
12/08/2024
আন্দোলনের সময় যে ছেলে-মেয়েগুলো গুলি খাওয়ার চিন্তা না করে ওপেন ফিল্ডে কাজ করছে। তাদের অধিকাংশই এখন দেখবেন চুপ হয়ে আছে।
কিন্তু আন্দোলনের সময় যারা চুপ ছিলো, একটা স্ট্যাটাস পর্যন্ত দেয়নাই, কোনো প্রতিবাদ করে নাই। তারা অনেকে এখন নেতা হইয়া ফিল্ড কাপাইতেছে।
আসলে ৭১ এর পর বাংলাদেশে এতো এতো ভূয়া মুক্তিযোদ্ধা কিভাবে তৈরি হইছে এই ব্যাপারটা এখন আমার ক্লিয়ার হইয়া গেছে।