12/09/2025
চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ
risingbd.comSep 12, 2025 6:40 PM
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ১৮:৪২, ১২ সেপ্টেম্বর ২০২৫
চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ
Search For How To Become A Nurse
We've got the answers you need.
everydaydealsnow.com
by TaboolaSponsored Links
বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় নুর মোহাম্মদ (৫৫) নামে এক মসজিদের ইমামকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমামের ছেলে জাকারিয়া।
ভুক্তভোগী নুর মোহাম্মদ শেরপুর উপজেলার শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম। অভিযুক্তরা হলেন— শাহ আলম (৩৬), শাহাদৎ হোসেন (২৫), জাহিদুল ইসলাম মেম্বর (৪২), রাসেল (৪০), উজ্জল হোসেন (২৫) এবং জনি (২২)।
অভিযোগপত্র ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নুর মোহাম্মদ প্রায় ১৫ বছর ধরে শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এলাকার ছোট ছেলে-মেয়েদের আরবি পড়ান। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা মসজিদের সামনে থেকে ইমাম নুর মোহাম্মদকে দাওয়াত ও মিলাদের কথা বলে রিকশাযোগে জাহিদুল মেম্বারের নির্মাণাধীন হোটেলের ভেতরে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এরপর আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন আছেন।
Search For How To Become A Registered Nurse
We've got the answers you need.
everydaydealsnow.com
by TaboolaSponsored Links
ভুক্তভোগীর ছেলে জাকারিয়া বলেছেন, “আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
ভুক্তভোগী ইমাম নুর মোহাম্মদ বলেছেন, “আমাকে কয়েকজন মারধর করেছে। জাহিদুল মেম্বার আমাকে তাদের থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, বাড়ি থেকে ৫ হাজার টাকা নিয়ে এসে দিন।”
জাহিদুল মেম্বার বলেছেন, “আমি পরে গিয়ে তাকে (ইমাম) উদ্ধার করেছি।”
Cyprus investments might be cheaper than you think
Cyprus Investments | Search Ads
by TaboolaSponsored Links
ইমামকে বাড়ি থেকে ৫ হাজার টাকা নিয়ে এসে দিতে বলা হয়েছে কেন, এ প্রশ্নের কোনো জবাব দেননি জাহিদুল মেম্বার।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/এনাম/রফিক
Source
সম্পর্কিত অনুসন্ধান
ইমামকে তুলে নিয়ে মারধর
Risingbd.com - প্রতি মুহূর্তের খবর