
05/08/2025
"প্রথমবার তবে শেষ বার নয়" 🖤
যদি হয় রক্তদাতা,
জয় করবো মানবতা,
রক্তের কোনো ধর্ম হয় না। আমাদের রক্তের পরিচয় একটাই সকলের রক্তের রং লাল। আর এই রক্ত মহান রবের দেওয়া একটা নিয়ামত। ১ ব্যাগ রক্তে যদি বাঁচে আরেকটি প্রাণ তবে আমি কেন করবো না রক্তদান।
আলহামদুলিল্লাহ, বড় ভাই শান্ত ১ম বার Blood Bangladesh এর পক্ষ থেকে একজন সিজারিয়ান পেসেন্ট কে এক ব্যাগ এ পজিটিভ লাল ভালোবাসা দান করলেন।🖤
সবাই রোগী এবং রক্তদাতার জন্য দোয়া করবেন।