23/02/2025
অনেক মানুষ তো ভালো এবং দামি রেস্টুরেন্ট এ গিয়ে ভিডিও করেন কিন্তু আমি ভাবতিছি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে , তাই ভাবছি যে রোড সাইড ফুড ট্রাই করবো এইটা করলে ২ টা লাভ আছে,
১. মানুষ কম দামে ভালো কিছু খেতে পারবেন ।
২. দামি সব খাবার এর টাকা বেঁচে যাবে ওই টাকা দিয়ে কম দামি অনেক খাবার খেতে পারবে ।
রোড সাইড ফুড ট্রাই করব এবং রেস্টুরেন্ট এর ফুড ও ট্রাই করব কিন্তু আপাততো একটু রোড সাইড ফুড ট্রাই করা যাক ।
আমি আমার সেরা টা চেষ্টা করবো বাকি টা আল্লাহ ভরসা 🥹❤️