15/10/2025
আমি ভেঙে গেছি, কিন্তু শেষ হয়ে যাইনি...
প্রতিদিন চোখের জলে ভিজি, হাজারো কষ্টের মাঝেও দাঁড়িয়ে থাকি,
সবাই ভাবে আমি ঠিক আছি,
কিন্তু কেউ জানে না ভেতরে কতোটা ঝড় বয়ে যায়
আমার হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো কষ্ট,
যে কষ্টগুলো আমি কাউকে বলি না,
যে ব্যথাগুলোকে আমি শব্দে আনতে পারি না !
হয়তো অনেক স্বপ্ন ভেঙে গেছে, হয়তো আশা গুলো একে একে নিভে গেছে, তবুও আমার ভেতরে একটা আলো এখনও বেঁচে আছে,
যেটা আমাকে বারবার মনে করিয়ে দেয়...
তুই এখনও শেষ হয়ে যাসনি, তুই এখনও বেঁচে আছিস, তুই আবার উঠতে পারবি
হয়তো আজ আমি ভাঙা,
কিন্তু এই ভাঙা মনটাই একদিন শক্তির কারখানা হবে, আজ যে কষ্টটা আমাকে কাঁদায়, একদিন সেই কষ্টটাই আমাকে হাসতে শিখাবে,
প্রতিটি অন্ধকার রাতের শেষে যেমন ভোর আসে, তেমনি একদিন আমার জীবনেও আলো আসবে,
আমি জানি আজ আমি ক্লান্ত,
কিন্তু আমার ভেতরে একটা জেদ আছে, যেটা আমাকে বলে...
না, তুই হেরে যাবি না !
আমি ভেঙে পড়লেও উঠবো,
কারণ আমি জানি, আমি হার মানার মতো মানুষ নই,
হয়তো আজকের এই কষ্টটাই আমাকে শক্ত মানুষ বানাচ্ছে, হয়তো আজকের এই কান্নাগুলোই আমার ভবিষ্যতের হাসির বীজ,
তাই আমি এখনও বেঁচে আছি, আমি এখনও লড়ছি,
আমি এখনও আশা করছি...
কারণ আমি জানি একদিন এই কষ্টেরও শেষ হবে, আর আমি তখন আবার আলো খুঁজে পাবো,
আবার হাসবো, আবার বাঁচবো, নতুন আমি হয়ে !