সুখের ঠিকানা

সুখের ঠিকানা একজন আদর্শ মানুষ হয়ে গরীব-দুখী মানুষে সেবায় এবং দেশের অবস্থানের তথ্য সংগ্রহ ও প্রচার একমাত্র লক্ষ্য।

মানুষ হয়ে যদি মানুষের জন্য কিছু নাই করা যাই তাহলে এমন মানুষ হয়ে লাভ কি।

15/04/2024
মহান আল্লাহ তায়ালা অশেষ রহমতে দেখতে দেখতে ১৮ বছর পার হয়ে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন,যেন আমরা আগামী দিনগুলো সুখ-দুঃ...
13/04/2024

মহান আল্লাহ তায়ালা অশেষ রহমতে দেখতে দেখতে ১৮ বছর পার হয়ে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন,যেন আমরা আগামী দিনগুলো সুখ-দুঃখে গত দিনগুলোর চাইতে আরো সুন্দরময় কাটাতে পারি।

26/03/2024

আসসালামু আলাইকুম!

আলহামদুলিল্লাহ্! আপন ঠিকানার ৫৫৮ নং পর্বের অতিথি শিমুর দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিবারের প্রাথমিক সন্ধান মিলেছে।

অপেক্ষা করুন অতি দ্রুত আমরা আপডেট ভিডিও প্রচারের চেষ্টা করছি। বিস্তারিত তথ্য আমরা আপডেট ভিডিওতে তুলে ধরব, ইনশাআল্লাহ্!

এর মধ্যে এই অতিথির দাবিকৃত পরিবারের কোন তথ্য, ছবি বা ফোন নাম্বার দিয়ে কমেন্ট করা থেকে বিরত থাকুন।

ধন্যবাদ

26/03/2024

জেনেনি কিছু ইংরেজি শব্দ অর্থ...
🍁 Almond (আঃমনড) -- বাদাম
🍁 Amla (আমলা)-- আমলকী
🍁 Apple (অ্যাপল) -- আপেল
🍁 Black Berry (ব্ল্যাক বেরি) -- কালজাম
🍁 Banana (ব্যানানা) -- কলা
🍁 Berry (বেরি) -- জাম
🍁 Bokhara Plum ( বোখরা প্লাম) -- আলু বোখারা
🍁 Cashew Nut (ক্যাসুনাট) -- কাজুবাদাম
🍁 Citron (সাইট্রন) -- কাগজী লেবু
🍁 Coconut (কোকোনাট) -- নারিকেল
🍁 Cucumber (কিউকাম্বার) -- শসা
🍁 Custard Apple (কাস্টার্ড অ্যাপল) -- আতা
🍁 Date (ডেট) -- খেজুর
🍁 Fig (ফিগ) -- ডুমুর.
🍁 Grape (গ্রেপ) -- আঙ্গুর
🍁 Green Coconut (গ্রাউন্ড কোকোনাট) -- ডাব
🍁 Ground Nut (গ্রাউন্ড নাট) -- চীনা বাদাম
🍁 Guava (গোয়াবা) -- পেয়ারা
🍁 Jack Fruit (জ্যাক ফ্রুট) -- কাঁঠাল
🍁 Lemon ( লেমন) -- লেবু
🍁 Lime (লাইম) -- বাতাবী লেবু
🍁 Lychee (লিচি) -- লিচু
🍁 Mango (ম্যাংগো) – আম

না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক সাদি মহম্মদ। বুধবার ...
14/03/2024

না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক সাদি মহম্মদ। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদি মহম্মদের ছোট ভাই নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ। তিনি নিজেই সাদির ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এ সময় তাকে নেওয়া হয় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। সেখানকার কতর্বব্যরত চিকিৎসক স্বাগতিক লোহানী তার মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেন।

সুখের ঠিকানা tv:  যশোরের চৌগাছায় ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের জন্য এক স্কুল শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শিক্ষক ও ছা...
13/03/2024

সুখের ঠিকানা tv:
যশোরের চৌগাছায় ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের জন্য এক স্কুল শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শিক্ষক ও ছাত্রীর অনৈতিক এ কাজের বিষয়টি জানাজানি হলে তীব্র ক্ষোভ দেখা দেয় শিক্ষার্থী ও অভিভাবক মহলে। ১১ মার্চ (সোমবার) উপজেলার শহীদ মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত শিক্ষকের চাকরিচ্যুত এবং বিচার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবীতে এ ঘটনায় ১২মার্চ (মঙ্গলবার) স্কুল ম্যানেজিং কমিটি অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। একই সঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা গেছে, সিংহঝুলী শহীদ মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক শরিফুল ইসলাম গত সোমবার (১১ মার্চ) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক কমনরুমের ওয়াশরুমে ১০ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। ১০ম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, দুপুরে দীর্ঘ সময় ধরে স্যার ও তাদের বান্ধবী ওয়াশরুমে অবস্থান করছে। এতে তাদের সন্দেহ হয়। তারা ওয়াশরুমে প্রবেশ করে দেখে তারা দু্জনই অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ হয়। তাদের দাবি চরিত্রহীন কোনো ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারে না। এ কারণে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়ে সবাই। ওই শিক্ষকের বহিষ্কারসহ সুষ্ঠু বিচারের দাবি জানায় তারা। কয়েকজন শিক্ষার্থী জানায় এই শিক্ষকের এ ধরনের কর্মকান্ড পুরাতন সভাব। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ ছিল। কিন্তু কেউ মুখ খোলেনি। এবার ধরা পড়েছে।

সিংহঝুলী গ্রামের হাফিজুর রহমানের ছেলে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম জানান, একজন ভাল শিক্ষক হিসেবে আমি কিছু মানুষের রোষানলের শিকার হয়েছি। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র বিশ্বাস বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবহিত করেন। সভাপতি ১২ মার্চ বিকেলে পরিচালনা কমিটির এক জরুরী সভা আহবান করতে বলেন। সভায় ওই শিক্ষককে ২ মাসের জন্য বহিষ্কার করা হয়। ঘটনা তদন্তে সহকারী প্রধান শিক্ষক মহাসিন আলীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অন্য দুই জন্য সদস্যরা হলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বিল্লাল হোসেন ও রুবিনা খাতুন। তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ বিষয়ে জানতে মোবাইলে স্কুলের প্রধান শিক্ষক গৌর চন্দ্র বলেন, ‌‌ আমি পরীক্ষার হলে দায়িত্ব পালন করছি। যে কারনে স্কুলে সময় দিতে পারছিনা। মোবাইলে খবর পেয়ে স্কুলে গিয়ে বিষয়টি জানতে পেরে কমিটির সভায় তার বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে প্রকৃত ঘটনা জানা যাবে। তখন সত্য প্রমাণিত হলে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি সত্য প্রমাণিত না হয় তা হলে তা বিদ্যালয়ে ফিরে আসতে কোনো বাধা নেই।

সুখের ঠিকানা সংবাদ: ১৩.০৩.২৪দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের আশ্রয়ণের ১০টি পরিবারের ঘর-বাড়িসহ ৪টি গরু ও ৬টি ...
13/03/2024

সুখের ঠিকানা সংবাদ: ১৩.০৩.২৪
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের আশ্রয়ণের ১০টি পরিবারের ঘর-বাড়িসহ ৪টি গরু ও ৬টি ছাগল বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোয়ালডিহি ভুল্লারহাট বাজারের পূর্বে আশ্রয়ণ পাড়ায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত লিটন বলেন, আশ্রয়ণের বাসিন্দা মালার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন আশ্রয়ণের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ কমল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আইন-আদালতচেক প্রতারণার তিন মামলাইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্...
04/03/2024

আইন-আদালত
চেক প্রতারণার তিন মামলা
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চেক প্রতারণার পৃথক তিন মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালত এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে সমন জারি গ্রাহকদের টাকা ফেরতের বিষয়ে যা বলেন ইভ্যালির রাসেল এর আগে এসব মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এর আগে গত ১৫ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ওইদিন আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে বুধবার (১৭ জানুয়ারি) তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রাসেলের জামিন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে হাজির হননি।
এদিকে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল গত রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রমে অংশ নেন।

সেখানে তিনি বলেন, ইভ্যালির কাছে প্রত্যেক পাওনাদারের দেনা পরিশোধ করা হবে। এক্ষেত্রে যারা অভিযোগ করেছেন অথবা যারা অভিযোগ করেননি সবাইকেই তালিকা অনুযায়ী টাকা পরিশোধ করা হবে।

13/02/2024

𝟏.নিজে চেষ্টা কর - 𝐓𝐫𝐲 𝐢𝐭 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟.
🎼𝟐.চিন্তা করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐰𝐨𝐫𝐫𝐲.
🎼𝟑.প্রশ্নই ওঠে না - 𝐔𝐧𝐪𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐚𝐛𝐥𝐞.
🎼𝟒.একটু বুঝতে চেষ্টা কর - 𝐓𝐫𝐲 𝐭𝐨 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝.
🎼𝟓.কথাটা মন্দ না - 𝐓𝐡𝐚𝐭’𝐬 𝐧𝐨𝐭 𝐚 𝐛𝐚𝐝 𝐢𝐝𝐞𝐚.
🎼𝟔.বিশেষ কিছুই না - 𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥.
🎼𝟕.আদৌ নয় - 𝐍𝐨𝐭 𝐚𝐭 𝐚𝐥𝐥.
🎼𝟖.হতাশ হবেন না – 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐝𝐢𝐬𝐚𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐞𝐝.
🎼𝟗.হাল ছেড়ে দেবেন না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐢𝐯𝐞 𝐮𝐩.
🎼𝟏𝟎.সংকোচ করবে না - 𝐃𝐨𝐧’𝐭 𝐡𝐞𝐬𝐢𝐭𝐚𝐭𝐞.
🎼𝟏𝟏.ঠিক ঠিক উত্তর দাও - 𝐀𝐧𝐬𝐰𝐞𝐫 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭.
🎼𝟏𝟐.মূল বিষয়ে আসো - 𝐂𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭.
🎼𝟏𝟑.ব্যাপারটা দারুন হবে - 𝐓𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐠𝐫𝐞𝐚𝐭.
🎼𝟏𝟒.ওটা হলে খুব ভালোহয়-𝐓𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐯𝐞𝐫𝐲 𝐧𝐢𝐜𝐞
🎼𝟏𝟓.মাথা গরম করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐥𝐨𝐬𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐭𝐞𝐦𝐩𝐞𝐫.
🎼𝟏𝟔.আর কিছুই বলবে না - 𝐃𝐨𝐧’𝐭 𝐬𝐚𝐲 𝐚𝐧𝐲𝐦𝐨𝐫𝐞.
🎼𝟏𝟕.বাজে কথা বলো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐭𝐚𝐥𝐤 𝐧𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐞.
🎼𝟏𝟖.আপনি যেতে পারেন - 𝐘𝐨𝐮 𝐜𝐚𝐧 𝐠𝐨.
🎼𝟏𝟗.পরে দেখা হবে - 𝐒𝐞𝐞 𝐲𝐨𝐮 𝐚𝐠𝐚𝐢𝐧
🎼𝟐𝟎.পরে কথা হবে - 𝐓𝐚𝐥𝐤 𝐭𝐨 𝐲𝐨𝐮 𝐥𝐚𝐭𝐞𝐫.
🎼𝟐𝟏.বকবক কর না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐚𝐛.
🎼𝟐𝟐.পাগলামি করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐠𝐞𝐭 𝐦𝐚𝐝.
🎼𝟐𝟑 ভয় পেয়ো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐚𝐟𝐫𝐚𝐢𝐝.
🎼𝟐𝟒.সন্তোষজনক নয় - 𝐍𝐨𝐭 𝐬𝐚𝐭𝐢𝐬𝐟𝐚𝐜𝐭𝐨𝐫𝐲.
🎼𝟐𝟓.এদিকে এসো - 𝐂𝐨𝐦𝐞 𝐡𝐞𝐫𝐞.
🎼𝟐𝟔.শান্ত হও - 𝐊𝐞𝐞𝐩 𝐪𝐮𝐢𝐭𝐞.
🎼𝟐𝟕.দয়া করে বসুন - 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐡𝐚𝐯𝐞 𝐚 𝐬𝐞𝐚𝐭.
🎼𝟐𝟖.বোকামী করো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐬𝐢𝐥𝐥𝐲.
🎼𝟐𝟗.এতো অধৈর্য হয়ো না - 𝐃𝐨𝐧’𝐭 𝐛𝐞 𝐬𝐨 𝐢𝐦𝐩𝐚𝐭𝐢𝐞𝐧𝐭
🎼𝟑𝟎.চলো শুরু করি - 𝐋𝐞𝐭’𝐬 𝐠𝐞𝐭 𝐬𝐭𝐚𝐫𝐭𝐞𝐝

24/01/2024

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

Address

Chowgacha
Jessore
7410

Alerts

Be the first to know and let us send you an email when সুখের ঠিকানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুখের ঠিকানা:

Share