28/03/2025
মুইর পরিবারের সদস্যদের আজকে ডাটার সাথে সাক্ষাৎ।ঠিক এমনই করে সবজি কাটার সময় । ওদের এই দুষ্টামি পৃথিবীর সব কষ্ট ভুলিয়ে দেয় আমার। ওরা না থাকলে হয়তো আমি বেঁচে থাকতাম না। আমার এক একটা নিঃশ্বাস ওদের জন্য নেওয়া। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সব ই আল্লাহর ইচ্ছা । ওদের জন্য সবাই দোওয়া করবেন।