09/08/2025
উহুদের পর এক সাহাবির কাহিনি:-
উহুদের যুদ্ধে মুসলিমরা অনেক কষ্ট পেয়েছিল। যুদ্ধের পর এক সাহাবি খুব দরিদ্র হয়ে পড়েন, খাবারও নেই।
তিনি নবী ﷺ এর কাছে এসে বললেন:
“ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো উপার্জনের পথ নেই।”
রাসূলুল্লাহ ﷺ তাকে বললেন:
“তুমি সকালে ঘর থেকে বের হবে, আল্লাহর উপর ভরসা করবে, আর যতটুকু সম্ভব চেষ্টা করবে। তোমার রিজিক আল্লাহই পাঠাবেন।”
তিনি সেই অনুযায়ী করলেন — সকালে খালি হাতে বের হলেন, পথিমধ্যে একজন তাকে কাজ দিল, আর সেই দিনের খাবার তিনি পেলেন।
পরে সাহাবি বললেন:
“আমি বুঝে গিয়েছি — চেষ্টা করা আমার কর্তব্য, রিজিক দেয়া আল্লাহর কাজ।”