Ador Hasan

Ador Hasan we are now strating new marketing team. so everyone pray for us

21/04/2024

IP address security threats
কীভাবে আপনাকে IP threats দিবে ?
প্রথমে আপনার IP নিবে, যেমন; কারো ওয়েব সাইট ভিসিট করলে সে আপনার IP দেখতে পারবে
আপনি যদি হ্যাকারের ওয়েব সাইট ভিসিট করেন তাহলে হ্যাকার আপনার IP পেয়ে যাবে।

হ্যাকার আপনার IP নিয়ে কী করবে?

• হ্যাকার আপনার IP নিয়ে কোন Illegal content Download করতে পারে ।
• আপনার লোকেশান tracking করতে পারে।
• আপনার Network এ Attack করতে পারে ।
• আপনার Device হ্যাক করতে পারে ।

কথা হল এগুলা থেকে বাঁচার উপায় কি হতে পারে?
১-Proxy server ব্যাবহার শিখা।
২-VPN এর সঠিক ব্যাবহার শিখ‍া ।
আরো মাধ্যম রয়েছে।

এগুলা সব কোর্সে শিখবো!

◾Ethical Hacking Tools Part-2 ◾💠   Network Mapper  (Nmap)🔵 Nmap একটি  Free opne source application ,  🔹মূলত nmap এর মাধ্...
04/03/2024

◾Ethical Hacking Tools Part-2 ◾

💠 Network Mapper (Nmap)

🔵 Nmap একটি Free opne source application ,

🔹মূলত nmap এর মাধ্যমে একটি Active network এর Host, Port, এবং Service খুজে বের করা হয়।

🔹বর্তমানে Nmap, Windows , mac, linux operating system এ ব্যবহার করা যায়।

🔸Nmap ২ ভাবে ব্যবহার করা হয়!
1:- graphical (zenmap)
2:- Command line (namp)

🔹nmap ৪ টি programming language দ্বারা তৈরি। C, C++, Python, & Lua

🔸
সার সংক্ষেপ:-
Nmap! network এ connection packet send করে IP থেকে DATA Collect করে থাকে।

next pert coming soon !...........

🪄 নিহায়ার নিহায়ার মাহাথিরmy Teacher

CANNThe Internet Corporation for Assigned Names and Numbersপৃথিবীর সব ডোমেইন নেম একটি বিশেষ ডেটাবেজে সংরক্ষীত থাকে আর এই...
01/03/2024

CANN
The Internet Corporation for Assigned Names and Numbers
পৃথিবীর সব ডোমেইন নেম একটি বিশেষ ডেটাবেজে সংরক্ষীত থাকে আর এই সমপূর্ণ ডোমেইন ডেটাবেজটি একটি প্রতিষ্ঠান থেকে নিয়ন্ত্রণ করা হয় এর নাম হচ্ছে ICANN..

যার ফুল মিনিং উপরে দেওয়া আছে।
এই কম্পানির কাছে কোন ডোমেইন নেম একবার রেজিট্রার হলে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, অন্য কেউ আর ঐ ডোমেইন নেমটি রেজিস্টার করতে পারে না।

এই কোম্পানির থেকে অনুমতি নিয়ে বিভিন্ন কম্পানি ডোমেন লিস্ট দেওয়ার কাজ করে থাকে। ICANN প্রতিষ্ঠিত হয়, ১৮ সেপ্টেম্বর ১৯৯৮ সালে যার বর্তমান বয়ষ ২৫ বছর চলছে। বর্তমানে এর হেড অফিস US ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।

Cyber Security Engineering (CSE)সাইবার ক্রাইম দিন দিন বৃদ্ধি পাওয়ায়সাইবার  ইন্জিনিয়ারদের চাহিদা বেড়েই চলছে। CSE কাকে বলা...
01/03/2024

Cyber Security Engineering (CSE)

সাইবার ক্রাইম দিন দিন বৃদ্ধি পাওয়ায়
সাইবার ইন্জিনিয়ারদের চাহিদা বেড়েই চলছে।

CSE কাকে বলা হয়।
যারা নেটওয়ার্ক সিকিউর রাখার জন্য ডিজাইন করে তা বাস্তবায়ন করে। যাতে হ্যাকার ও সাইবার এটাক থেকে নেটওয়ার্ক সিকিউর রাখা যায় তাছাড়া System এর মনিটরিং ও টেস্টিং করে থাকে, যাতে শিউর হতে পারে সবকিছু ঠিকঠাক কাজ করছে।

🔷 কোন কম্পানির CSE হওয়ার জন্য
সেই কম্পানির নিয়ম কানুন জানা থাকা চাই।
এবং সিকিউর রাখার জন্য সকল system কে Design, implement (বাস্তবায়ন), maintain, Upgrade করা ।

সকল সমস্যার troubleshoot ( সমস্যার সমাধা) করা।network এবং system এর মধ্যে সকল vulnerabilities (দূর্বলতা) বের করার জন্য scans ও testing করা। এমনি ভাবে সেই কম্পানির সকল কিছু সিকিউর রাখার জন্য Data , system, Network এর সবকিছু test করা।

➡️ কোন কোন কম্পানিতে ভিন্ন ভিন্ন ইন্জিনিয়ার থাকে। যেমনঃ
🔸 Data Security Engineer
🔸Network Engineer
🔸Web Security Engineer

যেই কম্পানিতে ভিন্ন ভিন্ন পদে লোক নেওয়া সম্ভব হয় না/রাখে না , তারা উপরের ৩ টি স্কিল থাকা লোককে Cyber Security Engineer পদে নিয়োগ দিয়ে থাকেন।

🔷 বর্তমান মার্কেট প্লেস indeed এর তথ্যসূত্রে তাদের সেলারি 130k থেকে কম্পানির কার্যক্রম অনুযায়ী দেওয়া হয়।
Security Engineer & Security Analysis এর পার্থক্য নিয়ে সামনে পোস্ট আসবে ইনশাআল্লাহ।

বর্তমানে যারা YouTube  দেখে ইথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন, তাদের বলবো : গাইডলাইন ছাড়া অর্থাৎ কারো পরামর্শ ছাড়া পা না বা...
01/03/2024

বর্তমানে যারা YouTube দেখে ইথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন, তাদের বলবো : গাইডলাইন ছাড়া অর্থাৎ কারো পরামর্শ ছাড়া পা না বাড়ানোই ভাল।

এই ধরুন আপনি শুধু এটাক করাই শিখলেন কিন্তু নিজের সেফটি শিখলেন না এতে আপনি সমস্যার মুখোমুখি হবেন। আরেকটু ভেংগে বলি। আপনি যখন অন্যের ওয়েব সাইটে স্কেনিং করবেন বা কোন কাজ করবেন তখন তাদের নিকট আপনার IP যাবেই।

তারা যখন আপনার IP পেয়ে যাবে তখন আপনার কাজের গতিবিধি তারা ধরতে পারবে এবং আপনাকে তারা চিন্হিত করে খুঁজে বের করতে পারবে। তাই সাবধান হোক ২/১ টি ভিডিও দেখেই হ্যাকিং জগতে পা রাখতে যাবেন না।

সম্পূর্ণ একটি কোর্স করুন বা একটি মডিউলের ক্লাস শেষ করে তারপর এই ফিল্ডে নামার চেষ্টা করুন। আপনার পথ চলা সাফল্যময়ী হোক।

বিঃদ্রঃ আমাদের একাডেমি থেকে বিগেনারদের জন্য একটি ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে ।

VPN vs PROXY🔹আমরা যখন VPN ব্যবহার করি তখন আমাদের IP/লোকেশন যে দেশে সিলেক্ট করি সে দেশে শো-করে।  কিন্তু আপনি জানেনকি VPN ...
01/03/2024

VPN vs PROXY

🔹আমরা যখন VPN ব্যবহার করি তখন আমাদের IP/লোকেশন যে দেশে সিলেক্ট করি সে দেশে শো-করে। কিন্তু আপনি জানেনকি VPN তেমন সিকিউর নয়!?😱

🔹আসুন আরেকটু বিস্তারিত জানি!
VPN এতে IP এলার্ট হয় বা ব্যবহার করেন।
এলার্ট হওয়া মানে শুধু অন করলেন, ব্যবহার করা বলতে আপনি নির্দিষ্ট দেশ সিলেক্ট করলেন।

🔸সিকিউর না হওয়ার কারণ কি?😳
দেখুন VPN এর মাঝে একটি Vulnerability (দূর্বলতা) আছে। যার নাম "dns leak". যার মাধ্যমে আপনার location ও আপনার IP শো হতে পারে। এ কারণেই VPN ব্যবহার করা থেকে বিরত থাকা ভালো।

✔️Proxy এ ক্ষেত্রে VPN থেকেও অনেক সিকিউর তাই সাইবার ফিল্ডে থাকার জন্য Proxy ব্যবহার শিখুন।

➡️ আলহামদুলিল্লাহ্‌ আজ আমাদের EHB কোর্সে Proxy ব্যবহার শিখানো হয়েছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে VPN Configuration করা শিখানো হবে।

সাথেই থাকুন শিখতে থাকুন!🌹

◾Ethical Hacking Tools Part-1 ◾💠Burp suite (BS)🔵Burp suite হলো web Application Pe*******on testing টুলস।  এটি lemon lang...
01/03/2024

◾Ethical Hacking Tools Part-1 ◾

💠Burp suite (BS)

🔵Burp suite হলো web Application Pe*******on testing টুলস। এটি lemon language বলা হয়, কোন web application scanning বা তার ভিতর দূর্বলতা বের করারা জন্য বা তার সিকিউরিটি testing এর জন্য আমরা burp suite ব্যবহার করি।

🔹প্রাথমিক পর্যায় যখন BS লঞ্চ হয়েছিল তখন শুধু Web application. scan বা vulnerability অথবা security ইস্যু বের করার জন্য ব্যবহার হতো।

🔹বর্তমানে web application এর পাশাপাশি mobile application ও Apk স্কেন করা, Exploit করা বা দূর্বলতা (vulnerability) বের করা সহ এজাতীয় বহু কাজ করা যায়।

🔸মুলত BS কর্পোরেট ও প্রোফেশনালি ব্যবহার করা হয়। আপনি যদি Web application, pe*******on testing এ ক্যারিয়ার বানাতে চান! তাহলে BS শিখা আপনার জন্য জরুরি।

সাইবার ফিল্ডে বহু Exam এ Burp suite বিষয়ক প্রশ্ন আসে।

সার সংক্ষেপ:-
(Burp suite) web application ও pe*******on testing Tools যাকে Website এর পাশাপাশি mobile application ও Apk স্কেন করা, Exploit করা বা দূর্বলতা (vulnerability) বের করা সহ এজাতীয় বহু কাজে ব্যবহার করা হয়।

next pert coming soon !...........

🪄আদর হাসান

Cyber ফিল্ডে কাজ শিখা ও কাজ করার ইচ্ছে অনেকের তবে শুরুটা কোথা থেকে করবেন তা নিয়ে শত ভাবনা।আজকে কিছু বিষয় তুলে ধরছি যাতে ...
01/03/2024

Cyber ফিল্ডে কাজ শিখা ও কাজ করার ইচ্ছে অনেকের তবে শুরুটা কোথা থেকে করবেন তা নিয়ে শত ভাবনা।

আজকে কিছু বিষয় তুলে ধরছি যাতে আপনার হাজার চিন্তার সমাধা হয়। Cyber ফিল্ডপ কাজের জন্য অনেকেই কোর্সের প্রতি ঝুকে যায়। আবার কেউ আর্থিকভাবে দূর্বল থাকায় কোর্স করতে পারেন না।

এখন বিষয় হলো কোর্স শর্ত নয় যদি নিজ গাইডলাইনে চলতে পারেন। YouTube ও Website হাজারো সোর্স আছে। যার মাধ্যমে নিজেকে ডেভলপ করতে পারবেন।

শুরুটা কোথায় থেকে করবো!?
আপনি কি কি জানেন! কতটুকু আপনার ভিতর আছে তা একমাত্র আপনিই ভাল জানেন আপনাকে আমি একটি কোর্সের কথা বললাম কিন্তু আপনি সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখেন। তাই আপনাকেই বের করতে হবে। আপনি জানেন বা কি পারেন।

কি কি জানা লাগবে!
কোন একাডেমি বা সাইবার গ্রুপ থেকে প্রাথমিক কোর্স করা থাকলে ভাল। যেমন : Gmail. facebook. YouTube বা পিসি থাকলে Computer Fundamental জানা থাকলে হবে।

উপরের বিষয়গুলি প্রাথমিক পর্যায়ের!
দ্বিতীয় স্টেপে Ethical hacking begginer বা professional কোর্স। অতপর cyber ফিল্ডে পথ যাত্রা শুরু হবে ।

তৃতীয় স্টেপে কি শিখবো!?
এই স্টেপে virtual lab কাজ শুরু করবেন। অনলাইনে বহু প্লাটফর্ম আছে সেখানে একাউন্ট খুলে নিজের পছন্দনীয় টপিকে কোর্স করবেন।

উপরের সব প্রসেস ফ্রী পাবেন অনলাইনে তবে গাইডলাইনের জন্য কোন গ্রুপের বা একাডেমির সহযোগীতা নিলে আরো ভাল হবে।

দীর্ঘায়িত হোক আপনদের সাইবার ফিল্ডের পথ চলা।

03/07/2023

Types of Networks in Networking

নেটওয়ার্ক তিন ধরণের হয়।

1-LAN = Local area Network
2-MAN = Metropolitan area Network
3-WAN = Wide area Network

# LAN #
LAN হলো একটি Router থেকে যত system connected হচ্ছে, wifi হোক বা wired হোক, কোনো পার্থক্য নেই। Router এর সাথে যত System connected আছে। তাকে LAN বলে।
যেমন একটি Router থেক pc, phone, leptop এই সকল system কে connected করে রাখছে, তাকে আমরা LAN বলি, অর্থাৎ Small area যত Info share হচ্ছে তাকে আমরা LAN বলি।

# MAN #
যখন কোন Router বা brodband আমরা যেই service নিয়ে থাকি LAN থেকে বড় area নিয়ে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি network কয়েকটি বাড়ী, কম্পানি, অফিসে provide হচ্ছে, মানে LAN থেকে বড় area network শেয়ার হচ্ছে তাকে MAN বলে।

#
আমরা সবাই WAN এর সাথে জড়িত, আর তাহল Internet , যা বহুত বড় জায়গা নিয়ে হয়ে থাকে। যেমন ISP সারা দেশে NET Provide করে,
www. এটা wide area network.
সাধারনত WAN যে কাজ করে, একটি Router কয়েকটি দেশে আলাদা আলাদা device এ net provide করে। এটা হলো WAN.

03/07/2023

IP part -5

ARP = Address Resolution Protocol
এটার কাজ হলো সে এটা confirm করে যে, কতটি device তার সাথে connected. আর ঐ সকল system এর IP কি।

সে প্রশ্ন করে 192.168.0.102 কে..?
অর্থাৎ একটি Request generate করবে যে, বের করবে (বা বলবে ) 192.168.0.102 এই IP কে ব্যবহার করছে।

সকল system এর নিকট request যাবে
প্রতিটি Device তার Reply দিবে, আমার কোড এটা। আর যখন Pc reply দিবে আমি. 102। Router তখন তার Request update করবে,
আর যে response আসছিল সে তার নিকট শেয়ার করবে।

আর এমনি করে আমাদের সকল network কাজ করে, চাই তা wireless হোক বা wired হোক।

wireless device, google access করার জন্য permission চায়, যে IP যাবে তা public IP যাবে
router এর, আর যে Response আসবে তা Router এর নিকট আসবে।

অতপর Router সবার নিকট ARP Request share করে, সে যার IP হবে, যার জন্য Response আসছে তাকে share করে।

এভাবে আমাদের যে networkin আছে কাজ করে আরো কিছু বিষয় আছে সামনে শিখবো ইনশাআল্লাহ।

02/07/2023

IP Part-4

Source IP,
যেই system থেকে কোন packet Generate হয়ে যাচ্ছে তাকে Source IP বলে।অর্থাৎ একস্থান থেকে এই packet generate হয়ে সেই স্থান থেকে বের হয়েছে। যা বের হয়ে যাচ্ছে তা source IP..

Destination IP
যেই Destination (গন্তব্যে) এ packet যাচ্ছে,
তাকে Destination IP বলে। অর্থাৎ যদি একটি Router, packet generate করে google server এর পক্ষ থেকে, যে আমি আপনার site access করবো,

এখানে source IP রাউটারের আর Destination IP গুগলের কারণ Packet টি Google এ পৌছবে তার মানে google হলো গন্তব্য ।

তা এমনি ভাবে, যেমনটি Router packet কে sent করলো internet এর নিকট , তাহলে public যেই source IP আছে তা হবে Router এর। আর এই packet সরাসরি google server এর নিকট যাবে।,তার IPর সাথে Ping হয়ে যাবে।
যা,আমরা পরে জানবো।

Google server এর নিকট যখন packet sent করা হবে তখন ২টি Response আসবে।
১-বলবে site access করতে পারবেন না
২- site access করতে পারবেন।
উভয় ক্ষেত্রে google একটি Response generate করবে। অর্থাৎ একটি Reply দিবে এই Reply কে Response বলে।

যখন Google response generate করবে
তখন এই Response কোন IP তে আসবে .!?

এই Response কোন system এ নয় Router এর IP তে আসবে, কারণ Router এর IP ছিল Source IP, যে IP google server এর নিকট গেলো তা ISP এর IP। যে Response আসবে তা Router এর IPর নিকট আসবে।Router এর যখন Response মিলবে তখন সে আরেকটি কাজ করবে তা হল Router প্রতি second এ ARP Request generate করবে।

ARP সম্পর্কে আমরা সামনের পর্বে জানবো ইনশাআল্লাহ

Address

Jatrabari

Telephone

+8801819341026

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ador Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ador Hasan:

Share