22/07/2025
🌙 একজন মুসাফির ভাইয়ের পাশে মুসলিম বঙ্গ ফাউন্ডেশন 🤝
আজ নোয়াখালী থেকে সফরে এসে অসুস্থ হয়ে পড়েন এক মুসাফির যুবক ভাই। অনলাইনে খবর পেয়ে মুসলিম বঙ্গ ফাউন্ডেশন–এর টিম দ্রুত তাঁর পাশে ছুটে যায়। গুরুতর অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হসপিটালে।
সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের ভাইয়েরা তার চিকিৎসার সকল দিকেই পাশে ছিলেন — ভর্তি, ওষুধ, যোগাযোগ, সবকিছুতে।
পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার বাসায় খবর পৌঁছে দেওয়া হয়। তবে একটি কথা না বললেই নয়, অসুস্থ মুসাফির, আর মানুষের বিবেকের এক পরীক্ষা…
আমাদের দুইজন স্বেচ্ছাসেবক ভাই দ্রুত তাঁকে রেসকিউ করেন যশোর সাহিত্য পরিষদ সংলগ্ন এলাকা থেকে। পরিস্থিতি সংকটাপন্ন, তাই দ্রুত রিকশায় তুলে হাসপাতালে নেওয়া হয়। অথচ মাত্র ২ মিনিটের রাস্তায় রিকশাওয়ালা ১০০ টাকা দাবি করেন — দর-কষাকষির সময় ছিল না।
🏥 প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। এখানে থেকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তি করার পর সিট না থাকায় রোগীর নিচে বিছানোর পাটি কিনতে গিয়ে আমাদের টিম সদরের সামনে পেয়েছিলেন আরেক বাস্তবতা: এক দোকানে পাটির দাম ৪৫০ টাকা, পাশের দোকানে সেই একই পাটি ১৮০ টাকায় পাওয়া গেল। অথচ এই পাটির রিয়েল দাম মাত্র ৮০ থেকে ১০০ টাকা।
❓ প্রশ্ন রয়ে যায় — আমরা কি মানুষ হচ্ছি, নাকি দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি?
মানবতা কেবল মুখের কথা নয়, তা হৃদয়ের কাজ।
আমরা আপনাদের সকলের কাছে এই মুসাফির ভাইয়ের দ্রুত আরোগ্য কামনায় দুআ চাচ্ছি।
❤️ মানুষ সে যেই হোক, সেবায় আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ!
এটাই মন থেকে মানবতা।
— Muslim Bang Foundation
#মুসলিম_বঙ্গ #মানবতা #মুসাফির #যশোর_সদর_হাসপাতাল