নড়াইল ব্রেকিং নিউজ

নড়াইল ব্রেকিং নিউজ "Please Like and Follow the Page"

সবার কাছে অনুরোধ পেইজ লাইক ও ফলোঅন করুন।

10/06/2025
10/06/2025

নড়াইল জেলার সদর উপজেলাধীন পৌরসভার রুপগঞ্জ বাজারে অবস্থিত অভিলাষ কমিউনিটি সেন্টার এর তিনতলায় চুরির সময়  শুধুমাত্র সদর থান...
06/06/2025

নড়াইল জেলার সদর উপজেলাধীন পৌরসভার রুপগঞ্জ বাজারে অবস্থিত অভিলাষ কমিউনিটি সেন্টার এর তিনতলায় চুরির সময় শুধুমাত্র সদর থানা পুলিশের আন্তরিক সহযোগিতায় চোর হাতেনাতে আটক।

চোরের নাম : কাদের
বাড়ি বলেছে ভাদুলী ডাঙ্গা

উল্লেখ্য শহরের এই কমিউনিটি সেন্টারে এর আগে একাধিক এসি চুরি হয়, সম্প্রতি প্রায় ৩ মণ ওজনের একটা কড়াই চুরি হয়।

ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের দাবিতে সমর্থন ইলন মাস্কের  প্রকাশ: ০৬ জুন ২০২৫ বিশ্বের শীর্ষস্থানীয় ধনী প্রযুক্তি উদ্যোক্তা ...
06/06/2025

ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের দাবিতে সমর্থন ইলন মাস্কের

প্রকাশ: ০৬ জুন ২০২৫

বিশ্বের শীর্ষস্থানীয় ধনী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের দাবি সমর্থন করেছেন। এক সময়ের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে চলমান কথার যুদ্ধে এটিই সর্বশেষ আঘাত।

‘প্রেসিডেন্ট বনাম ইলন। কে জিতবে? আমি বাজি ধরছি ইলনের পক্ষে। ট্রাম্পকে অভিশংসন করা উচিত এবং জেডি ভ্যান্সকে তাঁর স্থলাভিষিক্ত করা উচিত,’ বৃহস্পতিবার দুপুরে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে মন্তব্য করেন মালয়েশিয়াভিত্তিক ডানপন্থী লেখক ইয়ান মাইলস চিওং। প্রায় ২০ মিনিট পর চিওংয়ের ওই পোস্টের জবাবে মাস্ক শুধু লেখেন, ‘হ্যাঁ’।

বৃহস্পতিবার ট্রাম্প ও মাস্কের সম্পর্ক হঠাৎ করেই জনসমক্ষে চলে আসে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, মাস্কের আচরণে তিনি ‘খুবই বিস্মিত ও হতাশ।’

জবাবে মাস্ক সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, প্রেসিডেন্টের ২০২৪ সালের নভেম্বরে নির্বাচনে জয়ের পেছনে তাঁর ভূমিকা ছিল। পাশাপাশি তিনি এক্স-এ একটি পোস্টে অভিযোগ করেন, যৌন অপরাধে দণ্ডপ্রাপ্ত ধনকুবের জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক ছিল ট্রাম্পের।

মাস্ক লিখেছেন, ‘এবার বড় বোমা ফেলার সময়। ট্রাম্প এপস্টাইনের নথিতে আছেন। এটাই আসল কারণ যে, এই নথিগুলো এখনও প্রকাশ করা হয়নি।’

পরে এক্স পোস্টে মাস্ক আরও লেখেন, ‘এই পোস্টটি মনে রাখুন। সত্য একদিন প্রকাশ পাবে।’

মাস্কের ‘এপস্টাইন ফাইল’ দাবি প্রসঙ্গে ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রতিক্রিয়ায় হাউস অব রিপ্রেজেন্টেটিভস ‘বড়, সুন্দর বিল’ এর প্রশংসা করেন এবং ইঙ্গিত দেন, মাস্কের আরও আগেই তার বিরোধিতা করা উচিত ছিল।

‘ইলন যদি আমার বিরোধিতা করে, তাতে আমার আপত্তি নেই। তবে সেটা মাসখানেক আগেই করা উচিত ছিল। এটি কংগ্রেসে উত্থাপিত অন্যতম শ্রেষ্ঠ বিল। এতে ব্যয় ১.৬ ট্রিলিয়ন ডলার কমানো হয়েছে এবং ইতিহাসের সবচেয়ে বড় কর ছাড় দেওয়া হয়েছে। যদি এই বিল পাস না হয়, কর ৬৮ শতাংশ বাড়বে এবং আরও খারাপ পরিস্থিতি হবে। আমি এই বিশৃঙ্খলা তৈরি করিনি, আমি এটি ঠিক করতে এসেছি। এই বিল আমাদের দেশকে মহত্মের পথে এগিয়ে নেবে। মেক আমেরিকা গ্রেট এগেইন।’ বৃহস্পতিবার সন্ধ্যায় মাস্ক ও চিওংয়ের পোস্টের জবাবে হোয়াইট হাউস একটি বিবৃতিতে এসব কথা বলে।

‘এটি ইলনের দুঃখজনক এক আচরণ, যিনি একটি বড়, সুন্দর বিলে নিজের পছন্দমতো নীতি না থাকায় অসন্তুষ্ট। প্রেসিডেন্ট এখন এই ঐতিহাসিক আইন পাস করানো এবং দেশকে আবার মহৎ করে তোলার দিকেই মনোযোগী’ এক বিবৃতিতে বলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট

Collected /copied

06/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

12/03/2025

মাগুরায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন; দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

১২ মার্চ ২০২৫ (বুধবার)

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় শিশু বিভাগের পিআইসিইউ'তে (Pediatric Intensive Care Unit) চিকিৎসাধীন । প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদানুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। শিশুটি চারবার Cardiac Arrest এর শিকার হয়েছে এবং CPR প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ ৬০/৪০ যা আরো নিম্নমুখী।

সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, গত ০৮ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা ছয়টায় শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়।(সংগৃহীত )।

শিশুটির সুস্থতার জন্য দেশের সকল ধর্মাবলম্বী মানুষের নিকট দোয়াপ্রার্থী।

02/02/2025

অসাধারণ একটি ইসলামী সংগীত পরিবেশনা

মো : দুলাল হোসাইন
সিএ টু জেলা প্রশাসক, নড়াইল

Big shout out to my newest top fans! 💎শারমিন সুলতানা, Md. Shakil Shekh Drop a comment to welcome them to our community, ...
22/01/2025

Big shout out to my newest top fans! 💎

শারমিন সুলতানা, Md. Shakil Shekh

Drop a comment to welcome them to our community, fans

21/01/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Nipu Mazumder

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when নড়াইল ব্রেকিং নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share