Md.Shariful Islam

Md.Shariful Islam মৃত্যুর চেয়ে মানুষের কাছে ভবিষ্যতের গুরত্ব বেশি অথচ মৃত্যুই মানুষের ভবিষ্যৎ ॥ আমি সহজ করব আপনার কঠিন কাজ গুলো যদি আল্লাহ্ তৌফিক দান করেন।

14/03/2025
Big shout out to my newest top fans! 💎 Md Alomgir HossenDrop a comment to welcome them to our community,
14/03/2025

Big shout out to my newest top fans! 💎 Md Alomgir Hossen

Drop a comment to welcome them to our community,

অভিষেক হতে যাচ্ছে নতুন বিজনেস ইনশাআল্লাহ । বাজারে আশছে শরিফ এন্টারপ্রাইজ এর নিজস্ব ব্রান্ডিং. মানে গুনে অনন্য এক্সপার্ট ...
03/06/2024

অভিষেক হতে যাচ্ছে নতুন বিজনেস ইনশাআল্লাহ । বাজারে আশছে শরিফ এন্টারপ্রাইজ এর নিজস্ব ব্রান্ডিং. মানে গুনে অনন্য এক্সপার্ট কোয়ালিটি সার্জিক্যাল ব্যান্ডেজ।

আমার ঈদের জামা চাই না আমি ত জান্নাতুল ফেরদৌসের মেহমান হতে চাই ---ফিলিস্তিন কন্যাইয়া আল্লাহ তুমি ফিলিস্তিনের সকল মুসলমানদ...
02/04/2024

আমার ঈদের জামা চাই না
আমি ত জান্নাতুল ফেরদৌসের মেহমান হতে চাই
---ফিলিস্তিন কন্যা
ইয়া আল্লাহ তুমি ফিলিস্তিনের সকল মুসলমানদের গায়েবি সাহায্যের মাধ্যমে হেফাজত করো (আমিন)

তাদের চিন্তা আর আমাদের চিন্তার মাঝে আকাশ পাতাল তফাত। হে আল্লাহ তুমি ফিলিস্তিন সকল শহিদ দের জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা কর,,,

আমিন।

আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান দয়াময় আল্লাহর জন্য যিনি আমাকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাললাল্লাহু আলাইহি ও...
14/03/2024

আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা মহান দয়াময় আল্লাহর জন্য যিনি আমাকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাললাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন উম্মত হিসাবে দুনিয়ার বুকে প্রেরন করে আমাকে ধন্য করেছেন এই জন্য দয়াময় প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।১১ ইং মার্চ রমজানুল মোবারক শুরু । বিগত রোজা গুলো রাখার সৌভাগ্য আমার হয়েছিল।এই মাসটিকে বিশেষভাবে মূল্যায়ন বা পালন করি। ধর্মীয় দৃষ্টিকোন থেকে রোজা রাখা ফরজ।হাদীস শরীফে এসেছে যে ব্যক্তি রমজান পেলো অথচ নিজেকে পাপমুক্ত করাতে পারল না তার উপর আল্লাহর গজব।আরও একটি রমজান অতিবাহিত হওয়ার অর্থই নিজেকে পাপমুক্ত করা এবং আরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসা। আমাদের বয়স যত বাড়ছে ততই আমরা মৃত্যু কে আলিঙ্গন করার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দোয়া করবেন যতদিন বেচে থাকবো ধর্মীয় রীতি নীতি মেনে ইসলামের প্রত্যাশা অনুযায়ী যেন কাজ করে যেতে পারি। চলার পথে মানুষ হিসাবে অনেক ভুল ভ্রান্তি আছে জেনে বুঝে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেকের মনেই কষ্ট দিয়েছি আপনাদের কাছে বিনীতভাবে প্রত্যাশা করবো এই পবিত্র মাহে রামাদান মাসকে উপলক্ষ করে ক্ষমা প্রাপ্তির এই মহিমান্বিত মাসে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন দৃঢতার সাথে পরিপূর্ণ ঈমান নিয়ে যেন মহান দয়াময় প্রভুর কাছে সাক্ষাতে মিলিত হতে পারি।

দেখা যায় -থিয়েটার, সিনেমা হল ও সঙ্গীত বিপণি তৈরিতে প্রডিউসাররা স্বল্প সুদে ঋণ পেলেও কৃষক-রাখালদের উচ্চসুদে ঋণ নিতে হচ্ছে...
03/01/2024

দেখা যায় -থিয়েটার, সিনেমা হল ও সঙ্গীত বিপণি তৈরিতে প্রডিউসাররা স্বল্প সুদে ঋণ পেলেও কৃষক-রাখালদের উচ্চসুদে ঋণ নিতে হচ্ছে।যেখানে সমাজে সংখ্যালঘু একটি দল অর্থের পাহাড় বানিয়েই যাচ্ছে, সেখানে জনসংখ্যার বৃহৎ একটি অংশ নিজেদের সর্বস্ব হারিয়ে পথে বসছে। ভালভাবে লক্ষ করলে দেখবেন, কেবল উৎপাদনমুখী খাতগুলোর উপর উচ্চসুদের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আর যেগুলি অনুৎপাদনশীল এবং নোংরা সংস্কৃতির জন্ম দেয়, সেগুলোতেই সুদের হার নগণ্য।কেন এই বৈশম্য? এই বৈষম্যের পেছনে কোন উদ্দেশ্য থাকতে পারে?

আশা করি, Protocol of the Learned Elder Zion এর একটি ধারা আপনাদের মনে আছে?
"জ্যান্টাইলদের ভূমিশূন্য করতে হবে; নতুবা তাদের উপর চির দারিদ্যতা দেওয়া সম্ভব নয়।'
-হেনরি ফোর্ড।

Address

Jessore

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711356132

Alerts

Be the first to know and let us send you an email when Md.Shariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Shariful Islam:

Share