16/10/2020
যশোরে ২ প্রতিবেশী তরুণ খুন
যশোরের মনিরামপুর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে প্রতিবেশী দুই তরুণ খুন হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার জয়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও নিকমল মোল্লার ছেলে আব্দুল আহাদ (২৫)।
মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, তাদের গলা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত রয়েছে। নিহত বাদল মনিরামপুর উপজেলার রূপদিয়া বাজারে ইন্টারনেট সংযোগের কাজ করতেন। আর আহাদ পেশায় কৃষক। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ গিয়ে লাশ হেফাজতে নেয়। ঘটনাস্থলে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা গেছে।
তবে দুই তরুণ কেন বারপাড়া গ্রামে গিয়েছিলেন তা বলতে পারেনি পুলিশ।
বারপাড়া গ্রামের বাসিন্দা নাসির বিশ্বাস বলেন, ঘটনাস্থলের পাশেই তার বাড়ি। সন্ধ্যায় তিনি বাড়ির উঠনে বসে ছিলেন।
“তখন রক্তাক্ত একজন দৌড়ে এসে বলেন, ‘চাচা আমারে বাঁচান।’ এই বলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমরা বাড়ির সবাই চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে নিয়ে ভ্যানে করে হাসপাতালে রওনা হয়। পথে সদর উপজেলার চাউলিয়া গেটে গেলে তার মৃত্যু হয়। পরে লোকজন এগিয়ে গিয়ে দেখে আরেকজনের লাশ মাঠের মধ্যে পড়ে আছে। তার পাশে একটি মোটর সাইকেল পড়ে ছিল। ঘটনাস্থলে পড়ে থাকা লাশটি বাদলের। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত যুবকের নাম আহাদ।”