Kashfiya Nodi

Kashfiya Nodi Welcome to my page☺️🫶🖤

08/06/2025

🚩'সে' আপনাকে Time দিবে, priority দিবে, special feel করাবে কারণ ওর একটাই aim in life and that is আপনাকে তার মত করে তার life এ পাওয়া। আর আপনাকে পেয়ে গেলেই হলো। 'সেই' মানুষ কে বিয়ের পর আপনি প্রথমেই যে ধোকা টা খাবেন সেটাতে আপনার expectations এমন ভাবে মাটিতে আছাড় খেয়ে ভাঙবে যে সারাজীবন খুজলেও এর টুকরো খুঁজে পাবেন না।

🚩'সে' বাকি কথা মিথ্যা বললেও একটা কথা সত্যি বলে আর সেটা হলো আপনাকে পেলে তার জীবন সার্থক। আসলেই ঠিক। জীবন সার্থক হয়ে গেলে আপনাকে দিয়ে 'সে' আর করবে টা কি??? তাই তার নজর খোজে অন্য কিছু like (💩).

🚩'সে' দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানে না, 'সে' ভালো রাখতে জানে না। 'ভালবাসি' খুব সহজ এ বলে ফেললেও শব্দ টা কে সামলাতে জানে না।

তাই আপনার 'সে' toxic or cheater কিনা বিষয় টা জানা এবং বুঝা আপনার জন্য অনেক বেশি জরুরি। Btw একটা মানুষ toxic কিনা সেটা বুঝবেন কিভাবে এটা জানেন তো!!!!
যদি জেনে থাকেন তাহলে এমন মানুষ এর জন্য কান্না করে নিজের চোখের পানির অপচয় করার কোনো মানেই হয় না।
'সে' আপনাকে কি ছাড়বে!!! আপনার উচিৎ তার মুখের উপর নোটিস ছুড়ে মারা।
একটা Quotes পড়েছিলাম সেখানে লিখা ছিলো, ' তুমি যখনই বুঝবে যে তুমি ভুল ট্রেইনে আছো ঠিক তখনই যত দ্রুত সম্ভব সামনের স্টপে নেমে যাওয়া উচিৎ নয়ত যত তুমি সামনে এগোতে থাকবে তোমার ফিরে আসা টা ততটাই কঠিন হবে'।

তবে যত যাই বলি না কেনো, আমরা মেয়েরা আসলেই পারি না, মস্তিষ্কের সাথে মনের এক যুদ্ধ লেগেই থাকে। সমস্ত তিতা সত্যি মস্তিষ্ক আগে জেনে গেলেও মন কে মানাতে মানাতে সময় চলে যায়......💔

07/06/2025

"থাকলে থাকবে, না থাকলে নাই। আমি ভাই নিজেকে চেইঞ্জ করতে পারবো না।"
এইরকম মেন্টালিটির মানুষকে আমি ভ'য় পাই। লিটরালি ভ'য় পাই।
এরা হল রো'বট, যাদের মধ্যে কোন অনুভূতি নাই। যাদের মধ্যে ভালোবাসার প্রতি শ্রদ্ধাবোধ নাই।
এরা আসলেও কোনদিন নিজেকে চেইঞ্জ করতে পারে না। এদের মধ্যে নমনীয়তার মেকানিজমই নাই।

এরা আপনাকে হাসিমুখে ছেড়ে দিতে পারবে। এদের সেই ক্ষমতা আছে।

অথচ ভালোবাসা নমনীয়তার। প্রয়োজনে স্যরি' বলার। হেরে গিয়ে জিতিয়ে দেওয়ার! ❤️

06/06/2025

ঈদের আনন্দ কখনো নতুন পোশাক দিয়ে পরিপূর্ণ হয় না, ঈদের আনন্দ পরিপূর্ণ হয় প্রিয় মানুষগুলো পাশে থাকলে....!!🙂🖤

04/06/2025

সোনা তুমি পুরুষ তুমি রাজা হলেও রাজত্ব আমার, আমি নারী ধ্বংস হয়েও তোমায় ধ্বংস করতে পারি।তুমি গেইমার হলে আমি গেইন চেঞ্জার👍👽

“নারীর রূপ দেখে সবাই মুগ্ধ হয়!কিন্তু ভাগ্য ভালো না হলে সেই রূপও বোঝা হয়ে দাঁড়ায়।রূপসী হলেও ভুল মানুষ পাশে থাকলে জীবন বিষ...
03/06/2025

“নারীর রূপ দেখে সবাই মুগ্ধ হয়!কিন্তু ভাগ্য ভালো না হলে সেই রূপও বোঝা হয়ে দাঁড়ায়।

রূপসী হলেও ভুল মানুষ পাশে থাকলে জীবন বিষাদময়।তাই নারীর শরীর নয়-ভাগ্য সুন্দর হওয়াটাই সবচেয়ে জরুরি!💔 ゚

"হৃদয়টা ভেঙে গেলেও মুখটা হাসিমুখেই রাখতে হয়,কারণ  এই পৃথিবী কষ্ট বোঝে না, শুধু হাসি দেখে।"☺️👰‍♀️🥰
26/05/2025

"হৃদয়টা ভেঙে গেলেও মুখটা হাসিমুখেই রাখতে হয়,
কারণ এই পৃথিবী কষ্ট বোঝে না, শুধু হাসি দেখে।"☺️👰‍♀️🥰

ভাগ্যের সাথে লড়াই করে মজা পাচ্ছি ভাগ্য আমাকে জিততে দেয় না, আমি হেরে যাওয়ার মেয়ে না ❤️‍🩹
25/05/2025

ভাগ্যের সাথে লড়াই করে মজা পাচ্ছি ভাগ্য আমাকে জিততে দেয় না, আমি হেরে যাওয়ার মেয়ে না ❤️‍🩹

Big shout out to my newest top fans! 💎 Ahmed Mukul, Sor NA, SD SifatDrop a comment to welcome them to our community,
25/05/2025

Big shout out to my newest top fans! 💎 Ahmed Mukul, Sor NA, SD Sifat

Drop a comment to welcome them to our community,

14/05/2025

নিজেকে লবণের মতো করে তৈরি করুন এতে করে আপনাকে কেউ বেশি ব্যবহারও করতে পারবে না
আবার আপনাকে ছাড়া কেউ চলতেও পারবেনা।

মেরুদণ্ডহীন পুরুষ দয়া করে বিয়ে করবেন না আমি আবার ও বলছি ,মেরুদণ্ডহীন পুরুষ মানুষ বিয়ে করবেন না। একটা মেয়ে শুধুমাত্র ভাত ...
13/05/2025

মেরুদণ্ডহীন পুরুষ দয়া করে বিয়ে করবেন না
আমি আবার ও বলছি ,
মেরুদণ্ডহীন পুরুষ মানুষ বিয়ে করবেন না।
একটা মেয়ে শুধুমাত্র ভাত -কাপড়ের আশায় আপনাকে বিয়ে করেনা। নিজের স্ত্রী কে সম্মান দিতে না জানলে ,মানুষের কটু কথায় বউ এর পাশে থাকতে যদি আপনার ভয় লাগে তাহলে বিয়ে নামক পবিত্র সম্পক্ আপনার জন্য না। মা-ভক্ত,বাপ-ভক্ত,আপনি আপনার ১৪গুষ্টি ভক্ত থাকেন কোনো সমস্যা নাই ভাই তবে একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। সবার বেলায় আপনি সুসন্তান কিন্তু নিজের বউ এর বেলায় আপনি অন্যরকম। এমন কেনো?

আজ এসব পারিবারিক কলহ এর জন্য নষ্ট হয়ে যাচ্ছেন হাজারো সুন্দর সংসার।

13/05/2025

I got 50 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

মায়ের পূঁজি ছেলের দুর্বলতা কোনো মা যদি বুঝতে পারে ছেলে তার স্ত্রীর থেকে তাকে বেশি ভালো বাসে তাকে  বেশি বিশ্বাস করে, তার ...
13/05/2025

মায়ের পূঁজি ছেলের দুর্বলতা
কোনো মা যদি বুঝতে পারে ছেলে তার স্ত্রীর থেকে তাকে বেশি ভালো বাসে তাকে বেশি বিশ্বাস করে, তার কথা বেশি গুরুত্ব দেয়...!
তাহলে একটা কথা মিলিয়ে নিয়েন সেই ছেলের সংসার জীবনেও টিকবে না,, কারণ মা জানে তার ছেলে তার প্রতি দুর্বল। সেটাই মা পূঁজি করে বউয়ের নামে গল্প শুনাবে..!
কথা তিতা হলেও সত্য
আলহামদুলিল্লাহ

Address

Jatrabari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashfiya Nodi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share