Sana's Smile

Sana's Smile সবার ভালোবাসা আর দোয়ায় অনেক দূর এগিয়ে যেতে চাই।

কিছু টিপস দিলাম, ভালো লাগলে শেয়ার দিয়েন।
08/09/2025

কিছু টিপস দিলাম, ভালো লাগলে শেয়ার দিয়েন।

বাঙালী নারী পুরুষের সাথে বিছানায় গেলেই দু:খের আলাপ শুরু করে দেয়। ম্যাচের আমেজটাই তখন বরবাদ! সত্যি বলতে একদম মন থেকে বলছি...
07/09/2025

বাঙালী নারী পুরুষের সাথে বিছানায় গেলেই দু:খের আলাপ শুরু করে দেয়। ম্যাচের আমেজটাই তখন বরবাদ! সত্যি বলতে একদম মন থেকে বলছি, এরা না পারে সেক্স, না পারে সংসার, না পারে প্রেম। এরা সব কিছু একসাথে মেশাইয়া খাইতে গিয়ে পুরো জিনিসটাই নস্ট করে দেয়।

ভাই, একেকটা একেক বিষয়। আপনি সহায় সম্পত্তি নিয়ে আলাপ করতে বসে সেক্সের আলাপ যেমন করতে চাইবেন না। তেমনি সেক্স করতে বসে সহায় সম্পত্তির আলাপও তোলা যাবে না।যখন যেটা করবেন শুধু সেটার মধ্যেই থাকবেন। কারণ, একটার ভিত্রে আরেকটা ভ* দিলে টেস্ট নস্ট হয়ে যায়। বুঝাইতে পারসি?

Rose Garden Palace আনুমানিক ১৯৩০-এর দশক।সেই সময় ঢাকার নবাব পরিবারের আয়োজিত নাচ-গানের আসরে উচ্চবিত্তদের আমন্ত্রণ দেওয়া...
05/09/2025

Rose Garden Palace

আনুমানিক ১৯৩০-এর দশক।সেই সময় ঢাকার নবাব পরিবারের আয়োজিত নাচ-গানের আসরে উচ্চবিত্তদের আমন্ত্রণ দেওয়া হতো, কিন্তু হরিশচন্দ্র রায় চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়নি। অপমানবোধ থেকে তিনি নিজের জমকালো একটি বিনোদনকেন্দ্র তৈরি করেন, যেখানে নাচ, গান ও নাটকের আসর বসত।প্রাসাদের চারপাশে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম রাখা হয় “রোজ গার্ডেন”হরিশচন্দ্র রায় চৌধুরীর মৃত্যুর পর উত্তরসূরিদের পক্ষে প্রাসাদ রক্ষণাবেক্ষণ সম্ভব হয়নি।সরকার প্রাসাদটি অধিগ্রহণ করে সংরক্ষণের উদ্যোগ নেয়।

•সংস্কার শেষে এটি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা।
•এখন এটি ঢাকার একটি জনপ্রিয় পর্যটন ও সাংস্কৃতিক গন্তব্য।

ঋত্বিক তার জিএফ সাবা আজেদ এর জন্য নিজ ফ্লাট ভাড়া দিয়েছেন, ওই এলাকার তুলনায় খুবই কম রেটে যার মাসিক ভাড়া মাত্র ৭৫ হাজার রু...
04/09/2025

ঋত্বিক তার জিএফ সাবা আজেদ এর জন্য নিজ ফ্লাট ভাড়া দিয়েছেন, ওই এলাকার তুলনায় খুবই কম রেটে যার মাসিক ভাড়া মাত্র ৭৫ হাজার রুপি।।

আরেহ ফইন্নীর ফুত জিএফরে তো ফ্রি তে দিবি বাসা আবার ভাড়া নেস ক্যা? সে যাজ্ঞা অরা অরা যা করে করুক , কিন্তু কেন জানি সাবা আজাদরে আমার ভাল্লাগেনা ফইন্নীর ঝির মতো লাগে 😜। পুরাই লেবড়াছেবড়া লাগে ঋত্বিক এর পাশে।।

কল্পনা করে দেখলাম ঋত্বিক এর পাশে আমারে সুন্দর দেখাতো, অন্তত সাবার চাইতে বেশি🤪

কি আর করার , আমি নাই যেহেতু সাবার লগেই থাকুক।।

゚viralシviralシfypシ゚viralシalシ ゚ ゚

সাদা বরফের চাদর চুইয়ে পড়ছে টকটকে লাল রক্ত! 🩸অ্যান্টার্কটিকার রহস্যময় 'ব্লাড ফলস'।অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ...
03/09/2025

সাদা বরফের চাদর চুইয়ে পড়ছে টকটকে লাল রক্ত! 🩸অ্যান্টার্কটিকার রহস্যময় 'ব্লাড ফলস'।

অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিতে রয়েছে পৃথিবীর অন্যতম এক ভুতুড়ে দৃশ্য—ব্লাড ফলস (Blood Falls)। এখানে টেলর গ্লেসিয়ার নামের এক বিশাল হিমবাহের গা বেয়ে টকটকে লাল রঙের পানির ধারা বয়ে যায়, যা দেখলে মনে হয় যেন হিমবাহটি থেকে রক্ত ঝরছে।

প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন, লাল শৈবালের কারণে হয়তো এমনটা হয়। কিন্তু আসল সত্য আরও অদ্ভুত! এই হিমবাহের নিচে প্রায় ১৫ লক্ষ বছর ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন একটি প্রাচীন হ্রদ রয়েছে। সেই হ্রদের পানি অত্যন্ত লবণাক্ত এবং আয়রনে ভরপুর।

যখন সেই হ্রদের পানি চাপের কারণে হিমবাহের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন তা লক্ষ লক্ষ বছরের মধ্যে প্রথমবারের মতো অক্সিজেনের সংস্পর্শে আসে। সাথে সাথেই পানিতে থাকা আয়রন অক্সিডাইজড হয়ে যায়, অর্থাৎ মরচে পড়ে—আর পানির রঙ গাঢ় লাল হয়ে যায়।

ব্লাড ফলস শুধু একটি দর্শনীয় বিস্ময়ই নয়, এটি বিজ্ঞানীদের জন্য এক অমূল্য গবেষণার ক্ষেত্র। এটি দেখায়, কীভাবে চরম প্রতিকূল ও বিচ্ছিন্ন পরিবেশে অণুজীব টিকে থাকতে পারে। বৃহস্পতির ইউরোপা বা শনির এনসেলাডাসের মতো বরফ ঢাকা গ্রহে প্রাণের অস্তিত্ব কেমন হতে পারে, তারও ইঙ্গিত দেয় এই রহস্যময় ঝর্ণা।



31/08/2025

মাতো মা ই ১টা রুটি চাইলে ৩ টা দেয় ১০০ টাকা চাইলে ৫০০ টাকা দেয় 🙂

সৌদি আরব থেকে স্বামী আসতেছে। মহিলা রিসিভ করতে গেছে এয়ারপোর্ট। আগেও ২ বার আসছে। মহিলা সেঁজে গেছে। সবাই দেখলাম ভিডিও শেয়ার...
30/08/2025

সৌদি আরব থেকে স্বামী আসতেছে। মহিলা রিসিভ করতে গেছে এয়ারপোর্ট। আগেও ২ বার আসছে। মহিলা সেঁজে গেছে।
সবাই দেখলাম ভিডিও শেয়ার করে মহিলার সাঁজ কে ছোট করতেছে।

নিজেদের লিবারেল দাবী করে অন্যকে ছোট করা এখনকার সময়ে ফ্যাশন হয়ে গেছে। মহিলার স্বামীর জন্য সেঁজেছে। ক্ষ্যা 'ত হোক, অসুন্দর হোক তারপরেও সে তার স্বামীর জন্য সেঁজেছে। আপনাদের দেখাতে তো সাঁজেনি। তার স্বামী হয়তো এভাবে সাঁজ ই পছন্দ করে, তাকে এভাবেই দেখতে পছন্দ করে। আপনার সেভাবে ইচ্ছা সাঁজেন, আপনাদের কেউ মানা করেনি। কিন্তু উনাকে নেগেটিভ কথা বলতেছেন কেনো!!!

তার স্বামী আসতেছে এতোদিন পর, উনি সেঁজে এসেছে রিসিভ করতে ব্যাপার টা কত সুন্দর।

© shammi

23/08/2025

বার বার সরি আপনাকে ই বলতে হবে।

মারজুক রাসেলের একটা কথা আছে, "তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি!"কথাডা ডাহা সত্য। আমরা কারো-কারো কাছে দু-পয়সারও ...
15/08/2025

মারজুক রাসেলের একটা কথা আছে, "তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি!"

কথাডা ডাহা সত্য। আমরা কারো-কারো কাছে দু-পয়সারও দাম পাই না; আবার কারো-কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই।

সমস্যা হইলো, আমরা ঘুইরা-ফিরা তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালুলেস! আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টের উপরে রাখে, তাদের সঙ্গ আমাদের ভালো লাগে না!

মানুষ হিসেবে আমরা যথেষ্টই বেকুব। ডাইল-ভাতের হোটেলে গিয়া কাচ্চির আশায় বইসা থাকি!

-সংগৃহীত।

মাশাআল্লাহ কত সুন্দর বাড়ি।আপনারাই বলেন কে কে থাকতে চান এই বাড়িতে?
14/08/2025

মাশাআল্লাহ কত সুন্দর বাড়ি।

আপনারাই বলেন কে কে থাকতে চান এই বাড়িতে?

সেম সেম বাট ডিফারেন্ট, কেমন লাগছে বন্ধু রা, তোমরাই বলো??
14/08/2025

সেম সেম বাট ডিফারেন্ট,
কেমন লাগছে বন্ধু রা, তোমরাই বলো??

জীবনট খুব ছোট... শুরুতে আজান আর শেষে নামাজ। শুভ সকাল
14/08/2025

জীবনট খুব ছোট... শুরুতে আজান আর শেষে নামাজ।
শুভ সকাল

Address

Dhaka
Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Sana's Smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sana's Smile:

Share