Shoyeb Khan Alvi

Shoyeb Khan Alvi দেখি, ভাবি, আঁকি, লিখি!

23/08/2025

নেতা তুমার ভই নাই রাজ পথ ছাড়ি নাই।

অচিরেই আমরা ভারত দখল করব।

22/08/2025
উদ্বোধন করা হলো জনকল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয় ❤️নিরাপত্তার স্বার্থে কার্যালয়ের ঠিকানাটি গোপন রাখা হলো!!
22/08/2025

উদ্বোধন করা হলো জনকল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয় ❤️
নিরাপত্তার স্বার্থে কার্যালয়ের ঠিকানাটি গোপন রাখা হলো!!

জনকল্যাণ পার্টির মূল মন্ত্র, নিপাত যাক গণতন্ত্রএই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের দেশনেতা খায়রুল দেওয়ান। খায়রুল দেওয়ান...
22/08/2025

জনকল্যাণ পার্টির মূল মন্ত্র, নিপাত যাক গণতন্ত্র

এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের দেশনেতা খায়রুল দেওয়ান।
খায়রুল দেওয়ান এর সালাম নিন, জনকল্যাণ পার্টিতে সমর্থন দিন।

আলভি দেওয়ান
যুগ্ম আহ্বায়ক, যশোর জেলা শাখা।

31/07/2025

জনকল্যাণ এর স্বার্থে প্রচার করুন 😭

জানো*য়ার😡
27/07/2025

জানো*য়ার😡

💔
26/07/2025

💔

22/07/2025

🌙 একজন মুসাফির ভাইয়ের পাশে মুসলিম বঙ্গ ফাউন্ডেশন 🤝

আজ নোয়াখালী থেকে সফরে এসে অসুস্থ হয়ে পড়েন এক মুসাফির যুবক ভাই। অনলাইনে খবর পেয়ে মুসলিম বঙ্গ ফাউন্ডেশন–এর টিম দ্রুত তাঁর পাশে ছুটে যায়। গুরুতর অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হসপিটালে।

সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের ভাইয়েরা তার চিকিৎসার সকল দিকেই পাশে ছিলেন — ভর্তি, ওষুধ, যোগাযোগ, সবকিছুতে।

পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার বাসায় খবর পৌঁছে দেওয়া হয়। তবে একটি কথা না বললেই নয়, অসুস্থ মুসাফির, আর মানুষের বিবেকের এক পরীক্ষা…

আমাদের দুইজন স্বেচ্ছাসেবক ভাই দ্রুত তাঁকে রেসকিউ করেন যশোর সাহিত্য পরিষদ সংলগ্ন এলাকা থেকে। পরিস্থিতি সংকটাপন্ন, তাই দ্রুত রিকশায় তুলে হাসপাতালে নেওয়া হয়। অথচ মাত্র ২ মিনিটের রাস্তায় রিকশাওয়ালা ১০০ টাকা দাবি করেন — দর-কষাকষির সময় ছিল না।

🏥 প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। এখানে থেকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তি করার পর সিট না থাকায় রোগীর নিচে বিছানোর পাটি কিনতে গিয়ে আমাদের টিম সদরের সামনে পেয়েছিলেন আরেক বাস্তবতা: এক দোকানে পাটির দাম ৪৫০ টাকা, পাশের দোকানে সেই একই পাটি ১৮০ টাকায় পাওয়া গেল। অথচ এই পাটির রিয়েল দাম মাত্র ৮০ থেকে ১০০ টাকা।

❓ প্রশ্ন রয়ে যায় — আমরা কি মানুষ হচ্ছি, নাকি দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি?

মানবতা কেবল মুখের কথা নয়, তা হৃদয়ের কাজ।

আমরা আপনাদের সকলের কাছে এই মুসাফির ভাইয়ের দ্রুত আরোগ্য কামনায় দুআ চাচ্ছি।

❤️ মানুষ সে যেই হোক, সেবায় আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ!

এটাই মন থেকে মানবতা।
— Muslim Bang Foundation

#মুসলিম_বঙ্গ #মানবতা #মুসাফির #যশোর_সদর_হাসপাতাল

জুলাই সব সময় কাঁদায় কেন?
21/07/2025

জুলাই সব সময় কাঁদায় কেন?

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoyeb Khan Alvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share