01/03/2022
অবিবাহিতদের জন্যঃ
- কেউ একজন প্রতিটা মুনাজাতে আপনাকে চাইছে।
- আপনার ভালো গুণগুলো বলে বলে রবের কাছে ফরিয়াদ করছে।
- সুরা ফুরকানের ৭৪ নাম্বার আয়াত পড়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ুন
وَالَّذينَ يَقولونَ رَبَّنا هَب لَنا مِن أَزواجِنا وَذُرِّيّاتِنا قُرَّةَ أَعيُنٍ وَاجعَلنا لِلمُتَّقينَ إِمامًا
আর যারা বলে, ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’।আল ফুরকান[২৫:৭৪]
- আপনাকে নিয়ে জান্নাতে থাকার স্বপ্ন দেখছে।
- আপনাকে চেনে না জানে না, এমনকি কখনো দেখে নি অব্দি, তবুও আপনার জন্য টান অনুভব করছে।
- আপনাকে পাওয়ার আগেই সে আপনাকে ভালোবেসে বসে আছে।
তবে আপনি কেনো হতাশ হচ্ছেন? আপনিও চেয়ে যান না, অজানা সেই জীবনসঙ্গী-টাকে। জুম্মাবার আছরের পর থেকে মাগরীবের সময়টা দোয়া কবুলের সময়
জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, জুমার দিনে এমন একটা সময়ে রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আছরের শেষ সময়ে তা তালাস করো। (আবু দাউদ, হাদিস : ১০৪৮, নাসাঈ, হাদিস : ১৩৮৯)
খুব করে চান, রবের কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে বলুন? আমাদের শুধু চেয়ে নিতে হবে। এমনভাবে চান যেন আপনার রব খুশি হয়ে যান। রবকে সন্তুষ্ট করতে পারলেই তো মিলবে পরম আকাঙ্ক্ষিত সেই জন!
"অতঃপর তোমার রব তোমাকে এতো দিবেন যে তুমি সন্তুষ্ট হবে।" ( সুরা আদ-দুহাঃ৫)