Voice of Rashel

Voice of Rashel Hi, I am Md. Abu Rashel. My page name Voice of Rashel. This is Voice of Rashel. It is a blog site.

I have a YouTube channel please follow me to get my videos everytime.

16/06/2025

মর্জাদ বাঁওড় জলে নৌকায় ঘুরতে ঘুরতে সময় পার
゚viralシ fans

30/05/2025

মানসিক অস্থিরতা
আবু রাসেল

সপ্তাহ হতে চলেছে। শরীর খারাপ।
প্রচন্ড মাথা ব্যথা কানে ঝিঁঝি আওয়াজ।
মন বলছে, ঔষধের পাশাপাশি,
স্বস্তি পেতে শরীরি বিশ্রাম দরকার।

দীর্ঘ ছুটি নিয়ে অফিস ছেড়ে,
পূর্ণ বিশ্রামেও গেলাম।
তবুও স্বস্তি অধরা,
যেন ডুমুরের ফুল।
কারণ একটাই,
আমার আমিত্ব ছাড়তে না পারা।
অপরের দুর্দিনে,
নিজের লাভ ক্ষতির হিসেব কষা।

এখন আমারও দুর্দিন।
অন্যরা তা দেখতে পেয়ে, মুচকি মুচকি হাসে।
আর আমার অপরাধী আত্মা অনুশোচনা করে।
অনুশোচনা করতে করতে মনে মনে বলে,
আমার দুর্দিনে কেউ আসবে না।
স্বস্তি আমার জন্য না।
আমার আছে মানসিক অস্থিরতা।

30/05/2025

শুভ বিকেল

18/05/2025

To day is good day.
18.5.25 time 6.10 PM

16/05/2025

হাসিনের ইচ্ছে পোষণ ডিভাইন সেন্টার চৌগাছাতে

07/05/2025
07/05/2025

আমরা কি ভালো আছি?

07/05/2025

ভারত পাকিস্তানে হামলা করে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে কি যে ভুল করেছে।

পাক বাহিনী ভারতের দুটি যুদ্ধবিমান ১টি হেলিকপ্টার ৪টি নজরদারী ড্রোন ধ্বংস করেছে। ২২ ভারতীয় সেনা মারা গেছে।

ভারত পাকিস্থানের ১টি এফ১৬ ধ্বংস করেছে। ৭ পাক সেনা ও এক শিশু মারা গেছে।

ভারত হামলা চালিয়েছে তিন যায়গায় ৯ বার্।
পাকিস্থান হামলা চালিয়েছে ৫ যায়গায় ১৫ বার।

ভারত ৯টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।
পাকিস্থান ক্রুজ ও ব্যালিস্টিক ১৫টি ছুড়েছে।

ভারত পাকিস্থানের একটি বাড়ি ধ্বংস করেছে।
পাকিস্থান ৪টি ভারতীউ সেনা ছাউনি ধ্বংস করেছে।

বর্তমান অবস্থা। ভারতীয়রা পাক সীমান্তের অভ্যন্তরে ঢুকতে পারেনি। তবে দেড় শতাধিক পাক সেনা জম্মুর ভিতরে প্রবেশ করে স্থালাভিযান শুরু করেছে।

25/04/2025

শুভ বিকাল

23/04/2025

স্বাধীনতার ছায়ায় এক মৃত নদী
আবু রাসেল

স্বাধীনতার নাম এখন—একটা জ্যামিতিক রেখা,
যা টেনে গেছে ধনী-দরিদ্রের মাঝখানে এক নির্বেদ দেয়াল।
সে এক নৌকা, যার পাল আছে, কিন্তু হাওয়া নেই,
নাবিক আছে, কিন্তু দিক নেই—
নদী আছে, কিন্তু তার বুকে আর স্রোত নেই।

একদিন যে রক্ত—লাল সূর্যের মতো উঠেছিলো মাথার উপর,
আজ তা জমে আছে রাষ্ট্রের ছায়াঘেরা অলিন্দে,
নির্বিকার আঙ্গুলে চা-সন্ধ্যার মোড়ক খুলে
বিষাদের গন্ধ মেখে দেয় সময়ের ঠোঁটে।

রাতের শহর এখন ইলেকট্রিক জোছনায় ভাসে,
কিন্তু সেই আলোয়—
দেখা যায় না সেই মেয়ে,
যার শরীর থেকে ছিঁড়ে ফেলা হয় বিশ্বাস,
আর রেখে যাওয়া হয় শুধুই নীরবতা—
একটা জাতীয় প্রতীক হয়ে।

স্বাধীনতা এখন ফাইলবন্দী,
তার উপর সিল মারা কিছু ইশতেহার,
প্রেস কনফারেন্সে ঘোষিত কিছু মিথ্যা প্রেরণা।
যেখানে কণ্ঠস্বর মানে অনুচ্চারিত বিপদ,
আর চোখে চোখ রাখা মানে রাষ্ট্রদ্রোহ।

আমরা এখন রোবটের মতো বাঁচি—
মাথায় চার্জ, চোখে বিজ্ঞাপন,
আত্মা যেন কোনও অ্যাপে ব্যাকআপ রাখা এক ফাইল,
যেটা সময়মতো ডিলিট করে ফেলা যায়।

তবু মাঝরাতে আমি শুনি—
কোনো এক মৃত নদী তার শূন্যতা গেয়ে যায়,
তার গায়ে লেগে থাকা রক্তের দাগে ফুটে ওঠে ইতিহাস,
আর আমি বুঝি—
স্বাধীনতা মানে শুধু পতাকা না,
স্বাধীনতা মানে—
ঘুমিয়ে পড়া শিশুর মুখে শান্তির বাতাস,
বুকভরা শ্বাস নিয়ে বলা "আমি বেঁচে আছি",
নয়তো এ শুধু এক পরিণত শোকের নাম।

২০ এপ্রিল ২০২৫
রবিবার

23/04/2025

শুভ রাত্রি

13/04/2025

কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার এর অসাধারণ কবিতা পাঠ

Address

Jessore, Khulna
Jessore
7410

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Rashel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share