Feed Mill Employees

Feed Mill Employees এখানে ফিড মিল এবং পোল্ট্রি সংক্রান্ত ?

03/07/2025
AG Agro Industries Limited AG Agro Foods Limited প্রথম যাদের হাত ধরে  ফ্যাক্টরির উত্থান আধুনিক উৎপাদন ব্যবস্থার পেছনে প্...
01/07/2025

AG Agro Industries Limited
AG Agro Foods Limited
প্রথম যাদের হাত ধরে ফ্যাক্টরির উত্থান আধুনিক উৎপাদন ব্যবস্থার পেছনে প্রধান ভূমিকা ছিল কিছু নির্দিষ্ট ব্যক্তি।
ফ্যাক্টরির উত্থানের পেছনে যারা প্রধান ভূমিকা রেখেছিলেন।

07/06/2025

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন
ঈদ মোবারক

21/08/2024

বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।

মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448
পরশুরাম UNO: 01713187316

✔  কোয়ালিটি ফিডস লিমিটেড এর খামারী সেবাঃকোয়ালিটি ফিডস লিমিটেড বিগত ২৫ বছর ধরে দেশের প্রান্তিক খামারীদের কথা চিন্তা করে স...
20/12/2023

✔ কোয়ালিটি ফিডস লিমিটেড এর খামারী সেবাঃ

কোয়ালিটি ফিডস লিমিটেড বিগত ২৫ বছর ধরে দেশের প্রান্তিক খামারীদের কথা চিন্তা করে সকল ধরণের সেবা ও সহযোগিতা করে আসছে। এই সকল কার্যক্রমের মধ্যে বিদ্যমান যেমন- মাঠপর্যায়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফার্মে টেকনিক্যাল সেবা প্রদান, মুরগি ও মাছের রোগ নির্ণয়ের জন্য ল্যাব সহায়তা প্রদান, মাঠপর্যায়ে ফার্মে গিয়ে মুরগির ভ্যাকসিন প্রদান ও ঠোঁট কেটে দেয়া, প্রান্তিক খামারীদের আরো দক্ষভাবে ফার্ম পরিচালনার জন্য এরিয়া ভিত্তিক সেমিনার করা ইত্যাদি I এরই ধারাবাহিকতায় কোয়ালিটি ফিডস প্রান্তিক খামারীদেরকে আরো সহজে সময় উপযোগী সেবা প্রদানের জন্য মোবাইল ভিত্তিক টেকনিক্যাল সেবা প্রদানের জন্য খামারী সেবা নামে একটি ডিজিটাল প্লাটফর্ম স্থাপন করেছে।

✪✪ খামারী সেবা নম্বরঃ ✆ 09678-567568 ✪✪

✔ খামারী সেবা প্রদানের সময়কালঃ-

☞ শনিবার হতে বৃহস্পতিবার
☞ সকাল ১০ঃ০০ থেকে বিকাল ৫ঃ০০ টা

[শুক্রবার ও সরকার কর্তৃক ঘোষণাকৃত ছুটির দিন খামারী সেবার কার্যক্রম বন্ধ থাকবে]

✔ খামারি সেবার উদ্দেশ্যঃ-

☞ ফোনে খামারীদের ফার্মের যেকোনো ধরণের টেকনিক্যাল সেবা প্রদান
☞ খামারীবৃন্দ এক প্লাটফর্ম থেকে যেকোন ধরণের সমস্যার সমাধান পাবেন
☞ প্রান্তিক খামারীবৃন্দ এখান থেকে ফার্ম পরিচালনা ও নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবেন
☞ খামারী ও টেকনিক্যাল লোকের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে
খামারী সেবা হতে ফোনে খামারীবৃন্দ যেসকল সেবা পাবে
☞ খামারীবৃন্দকে কোয়ালিটির বর্তমান সকল ধরণের প্রোডাক্ট ( ফিড ), মুরগির বাচ্চা ও মাছের পোনা সম্পর্কে ধারণা পাবে
☞ কোয়ালিটির আগত নতুন প্রোডাক্ট সম্পর্কে ধারণা প্রদান
☞ মাঠপর্যায়ে কোয়ালিটির চলমান সেবা যেমন- ল্যাব সহায়তা, মুরগির ভ্যাকসিন প্রদান ও ঠোঁট কাটা সেবা প্রদান সম্পর্কে ধারণা প্রদান
☞ ভালোভাবে ফার্ম ব্যবস্থাপনার জন্য কোয়ালিটির মেডিসিন ( কিউ-গার্ড এবং জিওলাইট ) ব্যবহার সম্পর্কে তথ্য প্রদান
☞ ফার্মে ব্যবস্থাপনায় কিভাবে ওষুধের ব্যবহার কমানো যায় তার ধারণা দেয়া
☞ ফার্ম ও হ্যাচারি স্থাপনে টেকনিক্যাল সহায়তা ও বাজেট তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করা
☞ ভালোভাবে ফার্ম ব্যবস্থাপনার জন্য সকল ধরণের সহায়তা করা
☞ দৈনন্দিন বা সাধারণ টেকনিক্যাল সমস্যা সমাধান সম্পর্কে সহায়তা করা
☞ চাষের ব্যায়-লাভ এর বাজেট তৈরিতে সহায়তা করা
☞ ফার্মে রোগজনিত সমস্যা সমাধানে ওষুধ ব্যবহারে ধারণা প্রদান
☞ ফার্ম পরিচালনায় নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করা
☞ আসন্ন ঋতু পরিবর্তন জনিত টেকনিক্যাল সমস্যা ও সমাধান সম্পর্কে আগাম ধারণা প্রদান করা
☞ ধকলজনিত সমস্যা সমাধানে টেকনিক্যাল সহায়তা প্রদান করা
☞ খামারিবৃন্দের অনুরোধে মাঠপর্যায়ের ডাক্তার বা টেকনিক্যাল কর্মকর্তাকে ফার্মে পাঠানো

You Can Try....
08/08/2023

You Can Try....

07/06/2023

AG Agro industries

10/05/2023

আপনি কি ফিড মিল তৈরী করার কথা ভাবছেন??



আমরা অনেকে ফিড মিল তৈরীর কথা ভাবি, কিন্তু যথাযথ সিধান্ত গ্রহন করতে না পারাই কালক্ষেপন হয়। আমরা যারা ফিড মিল করার স্বপ্ন দেখি তাদের কিছু প্রাথমিক ধারনা নিয়ে আলোচনা করা হলঃ

১। বিনিয়োগ:
ফিড মিলের কথা চিন্তা করা মানেই বিনিয়োগের শুরু অথ্যাৎ নগদ অর্থ। প্রথমেই ফিড মিলের ধরন অনুযায়ী জমির দরকার। তারপর স্থাপনা নির্মান, মেশিনপত্র ক্রয়, জনবল নিয়োগ, অফিস ব্যবস্থাপনা ইত্যাদি।

২। #জমি_নির্বাচন:
ফিড মিলের জন্য পূর্ব পরিকল্পনা প্রনয়ন ও সম্প্রসারন নীতি গ্রহন করে জমি বরাদ্দ রাখতে হবে। কারন সেখানে তৈরি হবে অফিস, বাসস্থান, গুদামঘর, গাড়ী রাখার স্থানসহ বিভিন্ন অবকাঠামো।একটি আদর্শ ফিড মিলের জন্য ৪ থেকে ৫ একর জমি হলে ভাল হয়, তবে ২ থেকে ৩ একরের ফিড মিল তৈরী করা যায়।

৩। ফিডের প্রকারভেদ:
(ক) টি এম আর (টোটাল মিক্সড রেশন) ফিড-কেটল ফিড।
(খ) এক্সটুডেড ফিডঃ ফ্লোটিং (ভাসমান ) ফিস ফিড, পেট ফুড, শ্রিম্প ফিড ইত্যাদি।
(গ) পিলেট ফিড, পোল্ট্রি ফিড, সিনকিং (ডুবন্ত) ফিস ফিড, শ্রিম্প ফিড, কেটল সাপলিমেন্ট ফিড ইত্যাদি।
(ঘ) কোর্স ফিডঃ লেয়ার ফিড, কেটল ফিড ইত্যাদি।
প্রথমেই বেছে নিতে হবে কি কি ফিড আপনি তৈরি করবেন। অনেকেই দু/একটি দিয়ে শুরু করে এবং ফিডের ভাল মার্কেট তৈরী হলে আলাদা লাইনে প্রত্যেকটি তৈরী করে। আপনি চাইলে একসাথে ডুবন্ত ও ভাসমান ফিড, পোল্ট্রি পিলেট ও কোর্স ফিড তৈরীর প্রযুক্তি নিতে পারেন। এছাড়া একসাথে পোল্ট্রি ও মাছের ফিড তৈরী করতে পারেন এক্ষেত্রে বিভিন্ন কাঁচামালগুলো একটির সাথে অন্যটির সংস্পর্শের সম্ভবনা থাকে।

৪। ফিড মিলের উৎপাদন ক্ষমতা: উৎপাদন ক্ষমতার বিষয়টি আপনার ব্যাক্তিগত পরিকল্পনা। কারন মার্কেট তৈরীর আগে আপনাকে ফিডের বাজার যাচাই করে উৎপাদন বিষয়টির উপর সঠিক সিধান্ত নিতে পারলে ঝুকি কম থাকবে। আমাদের দেশে গত ৫-১০ বছরে ফিডের চাহিদা কেমন ছিল তার উপর আপনার ধারনা থাকতে হবে এবং ভবিষ্যতে কি পরিমান ফিডের চাহিদা বাড়তে পারে তা আগেই বিশ্লেষন করতে হবে। তা নাহলে চাহিদার সাথে আপনি যোগানের উপস্থিতি রাখতে পারবেন না। ফিড মিলের উৎপাদন ক্ষমতা ঘন্টায় হিসাব করা হয়। আপনি ঘন্টায় ৩-৪ মেঃ টন থেকে শুরু করে ৩০ মেঃ টন বা এরও বেশি উৎপাদন ক্ষমতার ফিডমিল শুরু করতে পারেন।

৫। ঝুঁকি:
প্রত্যেক বিনিয়োগে ঝুঁকি আছে বা থাকবে এটা স্বভাবিক । তবে ফিডের মান ভাল হলে, শক্তিশালী বাজার তৈরী করতে পারলে, খামারী ও ডিলারদের সাথে সু-সম্পর্ক এবং পারস্পারিক সহযোগিতা থাকলে বিনিয়োগ লাভজনক হবে।

৬। যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম:
পোল্ট্রি শিল্পের আধুনিকায়নে তথা প্রযুক্তিগত ও বিজ্ঞানসম্মত উন্নয়নে সবচেয়ে প্রয়োজনীয় ও অন্যতম উপাদান হচ্ছে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটাতে না পারলে পোল্ট্রি ব্যবসাকে শিল্পে উত্তরন করা সম্ভব নয় । পোল্ট্রি যন্ত্রপাতি এবং সাজ-সরঞ্জাম বেশির ভাগই বিদেশ থেকে আমদানী করতে হয়। কিছু যন্ত্রপাতি বিদেশ থেকে এনে দেশে বাজারজাত করা হয়। প্রশ্ন হচ্ছে উদ্দ্যেক্তাগন এসব যন্ত্রপাতি কোথা থেকে সংগ্রহ করবেন। যারা নতুন ফিড মিল করবেন বলে ভাবছেন এবং যারা ইতিমধ্যেই করেছেন কিন্তু এটাকে আরও আধুনিক করতে চান তাদের জন্য আমরা কিছু নির্বাচিত পোল্ট্রি যন্ত্রপাতি আমদানীকারক ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা তুলে ধরেছি।

#নীতি কথা:
সবকিছু বিবেচনা করে বাজার সম্পর্কে গবেষনা করুন, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে দীর্ঘ নীতি গ্রহন করুন, ফিডের মানের প্রতি বেশ যত্নবান থাকুন।
(Copy)

Address

Dhaka

Telephone

+8801976289724

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feed Mill Employees posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feed Mill Employees:

Share