Siyam

Siyam আসসালামুয়ালাইকুম,ওয়া রাহমাতুল্লাহি,ওয়া বারাকাতুহু !!!

11/01/2024

যুবকদের জন্য সর্বোত্তম নসিহত...❗
🎙️ Sheikh Ahmadullah.
©️Iqra Insaan.

15/11/2023

দুনিয়ার মায়া ছেড়ে একদিন চলে যাব কথাটা খুব সত্য।
কিন্তু মনে থাকে না❗
তাইতো দুনিয়ার মহব্বতে ডুবে আছি😭😭😭

08/11/2023

💝

😵‍💫
30/10/2023

😵‍💫

28/10/2023
26/10/2023

🎙️ শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ 💝

😓
25/10/2023

😓

সুবহানাল্লাহ!!!💝
13/10/2023

সুবহানাল্লাহ!!!💝

আপনার সন্তানকে আল-আ'কসা মসজিদ চিনিয়ে রাখুন, তার অন্তরে আল-আ'কসার প্রতি ভালবাসা তৈরি করুন!আল-আ'কসা হলো সেই মসজিদ যার ব্যা...
11/10/2023

আপনার সন্তানকে আল-আ'কসা মসজিদ চিনিয়ে রাখুন, তার অন্তরে আল-আ'কসার প্রতি ভালবাসা তৈরি করুন!
আল-আ'কসা হলো সেই মসজিদ যার ব্যাপারে কোরআনে আল্লাহ নিজে আয়াত নাজিল করে বলেছেন,
سُبْحٰنَ الَّذِيْٓ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِيْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَاۗ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
মহান পবিত্র সে সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মাসজিদুল হারাম থেকে আল মাসজিদুল আ'কসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
(সূরা আল-ইসরা (বনী-ইসরাঈল) ১৭ঃ আয়াত ১)
এই আয়াতে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'কে মেরাজের রাতে মক্কার হারাম মসজিদ থেকে বরকতময় আল-আ'কসা মসজিদে নিয়ে গিয়েছিলেন।
আপনার সন্তানকে জানিয়ে দিন এই আল-আ'কসা ছিল কাবা'র পূর্বে আমাদের কিবলা, অর্থাৎ এই দিকে ফিরেই আমরা নামায পড়তাম। অতঃপর আল্লাহ তা কাবার দিকে পরিবর্তিত করেছিলেন। এটি পৃথিবীতে সৃষ্ট দ্বিতীয় মসজিদ, প্রথম মসজিদ হচ্ছে মক্কার মসজিদ আল-হারাম।
আপনার সন্তানকে আরো জানিয়ে দিন, ইসলামের সর্বোচ্চ সম্মানিত মসজিদ তিনটি হলো-
১/ কাবা ঘরের মসজিদ আল-হারাম।
২/ মদিনার মসজিদে নববী।
৩/ আল-আ'কসা বা বাইতুল মু'কাদ্দাস।

অর্থাৎ আমরা মসজিদুল হারাম ও নববীর পরেই যে মসজিদের প্রতি আবেগ রাখবো তা হলো আল-আ'কসা!
আপনার সন্তানকে জানিয়ে দিন, আল-আ'কসা মসজিদ মুসলিমদের মসজিদ, এই মসজিদের প্রতি ভালবাসা আমাদের ঈমানের অংশ, ঈমানের দাবী।
ছবিতে দেখতে পাচ্ছেন- সোনালী গম্বুজকে বলা হয় কুব্বাত আসসাখরা বা ডোম অফ দ্যা রক। কালো গম্বুজের কিবলি মসজিদকেই আল আ'কসা মসজিদ হিসেবে চেনা হয়। তবে সবুজ চিহ্নিত সম্পূর্ণ জায়গাটিই আমাদের আ'কসা মসজিদের অংশ। অর্থাৎ এখানে অবস্থিত কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ, বুরাক মসজিদ এবং ডোম অফ দ্যা রক সহ ১৪৪ একর সমস্ত জায়গাটুকুই আল আ'কসা মসজিদের অন্তর্ভুক্ত।
প্রচারে- অর্ধেকদ্বীন ডটকম

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share