে মালয়েশিয়া ও তুরস্ক বিশ্ব কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছে এর আগেও সে 🇸🇩কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতা বাংলাদেশের পক্ষে বিজয়ী হয়েছিলো।
আমাদের মাদ্রাসায় জানুয়ারি ও রমজানে ভর্তির কার্যক্রম চলে যোগাযোগ 01857308691

15/08/2022

🇧🇩বিশ্বজয় যারা করেছে তাদের মধ্যে অনেকে এখানে।

বাংলাদেশের জন্য যারা বিশ্বজয় করেছেন অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তাদের মধ্যে আমার প্রিয় অনেক ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ। তারা আপনাদের প্রিয় প্রতিষ্ঠান যাত্রাবাড়ীর দনিয়ায় অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।
আমাদের মাদরাসায় প্রতি বছর রমজানের পর ও জানুয়ারীতে ছাত্র/ছাত্রীদের ভর্তির কার্যক্রম শুরু হয়।
যোগাযোগ 01705068885

ছাত্রদের উদ্দেশ্যে ১৩ টি নসীহত১. দৈনিক যতটুকু মুখস্থ করার ইচ্ছা প্রথমে ততটুকু কমপক্ষে আধা ঘণ্টা তেলাওয়াত করবে। এবং কাউকে...
13/08/2022

ছাত্রদের উদ্দেশ্যে ১৩ টি নসীহত

১. দৈনিক যতটুকু মুখস্থ করার ইচ্ছা প্রথমে ততটুকু কমপক্ষে আধা ঘণ্টা তেলাওয়াত করবে। এবং কাউকে তা দেখে পড়ে শোনাবে, যাকে নাযারা বলা হয়।
২. নাযেরার পর ঐ পৃষ্ঠা মাগরিবের পর ভালো ভাবে মুখস্থ করবে। মুখস্থ করার একটা নিয়ম আছে, ঐ নিয়মটি পৃষ্ঠার শেষে দেয়া আছে।
৩. ক্লাস ছুটির পর পিছনের পড়া শুরু করে দিবে, এমন ভাবে পড়বে যাতে প্রত্যেক পারা প্রতিদিন ২/১ বার পড়া হয়।
৪. সবক প্রতিদিন ফজরের পূর্বে শোনাবে, যদি প্রতিদিন তেলাওয়াত করা হয়, তাহলে প্রতিদিন আমুখতা শুনাতে আরাম পাবে, ইয়াদ থাকবে। পিছনের পড়া কাঁচা রেখে সবক দিবে না।
৫. বাজে, বেফায়দা, ফাজলামি মার্কা কথাবার্তা থেকে সর্বদা বেঁচে থাকবে, সর্বদা তেলাওয়াত করার আপ্রাণ চেষ্টা করবে। আছরের পর সময়টা কাজে লাগাতে হবে। আছরের পর ৩/৪ পারা পড়বে।
৬. শবিনার দিন যে ভুল গুলো হবে কমপক্ষে ২০ বার জপতে হবে।
৭. প্রতিদিন ঘুমানোর আগে ১ পারা দিয়ে ৪ রাকাত নফল নামাজ পড়বে।
৮. প্রতিদিন সবক কোন ভালো ছাত্রকে শুনানোর পর হুজুরকে শোনাবে।
৯. সবক শিখার নিয়ম——
ভালো কোন ছাত্রের কাছে বসে গল্পগুজব না করে ১টি আয়াত ৮ বার দেখে পড়বে যেমন- ذالك الكتاب لا ريب فيه এরপর ১বার না দেখে ১বার দেখে, ১০বার হলো এইভাবে আধা পৃষ্ঠা হওয়ার পর দেখবে পার কি না। যদি না পার তাহলে ঐ আধা পৃষ্ঠা ৬বার পড়বে। এইভাবে পুরা পৃষ্ঠা ইয়াদ করবে।
১০. এক আয়াত ইয়াদ না হওয়া পর্যন্ত অন্য আয়াতে যাবে না। যদি ইয়াদ না হওয়ার আগে অন্য আয়াতে যাও তাহলে ইয়াদ কাঁচা হবে। পরে সমস্যার সম্মুখীন হতে হবে।

১১. কারো সাথে কোন রকম বন্ধুত্বে জড়াবে না এবং শত্রুতাও সৃষ্টি হতে দেবে না।

১২. যতটা কম পারা যায় বাসার যাবার চেষ্টা করবে। একেবারে না যেতে পারলে খুবই ভাল। কারণ এতে জেহেন পরিষ্কার থাকবে।

১৩. মোবাইল জিনিসটা নিজের জন্যে হারাম মানবে।
----------------------------------নেছার আহমাদ আন নাছিরী

11/08/2022
10/08/2022

আপনার সন্তানকে কুরআনের
হাফেজ/হাফেজা বানাতে চান কারা কারা?
আমার তিন ছেলে হাফেজে কুরআন আলহামদুলিল্লাহ

09/08/2022

নুরানী নাজরা ও হিফজ মাদরাসার জন্য।

তাহফিজ কুরআন,তাহফিজ আমপারা,তাহফিজ কায়দা,হিফজ,নাজেরা,নুরানী মাদরাসার জন্য জরুরী।

বললেন ---হাফেজ কারী ইদ্রিস আলী সাহেব ও হাফেজ কারী আব্দুর রাজ্জাক সাহেব।
তাহফিজ সিলেবাস সংগ্রহ করতে কল করুন 01856176482

তাহফিজ কুরআন পড়ে ওরা তিনজন হাফেজ হয়েছে আপনার ছাত্র/সন্তানকে তাহফিজ কুআন পড়তে দিন।বিঃদ্রঃ শায়েখ নেছার আহমদ আন নাছিরী হুজু...
08/08/2022

তাহফিজ কুরআন পড়ে ওরা তিনজন হাফেজ হয়েছে আপনার ছাত্র/সন্তানকে তাহফিজ কুআন পড়তে দিন।

বিঃদ্রঃ শায়েখ নেছার আহমদ আন নাছিরী হুজুরের ছোট্ট ছেলে জিবরিল ৭ বছর বয়সে ৯ মাসে তাহফিজ কুরআন পড়ে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ।

আজ থেকে শুরু। যারা কুরআন তিলাওয়াত সহি করতে চান।তারা দ্রুত চলে আসুন।চলবে ১৭ জুলাই পর্যন্ত। হাফেজ / গায়রে হাফেজ সবার জন্য ...
12/07/2022

আজ থেকে শুরু।

যারা কুরআন তিলাওয়াত সহি করতে চান।
তারা দ্রুত চলে আসুন।
চলবে ১৭ জুলাই পর্যন্ত।
হাফেজ / গায়রে হাফেজ সবার জন্য উম্মুক্ত।
প্রশিক্ষণ চলবে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ইনশাআল্লাহ
প্রশিক্ষণ শেষে সনদ এবং খেদমতের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ
যোগাযোগ 01857308691

Address

Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when তাহফিজ কুরআন, তাহফিজ কায়দা, তাহফিজ আমপারা সহ, তাহফিজ সিলেবাস সংগ্রহ করুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাহফিজ কুরআন, তাহফিজ কায়দা, তাহফিজ আমপারা সহ, তাহফিজ সিলেবাস সংগ্রহ করুন:

Share

Category