08/06/2025
🚩'সে' আপনাকে Time দিবে, priority দিবে, special feel করাবে কারণ ওর একটাই aim in life and that is আপনাকে তার মত করে তার life এ পাওয়া। আর আপনাকে পেয়ে গেলেই হলো। 'সেই' মানুষ কে বিয়ের পর আপনি প্রথমেই যে ধোকা টা খাবেন সেটাতে আপনার expectations এমন ভাবে মাটিতে আছাড় খেয়ে ভাঙবে যে সারাজীবন খুজলেও এর টুকরো খুঁজে পাবেন না।
🚩'সে' বাকি কথা মিথ্যা বললেও একটা কথা সত্যি বলে আর সেটা হলো আপনাকে পেলে তার জীবন সার্থক। আসলেই ঠিক। জীবন সার্থক হয়ে গেলে আপনাকে দিয়ে 'সে' আর করবে টা কি??? তাই তার নজর খোজে অন্য কিছু like (💩).
🚩'সে' দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানে না, 'সে' ভালো রাখতে জানে না। 'ভালবাসি' খুব সহজ এ বলে ফেললেও শব্দ টা কে সামলাতে জানে না।
তাই আপনার 'সে' toxic or cheater কিনা বিষয় টা জানা এবং বুঝা আপনার জন্য অনেক বেশি জরুরি। Btw একটা মানুষ toxic কিনা সেটা বুঝবেন কিভাবে এটা জানেন তো!!!!
যদি জেনে থাকেন তাহলে এমন মানুষ এর জন্য কান্না করে নিজের চোখের পানির অপচয় করার কোনো মানেই হয় না।
'সে' আপনাকে কি ছাড়বে!!! আপনার উচিৎ তার মুখের উপর নোটিস ছুড়ে মারা।
একটা Quotes পড়েছিলাম সেখানে লিখা ছিলো, ' তুমি যখনই বুঝবে যে তুমি ভুল ট্রেইনে আছো ঠিক তখনই যত দ্রুত সম্ভব সামনের স্টপে নেমে যাওয়া উচিৎ নয়ত যত তুমি সামনে এগোতে থাকবে তোমার ফিরে আসা টা ততটাই কঠিন হবে'।
তবে যত যাই বলি না কেনো, আমরা মেয়েরা আসলেই পারি না, মস্তিষ্কের সাথে মনের এক যুদ্ধ লেগেই থাকে। সমস্ত তিতা সত্যি মস্তিষ্ক আগে জেনে গেলেও মন কে মানাতে মানাতে সময় চলে যায়......💔