IAB newz jessor

IAB newz jessor md mizan79

21/09/2025

কথাগুলো ১০০% সত্য ও যুগউপযোগি..

21/09/2025

দালালের সিল লাইগা গেছে

21/09/2025
21/09/2025

এতো স্পষ্টকথা কেবল আমাদের নেতারাই বলতে পারে!

21/09/2025

কিচ্ছু বলার নাই সত্য একটু তিতাই হয়!

20/09/2025

মণিরামপুরে হাতপাখার এমপি প্রার্থীর বিশাল মটরসাইকেল শোডাউন ❤️
#হাতপাখা #নির্বাচন #ইসলামীআন্দোলন #মণিরামপুর #শোডাউন

চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে মারপিটের অভিযোগrisingbd.comSep 12, 2025 6:40 PMবগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কমপ্রকাশিত...
12/09/2025

চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ
risingbd.comSep 12, 2025 6:40 PM
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ১৮:৪২, ১২ সেপ্টেম্বর ২০২৫

চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ
Search For How To Become A Nurse
We've got the answers you need.
everydaydealsnow.com
by TaboolaSponsored Links
বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় নুর মোহাম্মদ (৫৫) নামে এক মসজিদের ইমামকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমামের ছেলে জাকারিয়া।

ভুক্তভোগী নুর মোহাম্মদ শেরপুর উপজেলার শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম। অভিযুক্তরা হলেন— শাহ আলম (৩৬), শাহাদৎ হোসেন (২৫), জাহিদুল ইসলাম মেম্বর (৪২), রাসেল (৪০), উজ্জল হোসেন (২৫) এবং জনি (২২)।

অভিযোগপত্র ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নুর মোহাম্মদ প্রায় ১৫ বছর ধরে শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এলাকার ছোট ছেলে-মেয়েদের আরবি পড়ান। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা মসজিদের সামনে থেকে ইমাম নুর মোহাম্মদকে দাওয়াত ও মিলাদের কথা বলে রিকশাযোগে জাহিদুল মেম্বারের নির্মাণাধীন হোটেলের ভেতরে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এরপর আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন আছেন।

Search For How To Become A Registered Nurse
We've got the answers you need.
everydaydealsnow.com
by TaboolaSponsored Links
ভুক্তভোগীর ছেলে জাকারিয়া বলেছেন, “আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

ভুক্তভোগী ইমাম নুর মোহাম্মদ বলেছেন, “আমাকে কয়েকজন মারধর করেছে। জাহিদুল মেম্বার আমাকে তাদের থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, বাড়ি থেকে ৫ হাজার টাকা নিয়ে এসে দিন।”

জাহিদুল মেম্বার বলেছেন, “আমি পরে গিয়ে তাকে (ইমাম) উদ্ধার করেছি।”

Cyprus investments might be cheaper than you think
Cyprus Investments | Search Ads
by TaboolaSponsored Links
ইমামকে বাড়ি থেকে ৫ হাজার টাকা নিয়ে এসে দিতে বলা হয়েছে কেন, এ প্রশ্নের কোনো জবাব দেননি জাহিদুল মেম্বার।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/এনাম/রফিক

Source

সম্পর্কিত অনুসন্ধান

ইমামকে তুলে নিয়ে মারধর

Risingbd.com - প্রতি মুহূর্তের খবর

চরমোনাইর ভালো দিক হলো চরমোনাই একটা আপোষহীন দল এবং চারদিকে এত আপোষ করতে চাওয়া দাড়ি টুপি জুব্বাওয়ালাদের মধ্যে চরমোনাই অন...
05/09/2025

চরমোনাইর ভালো দিক হলো চরমোনাই একটা আপোষহীন দল এবং চারদিকে এত আপোষ করতে চাওয়া দাড়ি টুপি জুব্বাওয়ালাদের মধ্যে চরমোনাই অনেক ক্ষেত্রেই ছাড় দেয় নাই। তার মধ্যে নারী নেতৃত্ব অন্যতম। এই জায়গায় ছাড় দিলে চরমোনাই অনেক কিছু পাইতো।
টেকনিকালি আর একটা ভাল দিক হলো বলিষ্ঠ নেতৃত্ব। পীর সাহেব চরমোনাই এবং শায়েখে চরমোনাইর নেতৃত্বের প্রতি কোন প্রশ্ন নাই কর্মীদের, নেই কোন গ্রুপিং। অন্যান্য দলের থেকে তারা তুলনামূলক তরুন, মুভ করতে পারেন তাই তো এক ঘন্টার নোটিশে ঢাকায় বিশাল মিছিল বের করা চরমোনাইর জন্য কোন ব্যাপার না।
তবে চরমোনাইর প্রতিনিয়ত রাজনৈতিক এক্টিভিটি থাকে, সামাজিক একটিভিটি থাকে, প্রোগ্রাম থাকে কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে সেটা আসে খুব কম। এটা ইচ্ছাকৃত কারন একটা ইসলামিক দলকে তারা স্পেস দিবে না স্বাভাবিক। চরমোনাইর নিজস্ব মিডিয়া থাকাটা এখন জরুরি।
আগামীতেও ইসলাম ইস্যুতে আপোষহীন চরমোনাইকেই দেখতে চাই। কারন ইসলাম ইস্যুতে আপোষ করার অধিকার কোন দলের নাই তাহলে রাসূল (সঃ) কে আবার দুনিয়ায় আসতে হবে।
আপোষ আর দাবি দাওয়ার কিন্তু কোন শেষ নাই আপনার মুখ থেকে কালেমা কেড়ে নেয়া পর্যন্ত ওরা ইসলামিক দলগুলোকে উপদেশ দিতেই থাকবে এটা একটা ফা'দ।
তবে একটা দুঃখজনক ব্যাপার হলো মাঠ পর্যায় চরমোনাইর কিছু কর্মীদের মধ্যে অন্যান্য ইসলামিক দলের প্রতি কিছুটা তীর্যক মন্তব্য করতে দেখা যায়। সবাই করে না। তবুও যারা করেন তাদের অতি দ্রুত বন্ধ করতে হবে।
মনে রাখবেন চরমোনাইর মত না হোক অন্য কোন ভাবেও যদি কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা মত করে ইসলাম মানে সে আপনার ভাই।

পিনাকী ভট্টাচার্য।

25/08/2025

আগামিতে আমরা নির্বাতন চাই কিন্তু যেনতেন নির্বাতন চাইনা. গাজি আতাউর রহমান!

25/08/2025

একজন অমুসলীম হয়েও কত সুন্দর শরিয়া আঈনের ব্যাখ্যা দিয়েছেন. যা একজন নামধারী মুসলীম জানেওনা.

Address

Jessore
Jessore
192

Alerts

Be the first to know and let us send you an email when IAB newz jessor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share